![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
আমি আস্তিক। আজ একটি কথা ভেবে আরো বেশী হয়ে গেলাম, যদিও যাঁরা আস্তিক নন তাঁদের সাথে আমার কোন বিরোধ নেই। মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে। যে যে নামেই ডাকি বা না ডাকি না কেন, আমি মনে করি তিনি আছেন, অবশ্যই আছেন এবং তিনি অসম্ভব জ্ঞানী। কারণ তিনি মানুষের মন এমনভাবে বানিয়েছেন যে, না বললে বা মিথ্যে বললে কারো মনের আসল কথা অন্য কারো পক্ষে কখনোই জানা সম্ভব নয়। ফ্রয়েড সাহেব মানুষের মনের গুমোর কিছুটা ফাঁস করে দিতে চেয়েছিলেন। তিনি পুরোপুরি সফল হন নাই। কল্পনা করুন তো, স্ত্রী স্বামীর পাশে শুয়ে তার পুরনো প্রেমিককে মিস করছে বা স্বামী...। স্বামী বা স্ত্রী বিষয়টা জেনে ফেললেন। তাহলে অবস্থাটা কি হত? আর কোন উদাহরণ দরকার আছে কি। আকালমান্দ কে লিয়ে...। সৃষ্টিকর্তা তুমি দীর্ঘজীবি হও, তোমার অমরত্ব দীর্ঘজীবি হোক।
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪০
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ...
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
উৎপল হালদার বলেছেন: u.
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভালো লেগেছে। তবে শেষ বাক্যটি ছাড়া। আপনি একবার দেখে নিবেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪
আলপনা তালুকদার বলেছেন: "ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাব"- মানচিত্র খাওয়া যায়না।সব সময় শব্দের শাব্দিক অর্থ আর প্রকৃত অর্থ এক হয়না।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকুন সবসময়.....
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
প্রামানিক বলেছেন: সৃষ্টিকর্তা তুমি দীর্ঘজীবি হও, তোমার অমরত্ব দীর্ঘজীবি হোক।
মানুষর কথায় সৃষ্টিকর্তার দীর্ঘজীবন হবে না কারণ সৃষ্টিকর্তাই সব সৃষ্টি করেণ এবং নিয়ন্ত্রণ করেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭
আলপনা তালুকদার বলেছেন: কথাটা রূপক অর্থে ব্যবহৃত, যার অর্থ সৃষ্টিকর্তার অমরত্বকে স্বীকার করে নেওয়া। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১২
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........