![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
সব থেকেও নেই
আমার সব থেকেও নেই
বুকের মাঝে অহর্নিশি
পাইনা খুঁজে খেই।
লাল-নীল আর সবুজ-হলুদ
সবি আছে মোর
তবু ভাবি রাত্রি শেষে
কখন হবে ভোর?
দিবানিশি স্বপ্ন বুনি
তোমায় ভেবে দিন যে গুনি
শত বাধা ছিন্ন করে
শুনব সানাই সুর।
প্রিয়তম তুষের আগুন
আমার বুকেও জ্বলে দ্বিগুণ
সন্ধ্যে হবার আগেই এসো
যাব সমুদ্দুর।
২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩
মোহাম্মদ বাসার বলেছেন: ছন্দে লেখা কবিতা। আমার ভাল লেগেছে। আশা করি আরও লিখবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। কবিতা সবাই লিখতে পারেনা।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১
আরাফআহনাফ বলেছেন: "সন্ধ্যে হবার আগেই এসো
যাব সমুদ্দুর।"
দারুন আহ্বান - এড়াবে সাধ্যি কার?
অনেক ভালো লাগলো।
চলুক তবে - কবিতাদের সাথে ।
শুভ কামনা রইলো।
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩
আলপনা তালুকদার বলেছেন: আমি কবিতা লেখার চেষ্টা সেভাবে কখনো করিনি। স্কুল ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে দু'তিনবার। কি লিখেছিলাম মনেও নেই। এই কবিতাটা এমনি এমনি লিখেছিলাম। লোকে পড়বেনা ভেবে পুরোটা দিইনি। আপনাদের ভাল লেগেছে দেখে সাহস করে বাকীটুকুও তুলে দিলাম।
তোমায় ভেবে জীবন গেল
জীবন-যৌবন সব ফুরালো।
তোমায় পাবার অলীক আশা
আজও অন্তহীন।
তোমার মাঝেই চাঁদের আলো
দিনের শেষেও ছড়ায় ভালো
তোমার মাঝেই ভাবছি সদা
হব আমি লীন।
লোকনিন্দা, লৌকিকতা
কিসের তোমার ভয়?
একা একাই ভীষণ যদি
থাকতে তোমার হয়?
কোন কিছুতেই ঘোচেনা যে
বুকের শূন্যতা
খুঁজে ফিরি হাতড়ে বেড়াই
আমার পূর্ণতা।
তোমার মত এমন ভাল
কে আর আমায় বাসে?
নাহলে কি তোমার স্মৃতি
নিত্য এমন আসে?
ভুলে-ছলে অন্ধকারে
জীবন হল পার
তোমার দেয়া একটু পরশ
বাঁচায় হাজার বার।
অশেষ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২
আরাফআহনাফ বলেছেন: পূর্ণ প্রকাশিত হোক তবে ......
অনেক অনেক শুভ কামনা সহ
"ভুলে-ছলে অন্ধকারে
জীবন হল পার
তোমার দেয়া একটু পরশ
বাঁচায় হাজার বার।" +++
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
অর্ধ চন্দ্র বলেছেন: অবশেষে আপনার জন্য আপনার মতোকরে প্রিয়তর সদা উচ্ছ্বল প্রকৃতি অপেক্ষাই আছে, শতভাগ নিশ্চন্তে যোগাযোগ করুন। ইতিমধ্যে সেই বালকটি আপনাকে ভাবতে শুরু করেছে। তার ফেবু আইডি " আমাদের বুনোফুল " , আমি ধন্য যে একজন শ্রেষ্ঠ মনের মানুষের জন্য কিছুকরতে পারলাম, ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
আলপনা তালুকদার বলেছেন: তাই নাকি? হাহাহা! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: "লাল-নীল আর সবুজ-হলুদ
সবি আছে মোর
তবু ভাবি রাত্রি শেষে
কখন হবে ভোর?"
মানুষের ভাবনার কি অন্ত আছে? কবিতায় ভাল লাগা রেখে গেলাম মেম।
একটি গান চয়েজ থেকে দিয়ে গেলাম