![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
মন খারাপ
আজ আমার ভীষণ রকম মন খারাপ,
অথচ আমার দুঃখগুলো বেজায় খুশী।
আজ তারা মনের সুখে বরফ গলা নদী হবে,
চোখের কোণের বাঁধ পেরিয়ে বিন্দু থেকে সিন্ধু হবে।
আমিই শুধু স্মৃতিগুলো অকারণে আঁকড়ে ধরি,
নিস্ফলতা, অপূর্ণতায় নিজের মনেই গুমরে মরি।
ঝড়ের তোড়ে উড়ে যাওয়া শুকনো পাতা যেমন,
স্বপ্ন, স্মৃতি, ভালবাসা, বাঁধনগুলো তেমন।
বুকের কোণে স্তরে স্তরে সাজিয়ে রাখা চাঁদ,
সোনার পাখী পারেনা যে ছিড়তে কঠিণ ফাঁদ।
এক নিমেষে কৃষ্ণপক্ষ স্বপ্ন ছেঁড়ার যণ্ত্রণাতে,
সংসারী মন বন্দী ভীষণ, নিশিরাতে ডুকরে কাঁদে।
অনেক যত্নে আমি তাকে দূরে ঠেলেছি,
পথের শেষে তাকেই কেবল হারিয়ে ফেলেছি।
জীবন আমার এমন হবে জানাই ছিল।
বেঁচে থেকেও মরে গিয়ে হাসতে হবে, মানাই ছিল।
প্রিয় আমার বড় একা দুখের নদী,
বুকে তাহার আমার দেয়া কষ্ট বহে নিরবধি।
আজ সে আমার চিরতরে পর হবে,
পানসীতে তার নতুন কোন যাত্রী লবে।
গভীর রাতে চাঁদের সাথে জাগব আমি,
কার কি হবে? সবাই কিন্তু নিজের মত ব্যস্ত রবে।
নতুন প্রিয়ার বাহূডোরে, সাজবে জীবন নতুন করে,
যদিও শুধু তোমার তরেই সারাজীবন এ মন পোড়ে।
মোহমায়ার হাজার বেড়ি আমার পায়,
চাইলেও কি ছিঁড়তে পারি আমি তায়?
অনেক দিনের অনেক চেনা হৃদয়খানা,
নিজের ভুলেই করেছি আজ শ্মশান কানা।
ভাল থেকো, সুখে থেকো বন্ধু আমার ওগো,
আবার যদি দেখা হয় প্রেমের নদী আবার বয়
ভুলে যেও দূরে যেও, যোজন যোজন দূরে
যেখান থেকে কভু আমায় পাবে না আর ফিরে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
মোহাম্মদ বাসার বলেছেন: দারুণ।
ব্লোগে এটা আপনার দ্বিতীয় কবিতা। অনেক ভাললাগায় ঋণী করে রাখলেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় আমার বড় একা দুখের নদী,
বুকে তাহার আমার দেয়া কষ্ট বহে নিরবধি।
আজ সে আমার চিরতরে পর হবে,
নতুন ফুলের মালি হয়ে দিন কাটাবে।
কবিতার প্রতিটি চরণ ভাল লেগেছে , অনেক অনেক ভাল লাগা । কেমন আছেন আপুনি? ব্লগ কেমন লাগছে আপনার? আমার ভীষণ ভাল লাগে এই ব্লগ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪
আলপনা তালুকদার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হলাম।ধন্যবাদ।
আমি এখন অনেকটা ভাল আছি।
ব্লগে কিছু লেখা খুব ভাল লাগে। সব নয়।
আর আফসোসটা এখনও আছে। এখনও আমার লেখা প্রথম পাতায় আসেনা।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আর কয়দিন, দেখবেন আপনার লেখা নির্বাচিত পাতায় আসবে। আমি আশাবাদী বোন। আর আপনি দেখতেই পারছেন যাদের লিখা প্রথম পাতায় অাসছে কতজন পড়ছে! আপনার লিখা প্রথম পাতায় এখনো আসেনি কিন্তু পাঠক কিন্তু খুজে পড়ছে। রাঘ করে ব্লগ ছেড়ে যাবেন না। আপনাকে ব্লগথেকে হারাতে চাইনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১
আলপনা তালুকদার বলেছেন: হ্যাঁ। এটা খুশী হবার মত ঘটনা। লোকে খুঁজে খুঁজে আমার লেখা পড়ছে, প্রশংসা করছে। মাত্র দু'মাসে ব্লগে আমার ফলোয়ার ১৩ জন! কম না। কি বলেন?
আমি লিখে যাব। দেখা যাক।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবির অনুভূতি আর ভালোবাসাপূর্ণ হৃদয়ের প্রতি শ্রদ্ধা রইল।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৭
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। শুভেচছা জানবেন।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:০১
নাগরিক কবি বলেছেন: আপু এটা খুব ভাল ছিল
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১
সিফটিপিন বলেছেন: আমিই শুধু স্মৃতিগুলো অকারণে আঁকড়ে ধরি,
নিস্ফলতা, অপূর্ণতায় নিজের মনেই গুমরে মরি।
ঝড়ের তোড়ে উড়ে যাওয়া শুকনো পাতা যেমন,
স্বপ্ন, স্মৃতি, ভালবাসা, বাঁধনগুলো তেমন।
ভাল লাগল