নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : পচন

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩১




পচণ


রোজ একটু একটু করে পচে যাওয়া সমাজের দূর্গন্ধে শ্বাস নেয়া দায়!
মানবতা, ন্যায়বিচার, বিবেক, নীতি- নৈতিকতা....
লাল-সবুজের র্নীল আকাশে অরাজকতার কালো মেঘ।
দূর্গন্ধ ছড়াচ্ছে হাওড়, লংগদু, বনানী, কোর্ট প্রাঙ্গন, ভাষা, পাহাড়, মজহার,..
কালিমায় ঢাকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পবিত্র বিশ্ববিদ্যালয়,
নেতার পায়ের তলায় পিষ্ট শিক্ষার্থীর কোমল দেহ,
শিক্ষকরা ব্যবসায়ী, কেউ যৌন নিপীড়ক,
পিতা-কন্যার সহমরণেও ভাঙ্গেনা কুম্ভকর্ণ প্রশাসনের আয়েশী ঘুম।
হীরক রাজার দেশের মত পুলিশ হাসে
অপরাধীর সাথে দাঁত ক্যালানো সেলফি তুলে।
সবাই আছে মহা সুখে মানুষগুলো ছাড়া।

যারা ঠেকাতে পারে, তারা ব্যস্ত ভীষণ!
মেয়ে, মদ আর সুইস ব্যাংক ভরানো অনেক বেশী জরুরী।
তাদেরই বা দোষ কি এমন?
সময়ের সঠিক ব্যবহার না করা বোকামী কিনা!

মানুষ, তোমরা কেঁদোনা,
কেননা তোমাদের কান্না শোনার কেউ নেই।
পারলে গর্জে ওঠো আরো একবার,
যেমন উঠেছিলে ছেচল্লিশ বছর আগে,
রক্ত স্রোতে ভেসে যাক সব অনাচার,
সবুজের মাঝে আবার জ্বলে উঠুক সেই লাল সূর্য!

আলপনা তালুকদার
৬ জুলাই, ২০১৭
রাজশাহী

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৯

আলপনা তালুকদার বলেছেন:

২| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

আলপনা তালুকদার বলেছেন:

৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Joy bangla mom. Nothing to say. This world is a slaughter house. We are all butcher. We kill animal. Are we all vegetarian ? Correction- is university perfect ?

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

আলপনা তালুকদার বলেছেন: "কালিমায় ঢাকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পবিত্র বিশ্ববিদ্যালয়,
নেতার পায়ের তলায় পিষ্ট শিক্ষার্থীর কোমল দেহ,
শিক্ষকরা ব্যবসায়ী, কেউ যৌন নিপীড়ক, "....

৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৩

তপোবণ বলেছেন: বিবেক তাড়িত লেখা। অত্যাচার সমাজের অনুসঙ্গ হতে পারেনা। সমাজ হিতৈসিরা এখন জঙ্গলে বাস করে। জঙ্গলের শাসন চলছে সমগ্র বাসভূম জুড়ে। এভাবেই কি চলবে? কবে জাগবে সম্মিলিত বিবেক। "রক্ত স্রোতে ভেসে যাক সব অনাচার,
সবুজের মাঝে আবার জ্বলে উঠুক সেই লাল সূর্য!"
মনের কথটি লিখেছেন।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭

আলপনা তালুকদার বলেছেন: "আজকাল বড় বেশী হতাশ হতাশ লাগে"....

ধন্যবাদ।

৫| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কি করবেন মানুষ ভালবাসে টাকা । আর অর্থই অনর্থের মূল। ভালমানুষের দাম কই ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

আলপনা তালুকদার বলেছেন: ঠিক বলেছেন ভাই। ভাল মানুষের জায়গা নাই। সবখানে মন্দরা জুড়ে বসে আছে। একসময় পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে। ভাবতে কষ্ট হয়।

ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.