![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পরী দেখিনি,
দেখিনি তার অনুপম সৌন্দর্য আর নিষ্পাপ প্রতিচ্ছবি।
কিন্তু আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার কৃত্তিমতা বিবর্জিত সৌন্দর্য আর মূঢ়োচিত সরলতা।
আমি বেহেশতের হুর দেখেনি,
শুনেছি তার নিখুঁত অবয়ব এর কথা।
কিন্ত আমি তোমাকে দেখেছি।
দেখেছি তোমার নিখুঁত ছবি।
আমি মৎসকন্যা দেখিনি,
দেখিনি তার ছবির মত চিত্রিত লম্বা ভাসমান অপরূপ কেশ।
কিন্ত আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার ঘনকালো মনমাতানো চুলের জাদু।
আমি কৃষ্ণসাগরের তীরবর্তী নারীদের দেখিনি,
দেখিনি তাদের চোখ জোড়ানো চোখ।
কিন্তু আমি তোমাকে দেখেছি, দেখেছি তোমার চোখের মায়া।
আমি অপ্সরা মেনকা দেখিনি, দেখিনি তার রূপ শৈলী।
শুনেছি তার মায়ায় বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গের কথা।
কিন্তু আমি তোমাকে দেখেছি,
বুঝেছি সমস্ত বাস্তবতার ঊর্ধে, সমস্ত সাধনার ঊর্ধে,
কেন কোন নারী পুরুষের মনকে ছুঁয়ে যায়।
আমি ক্লিউপেট্রা দেখিনি,
দেখিনি তার অতুলনীয় ও অপ্রতিম রূপ লাবণ্য।
কিন্তু আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার অপরূপ শ্রী।
আমি দেখিনি ট্রয়ের হেলেন,
শুনেছি তার অপরূপ রূপের মুগ্ধতায় প্রিন্স হেরিসের উন্মত্তার কথা।
কিন্তু আমি তোমাকে দেখেছি,
বুঝেছি পৃথিবীর সমস্ত বাধা, সমস্ত প্রতিকূলতা শুধুই আপেক্ষিক।
আমি বেহুলা দেখিনি, শুনেছি তার অমর কাহিনী,
কিন্তু আমি তোমাকে দেখেছি, বুঝেছি তোমার অন্তরে বয়ে চলা প্রেমের স্রোতধারা।
আমি স্বরসত্তি দেখিনি, শুনিনি তার বীণার ঝংকার,
আমি তোমাকে দেখেছি, শুনেছি তোমার শান্ত শ্রুতিমধুর স্বর।
আমি মায়ার মেয়েদের দেখিনি,
জেনেছি তাদের ইতিহাস আর পুরুষদের অনুপ্রাণিত করার কথা,
কিন্ত আমি তোমাকে দেখেছি, বুঝেছি তুমিই আমার অনুপ্রেরণা।
আমি লাইলি দেখিনি, দেখিনি শিরীন,
শুনেছি তাদের অমর প্রেমগাঁথা।
কিন্তু আমি তোমাকে দেখিছি, বুঝেছি তুমিই রচনা করবে প্রণয়কাহিনী।
আমি গ্রীক দেবী এথিনা দেখিনি, শুনেছি তার জ্ঞান ও বুদ্ধিমত্তার কথা।
কিন্তু আমি তোমাকে দেখেছি, বুঝেছি তোমার বুদ্ধিদীপ্ততা আর প্রগারতা।
আমি রানি ঈসাবেলা দেখিনি, শুনেছি তার কথা, চিন্তা ও কাজের সদ্গুনের কথা।
কিন্তু আমি তোমাকে দেখেছি, অনুভব করেছি তোমার সদ্গুনের সমাহার।
পৃথিবীর সকল সৌন্দর্য আর অনুপ্রেরণার উৎস তুমি।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন...,