![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
মন বলেছে
মন বলেছে, আজ সে আবার খুকী হবে,
অবোধ শিশু হাসে যেমন প্রিয় কিছু পেলে।
তোমাকে দেখে বুকের মধ্যে যেমন হত ধুকপুকানি
সেই উনিশ বছর আগে, ঠিক তেমনি।
তুমি আসবে শুনেই তার পাগলামিটা বেড়েছে হাজার গুণ
খুব ভাল জানে, তুমি তার জন্য আসছোনা।
বৌ-ছেলে বগলদাবা, দীর্ঘ প্রবাসজীবনের ক্লান্তি কাটাতে ঘরে ফেরা
আত্মীয়, পরিজন, বন্ধু, সবার জন্য সময় বরাদ্দ, আছে উপহারও
তুমি এখন কোথাকার কোন পর, কবে কি ছিলে....
সেসবকে কি আর পাত্তা দিলে চলে?
এমনি ভাবনা নিয়েই গেলাম তোমায় দেখতে,
মনের জোড়াজুড়িতে বাধ্য হয়ে অনেক দ্বিধা বুকে নিয়ে ।
ও খোদা! তুমি তো তেমনি আছ, যেমন ছিলে, একেবারে আমারি মত!!
বুকের মধ্যে সেই একই রকম উষ্ণতা,
ঠোঁটের স্পর্শে একইরকম উন্মাদনা।
প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা ভাব ছিল বটে,
তারপর সমুদ্রে বান ডেকেছে
ভালবাসা উপচে গেছে একূল ওকূল।
কেউ জানেনি, জানবেওনা, ভালবাসা মরবেওনা
ভালবাসা হাওয়ার মত, কার সাধ্যি ঠেকায় তাকে?
নাহলে উনিশ বছর! কম তো নয়।
স্থান, কাল, পাত্রের খেঁতা পুড়ি!
পাপ করেছি? হবে হয়তো।
ভাল না বেসেও রোজ মিথ্যে ভালবাসার অভিনয় করে ঠকানো,
কিংবা যারা সেদিন বুকের খাঁচা থেকে
বের করে নিয়েছিল আমাদের হৃৎপিণ্ড, ভালবাসা
তার চেয়ে বেশী পাপ হয়েছে কি?
তোমরা যাই বল, মন বলেছে - ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
আলপনা তালুকদার
৮ই মে, ২০১৭
রাজশাহী।
০৮ ই মে, ২০১৭ রাত ৯:০০
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
২| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার সামনে কিছুই বাঁধা হয়ে টিকে না।
ভালো লাগলো আপনার অনুভূতি।
প্রেমহীন হলে পৃথিবী মোরে
দেয় যেন বিদায় দিয়ে,
ভালোবাসবো গভীর থেকে
ঠিক যেমনটি ছিলাম আগে।
পাই গো যদি বন্ধুর দেখা
হারিয়ে যাবো দূর অজানায়,
বন্ধু যদি আগের মতোই
ভালোবাসা দেয় গো আমায়।
কত দিনের স্বপ্ন চোখে
যায়'গো বিফল বন্ধু বিনে,
আবার যদি পাই বন্ধুরে
পাপপুণ্য আর খুঁজবো নারে।
কিসের পাপ ভালোবাসায়
মনের সাথে মন মিলালে,
দোযখ বেহেশত সবি বন্ধু
তাকে ছাড়া'যে আগুন বুকে।
শুভকামনা আপনার জন্য। ভালোবাসা বেঁচে থাকুক পৃথিবীতে।
০৮ ই মে, ২০১৭ রাত ৯:৪০
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আরও ভাল লিখতে হবে ।
কেউ জানেনি, জানবেওনা, ভালবাসা মরবেওনা এর স্হানে
এটা শেয়তর শোনায়
কেউ জানেনি, জানবেনা, ভালবাসা মরবেনা
০৮ ই মে, ২০১৭ রাত ১১:০২
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, এরপর খেয়াল করব। ধন্যবাদ।
৪| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:৫১
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Not bad next time will be best
০৮ ই মে, ২০১৭ রাত ১১:০৪
আলপনা তালুকদার বলেছেন: Hope so. Thanks.
৫| ০৮ ই মে, ২০১৭ রাত ১১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++
০৯ ই মে, ২০১৭ ভোর ৬:৫৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৬| ০৯ ই মে, ২০১৭ সকাল ৭:৫০
মোহাম্মদ বাসার বলেছেন: কবিতা ভাল হয়েছে। এত ভোরে উঠেন কি করে, শিশিরে পা রাখেন? কেন যেন আপনাকে দেখে মনে হয় সারা মুখে শিশিরের স্নিগ্ধতা। কবিতা ও কবির প্রতি অনেক ভালবাসা রেখে গেলাম।
০৯ ই মে, ২০১৭ সকাল ৮:২৯
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৭| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:২৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৩
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ রাত ৮:৪৮
নাগরিক কবি বলেছেন: বেশ সুন্দর আপু