![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
চোখের বর্ষা
আকাশের চোখে আজ নেমেছে আষাঢ়ের ঢল
বেলীর কুঁড়ির কানে কানে বলে
সাগরে আর কতটুকু জল?
আমার বুকের গহীনে তাকাও
আঁধার আর জলের সাতশ' একুশটা মহাসাগর পাবে।
একশো ষোলোটা মরুভূমিও পেতে পার।
তপ্ত বালির তৃষ্ণার্ত বুকের চেয়েও
হাজার জনমের পিপাসা নিয়ে প্রাণ আমার ওষ্ঠাগত।
আমার বুকের বাম পাঁজরের যে কালো তিলটা,
চাঁদনী রাতে তাকে দেখে কেমন হাসতো তোমার চোখ।
আজও মনের জানালায় তোমার সেই খুশী অবিকল,
চাঁদনী রাতগুলোও তেমনি আছে,
শুধু তুমিই নেই।
যদি আমার না হতে,
যদি সত্যি সত্যি আমায় ভুলে অন্য কাউকে ভালবাসতে,
আমার বুকে নীল কষ্ট ফলতো না এমন।
কালো তিল আর ঐ রাতের তারারা জানে তুমি আজো আমার,
শুধু তুমিই জানোনা, জেনেও মানোনা ।
মন বলে, তুমিও আমারি মত,
আমার চারপাশের শূন্যতা জানে, নও।
সতেরো বসন্ত পরেও তোমার এই থাকা না থাকার দোলাচলে
চোখের বর্ষাতে ভিজি অবিরাম।
অবুঝ হৃদয় অকারণে বলে, "কদম ফুটবেই।"
সে আশায় ঘন কালো মেঘ আসে রোজ,
শুধু তুমিই আসোনা!
আলপনা তালুকদার
৩ জুলাই, ২০১৭
রাজশাহী।
০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৩৬
আলপনা তালুকদার বলেছেন: দু'টোই রূপক অর্থে - দীর্ঘ সময়ের বিরহের তীব্র কষ্ট বোঝাতে। ধন্যবাদ।
২| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ৩:০০
তেলাপোকা রোমেন বলেছেন: চোখ হইতেসে বৃষ্টির লাইগা ভাড়া নেওয়া সিজনাল আকাশ
০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৩৭
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ভালো বলেছেন। ধন্যবাদ।
৩| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৪:২৫
লেখা পাগলা বলেছেন: ভালো ।
০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৩৭
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৪| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৫:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য
অনেক ভালোলাগা রেখেগেলাম
০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৬:৩৮
আলপনা তালুকদার বলেছেন: অশেষ ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৮:০১
মোহাম্মদ বাসার বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা। হচ্ছে কিন্তু----
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:১৪
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আর কিন্তু!!! লিখেছি - এই না কত!!!
আলোচিত ব্লগে আনছি না, এই তো ঢের!!!!!!
৬| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৬
দলছুট শালিক বলেছেন: যদি সত্যি সত্যি আমায় ভুলে অন্য কাউকে ভালবাসতে,
আমার বুকে নীল কষ্ট ফলতো না এমন।.......।
অসাধারণ লেগেছে লাইন দুটি, কেন জানি না, লাইন দুটি চোখের কোণে জল জমিয়েছে।
ধন্যবান, অনেক সুন্দর।
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২০
আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২
মোঃ কবির হোসেন বলেছেন: আপনার কবিতাটি আমার কাছে অসাধারন লেগেছে। মন ছুয়ে গেলো। [শেষের প্যারার দ্বিতীয় লাইনের শেষ শব্দটির ("নও" মানে বুঝলাম না]
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৯
আলপনা তালুকদার বলেছেন: "মন বলে, তুমিও আমারি মত,
আমার চারপাশের শূন্যতা জানে, নও।"
নও মানে তুমি আমার মত নও। আমার চারপাশে শূন্যতা আছে, তোমার নেই, তাই।
কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ রোমান্টিক একটি কবিতা অনেকক্ষণ পরে পাঠ করলাম! কিছু মনে করবেন না, একটা প্রশ্ন ছিল। সাতশ একুশটা মহাসমুদ্র বলতে কি বুঝিয়েছেন? আর একশ ষোলটা মরুভূমি?