![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
আগাছা কিংবা পরগাছা
আমার অপরিহার্য নিঃস্বাসে বা ভুল বিশ্বাসে শুধু তোমারই বসবাস
মিথ্যে আশা কিংবা নিখাদ ভালবাসায়ও তুমি ছাড়া কিছু নেই।
তোমাকে পাবার অপার সুখ,
আর তোমাকে হারাবার সীমাহীন দুঃখের সমার্থক তুমি।
জীবন বিনাশী ভুল, ভোরের ভেজা চুল, সেখানেও তুমিই রাজা।
স্বপ্নের আবাসে আজও তোমারই একচ্ছত্র বিচরণ
অথচ তুমি-আমি কোথাও নেই।
রোজ সকাল, দুপুর কিংবা বিকেলরা থাকে মনমরা হয়ে
গোধূলির সিঁদুরের বং গায়ে মেখে আজও রোজ
পাখিরাও ঠিকই খুঁজে নেয় তার নিজস্ব আবাস
আমিই শুধু আজীবন নিজগৃহে পরবাসী।
ঠিক যেন তোমারি মত।
এতটা দিন গেল, সাদা চুলে বিকেলের রং পড়ল
অথচ আমরা আজো আর কারো হতে পারিনি।
যেমন ছিলাম তুমি বিনা একা, অসম্পূর্ণ,
আজো ঠিক তেমনি আছি।
তোমার অবিচ্ছেদ্য ও একমাত্র পরিপূরক হয়ে,
পুরোপুরি নির্ভরশীল শুধুই তোমাতে,
আগাছা কিংবা পরগাছা হয়ে,
অবিকল তোমারি মত।
আলপনা তালুকদার
৩১ মার্চ, ২০১৭
রাজশাহী।
১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য। ভাল থাকবেন।
২| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩২
শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর। মুগ্ধতা রইল কবিতায় +++++
১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু। ভালো লাগলো।
আমি অনেক দিন পরবাসী আমার মন থেকে...
শুভকামনা রইল
১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল লাগার জন্য।
তাই? ওকে। দোয়া করি, খুব তাড়াতাড়ি নিজবাসী হোন।
৪| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমি বরাবরই কবিতা কম বুঝা পাবলিক, পরগাছা ফুলটার প্রেমে পড়ে গেছি
১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:২৩
আলপনা তালুকদার বলেছেন: তাও মন্দ না। ভাল থাকুন নব্য প্রেমিক ভাই।
৫| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি নব্য প্রেমিক না আপু, প্রকৃতির সাথে আমার প্রেম চলে নিরন্তর..........
১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৪০
আলপনা তালুকদার বলেছেন: আমার দেয়া ফুলটার জন্য নব্য প্রেমিক তো বটেই। যাই হোক, অর্কিড পাঠালে নিশ্চিত হব আপনি সত্যি প্রকৃতি প্রেমিক। ওকে?
৬| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:২৮
সাদা মনের মানুষ বলেছেন:
সিরাজউদ্দৌলার সমাধির পাশে পরগাছা ফুলটা দেখছেন কেমন চমৎকার!
১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৮
আলপনা তালুকদার বলেছেন: দারুণ!!! আপনার কালেকশনে থাকলে আমাকে পাঠিয়ে দেবেন প্লিজ। আমি অর্কিড খুবই পছন্দ করি।
৭| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫
ভ্রমরের ডানা বলেছেন: অনিন্দ্য কাব্যরস! বিরহিত ফল্গুধারা
ভাল লেগেছে!
১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮
নাগরিক কবি বলেছেন: নিঃশ্বাস ( টাইপো)। ভাল - মোটামুটি।
১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
আমি শখের কবি। কবিতা আমি তেমন একটা বুঝিনা। বলতে পারেন, না বুঝেই লিখি। এজন্য আমার এক কবি বন্ধু আমার উপরে ভীষণ ক্ষ্যাপা।
১০| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮
আলপনা তালুকদার বলেছেন: তাই? জেনে খুশী হলাম।
আমি অতি সম্প্রতি কবি হয়েছি। আমার কবিতার সংখ্যা বলতে অস্বস্তি হয়।
কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
১১| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫
জেন রসি বলেছেন: মানুষকে কখনো কখনো পরগাছা হতে হয়। একা পূর্ণ হতে না পারার একটা সীমাবদ্ধতা মানুষের আছে। আপনার কবিতায় সে বোধের একটা প্রকাশ আছে। লিখে চলুন।
১৫ ই মে, ২০১৭ বিকাল ৪:২০
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। সুন্দর বিশ্লেষণ!
ভাল থাকুন।
১২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ+++++++
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
আলপনা তালুকদার বলেছেন: তাই? খুব খুশী হলাম!
ধন্যবাদ। ভাল থাকুন।
১৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৩:৩০
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার কবিতা।
১৬ ই মে, ২০১৭ সকাল ৭:৪২
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আমি অবাক হয়ে যাচ্ছি। আমার অখাদ্য কবিতা লোকে পড়ছে, প্রশংসাও করছে!!!
অবিশ্বাস্য!!!!
১৪| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৭
সাহসী সন্তান বলেছেন: চমৎকার একটা কবিতা! পুরোটাই বাস্তবতা, অস্বীকার করার কিছু নাই! আমার কাছে সেই কবিতা গুলো সব থেকে বেশি ভাল লাগে, যার শিরোনামটা ফুঁটে ওঠে কবিতার কোন এক চেনা লাইনের মধ্যে! খুব ভাল লাগলো!
এনি ওয়ে, আপনি শিরোনামটা "কবিতাঃ- আগাছা কিংবা পরগাছা" এভাবেও দিতে পারেন। তাতে শিরোনাম সহ পোস্ট পড়তে পাঠক আগ্রহী হয় বেশি। জানেনই তো- "A beautiful name is greater than a lot of wealth!"
পরামর্শ দিলাম! মানা না মানাটা আপনার একান্ত ব্যক্তিগত! কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৯
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল লাগার জন্য। আর পরামর্শ অবশ্যই সাদরে মেনে নেওয়া গেল।
ভাল থাকুন - আপনার জন্যও অনেক শুভকামনা।
১৫| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: পরগাছা ও বৃক্ষ
কবিতার শিরোনাম এমন হতে পারে কি?
আপনার সব কবিতার শিরোনাম কবিতা !!!!
কবিতার বইয়ের নাম দিবেন কবিতা সমগ্র। না কি?
১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ভাল বলেছেন। আচ্ছা বেশ, এরপর থেকে কবিতার নামও দেব।
ধন্যবাদ। ভাল আছেন তো?
১৬| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:০৮
দগ্ধ সিগারেট বলেছেন: ভালো লিখেছেন ম্যাম।।
২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
১৭| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:০৯
দগ্ধ সিগারেট বলেছেন: ভালো লিখেছেন ম্যাম।।
২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭
করুণাধারা বলেছেন: তোমাকে পাবার অপার সুখ,
আর তোমাকে হারাবার সীমাহীন দুঃখের সমার্থক তুমি।
এই লাইনদুটি বিশেষভাবে ভাল লেগেছে। পুরো কবিতায় +