![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
একটা কথা
একটা কথা খুব বুঝেছি
এ জীবনে তোমায় পাওয়া হবেনা।
একটা কথা খুব জেনেছি
চাঁদ আর মাটি এক ঘরেতে রবেনা।
একটা কথা খুব মেনেছি
জীবন বড় কষ্টকর।
একটা কথা খুব বলেছি
তুমি আমার নষ্ট পর।
একটা কথা খুব তুলেছি
তোমায় ছাড়া আমি কোথাও থাকবনা।
একটা কথা খুব ভুলেছি
তোমার কথা আর কখনও ভাবব না।
একটা কথা খুব দেখেছি
তুমিও আমায় ভুলতে কভু পারনি।
একটা কথা খুব ভেবেছি
কেন তুমি আমার আশা ছাড়োনি।
একটা কথা দিনের মত সত্যি আজ
রাতের শেষে ভোর হয় যে অকারণ।
একটা কথা মিথ্যে দিয়ে ঢাকি রোজ
তুমি আমার আমি তোমার আমরণ।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থকবেন।
২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাম কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
৩| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৭:০৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭
অর্ধ চন্দ্র বলেছেন: যেন তাই হয় দিন শেষে।
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপনার শুভকামনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: একটা কথা দিনের মত সত্যি আজ
রাতের শেষে ভোর হয় যে অকারণ।
একটা কথা মিথ্যে দিয়ে ঢাকি রোজ
তুমি আমার আমি তোমার আমরণ। এক রাশ মুগ্ধতা এখানে, ভাল লাগল কবিতা।