![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
স্বপ্ন
সব ছেড়েছি, বেশ করেছি!
রাতদিন হাজার মিথ্যে, ভাল থাকার নিখুঁত অভিনয়
ক্লান্ত হয়ে গেছিলাম খুব।
তাই তুমি এসেছ শুনেই চলে এলাম।
তুমি ডেকেছিলে অনেকবার।
দ্বিধা ছিল ছেলেটার জন্য।
আজ আমি তোমার আকাশে মুক্ত পাখি মনের টানে।
সব সুন্দর, না পাওয়া আজ থেকে সুদে আসলে
উসুল করে নেব ষোলআনা।
সব অপূর্ণতা কানায় কানায় ভরিয়ে দেব আমরা
যা যা হারিয়েছি, যাকিছু হয়নি পাওয়া
সব বাকী বুঝে নেব আজ
তুমিও ভীষণ খুশী।
বুকে জড়িয়ে আমায় বললে, 'ভেবোনা,
তোমার ছেলে, সেকি আমারও নয়?"
নিশ্চিন্ত মনে ডুবে গেলাম তোমাতে
বহুদিনের কাঠফাটা তৃষ্ণায় ভরা বর্ষাপাত!
এত অতৃপ্তি নিয়ে কিভাবে বেঁচে আছি এতদিন?
জোছনায় গোসল শেষে শান্তির ঘুম, বহুদিন পর, তোমার বুকে।
সকালের আলো চোখে পড়তেই দেখি
সেই পুরনো বিছানা, সবই পুরাতন
শুধু রাতের স্বপ্নটা ছাড়া!
আলপনা তালুকদার
২৩ মে, ২০১৭
রাজশাহী।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২৯
আলপনা তালুকদার বলেছেন: সেজন্যই তো দিয়েছি। জ্বি, ভাল আছি। আপনি?
আর কবিতা কেমন লাগলো, তা কিন্তু বলেননি। তার মানে পচা, তাইনা?
২| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বপ্ন কখনো কখনো স্বপ্নই থেকে যায়! ভালো উপস্থাপন।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, আমাদের এ উপমহাদেশের বেশীরভাগ মানুষ বাবামা বা অভিভাবকের বেছে দেওয়া অপছন্দের (যাকে ভালবেসে বিয়ে করেনি) মানুষের সাথে বাধ্য হয়ে জীবন কাটায়। প্রিয় মানুষের সাথে বাঁচার আমরণ স্বপ্ন বুকে নিয়ে। আমার আজকের কবিতা তাদের জন্য।
ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা মোটামুটি। আর আপনার সকল সপ্ন পূরন হোক। অনেক শুভ কামনা।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১০
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ কবিতা মোটামুটি বলার জন্য। আমার ধারণা, অবস্থা আরো খারাপ।
ধন্যবাদ, আমার স্বপ্নপূরণের শুভকামনা জানিয়েছেন বলে। আপনার জন্যও শুভকামনা রইলো। ভাল থাকুন।
৪| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: প্রথমেই বলে নিই,কবিতা সম্পর্কে জ্ঞান ০০%।তাই কবিতার ভাব নিয়ে মন্তব্য করলাম নাহ।ছন্দ ভালো লেগেছে আর ছবিটা ছিলো অসাধারণ।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১৩
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! কবিতার জ্ঞান আমারও আপনার মতই। আরো অনেকের ধারণাও তেমন ভাল না। কারণ আমার কবিতাকে (!!!) তাঁরা ভাল বলেন। ছন্দ ভাল লাগার জন্য ধন্যবাদ। আর ছবিটা সত্যিই ভীষণ সুন্দর!!!!!!
৫| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৩
ম্যাক্সিম বলেছেন: কবিতাটা সুন্দর। ছবিটাও অসাধারন।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। কৃতার্থ হলাম, কবিতা সুন্দর বলেছেন বলে। জ্বি, কোন দ্বিমত নেই। ছবিটা সত্যি অসম্ভব সুন্দর!!!
ভাল থাকুন, ছবিটার মত সুন্দর হোক জীবন...।
৬| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সিফটিপিন বলেছেন: স্বপ্ন-- (ইয়া বড় একটা দীর্ঘশ্বাসের ইমো হইবেক)
কিন্তুক কবিতা ভালই হইছে।
২৫ শে মে, ২০১৭ রাত ৮:১৯
আলপনা তালুকদার বলেছেন: হইবেক টা আপনার জন্য রেখেছি। আয়েশ করে দীর্ঘশ্বাস ফেলুন। হা হা হা!!!!!
কবিতা ভাল হয়েছে শুনে বড়ই আনন্দিত হইলাম!!!!!!
ধন্যবাদ। ভাল থাকুন এবং অবশ্যই স্বপ্ন দেখুন, পূরণ হোক বা না হোক। অন্তত দীর্ঘশ্বাস তো ফেলা যাবে!!!
৭| ২৬ শে মে, ২০১৭ সকাল ১১:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:১৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৬ শে মে, ২০১৭ রাত ৯:৩৫
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সকালের আলো চোখে পড়তেই দেখি
সেই পুরনো বিছানা, সবই পুরাতন
শুধু রাতের স্বপ্নটা ছাড়া!
স্বপ্ন এরকমই ।
২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮
আলপনা তালুকদার বলেছেন: ঠিক। সেজন্যই সেটা স্বপ্ন, বাস্তব নয়। ধন্যবাদ।
মন ভাল নেই। আপনি ভাল আছেন তো?
১০| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:২০
পংঙ্কজ অধিকারী বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৩
আলপনা তালুকদার বলেছেন: তাই? ধন্যবাদ। জেনে খুশী হলাম। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:০৮
বিজন রয় বলেছেন: ছবিটা তো অন্যরকম!!
ভাল আছেন?