নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

সাবিনাদের সংখ্যা কত?

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪

সাবিনাদের সংখ্যা কত?







ছবিগুলো ফেসবুকে পেলাম। ফেনীর আনন্দ কমিউনিটি সেন্টারের মালিকের স্ত্রীর নির্যাতনের চিত্র।

দরিদ্র, অসহায় এসব কোমলমতি শিশুদের এভাবে নির্যাতনকারীদের শাস্তি কি হওয়া উচিত, ভেবে পাচ্ছিনা। যদিও জানি টাকার জোরে এসব অপরাধীরা বরাবরের মত থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে। আমাদের মানবিক বোধ কোথায় গিয়ে ঠেকেছে, এই শিশুদের ক্ষতবিক্ষত শরীর তা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সাবিনা তো একটা বা দু'টা নয়। আমরা সবার খবর জানতে পারিনা বলে এখনও নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি, এখনও নিজেদেরকে সভ্য ভাবতে পারি।

শিশুটির নির্যাতনের বিষয়টি নির্যাতনকারীর বাড়ীর লোকজন, আত্মীয়, প্রতিবেশী,.. নিশ্চয় আরো অনেকেই জানে। একজন মানুষও কি ছিলনা, যে মেয়েটিকে এতটা নির্যাতিত হবার আগেই মেয়েটিকে রক্ষা করতে পারতো?

যাদেরকে আমরা শিক্ষিত, সম্মানিত, ভাল মানুষ বলে জানি, তারাও কেউ কেউ মিথ্যে নাটক করেন, লম্পট, মিথ্যেবাদী, অপরাধী। বাইরের চেহারা দেখে প্রকৃত মানুষ চেনা সত্যিই বড় দায়!

এর শেষ কোথায়? কবে, কিভাবে থামবে এ স্খলন?

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


ইডিয়ট বিএনপি থেকে শুরু করে, ডোডো আনু আহমেদ অবধি, একজন লোকও এদের জন্য কোর্টে গেলো না; একদিন আমাকেই যেতে হবে, মনে হচ্ছে।

২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: এরাই দেশের নাগরিক!! যতসব বাহুল্য কথা!!

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:১৩

এডওয়ার্ড মায়া বলেছেন: কিছুদিন পর আমরা এই সব কিছুই ভূলে যাব !!!!

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২

আলপনা তালুকদার বলেছেন: তাই তো যাই! ধন্যবাদ।

৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:১৮

সত্য আত্মা বলেছেন: এইরকম মানুষ পশুর চাইতে নিকৃষ্ট

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৪

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। আমাদের দেশের গরীব মানুষগুলো যে কতটা অসহায়, এগুলো তার প্রমাণ! ধন্যবাদ।

৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: সমাজে আজ মানুষ রূপী কিছু জানোয়ারের বসবাস

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৪

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক। ধন্যবাদ।

৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৩১

নাগরিক কবি বলেছেন: ভয়ংকর। গাঁ শিউরে উঠছে। এরা কি মানুষ?

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৫

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ক্ষমতাবান মানুষ। ধন্যবাদ।

৭| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৭

শুভ_ঢাকা বলেছেন: ইশশ! কি ভয়াবহতা। আমরা একটা মহান জাতি। এটা তারই নিদর্শন। বিচারহীনতার দেশে মানুষরা দুঃসাহসিকই হয়।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৪০

আলপনা তালুকদার বলেছেন: এবং ভয়ঙ্কর অপরাধী। ধন্যবাদ।

৮| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৭

অর্ক বলেছেন: ভীষণ কষ্ট পেলাম! শেষ ছবিতে মেয়েটা কাতরাচ্ছে। ওর চিকিৎসা দরকার। সবার শুভবুদ্ধির উদয় হোক। সবার; আমাদের সবার। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। ছবিগুলো মর্মান্তিক। শরবিদ্ধ করুক ওইসব নরপশুদের নষ্ট, মৃতপ্রায় বিবেক। যদিওবা আমি নিশ্চিত সভ্যতার এই সংকট অনন্তকালের, এর কোনও শেষ নেই। আমি, আপনি আমরা সবাই এরমধ্যে রয়েছি।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৬

আলপনা তালুকদার বলেছেন: সেজন্যই অপরাধবোধটা বেশী হয়। আমরা শিক্ষক, বিচারক, নেতা, সমাজের বিবেকবানরা সমাজের এ স্খলন ঠেকাতে পারছি না। তাই আমরাও এসব অপরাধের জন্য সমানভাবে দায়ী। আমরা যে যার ক্ষেত্রে সবাই ব্যর্থ।
ধন্যবাদ।

৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৪

আবদুল মমিন বলেছেন: ৭১ সালের বিচার চেয়ে শাহবাগ কতোগুলো যুবক জমা হয়ে চেঁচামেচি করল , ধর্ম গেল বলে কত গুলো মাওলানার আন্দলন হল , কিন্তু আসল মুজলুমের জন্য কাহার কোন পতিক্রিয়া দেখলাম না , হায়রে আমার বাংলাদেশ .। কেউ কি নাই এদের জন্য ?

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৩

আলপনা তালুকদার বলেছেন: আসলেই কেউ নেই। ধন্যবাদ।

১০| ১১ ই জুলাই, ২০১৭ ভোর ৫:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: ছবিগুলো সরিয়ে ফেলুন, আমার গা গুলিয়ে আসছে।

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৫

আলপনা তালুকদার বলেছেন: স্বাভাবিক। ছবিগুলো থাকুক। মাঝে মাঝে আমাদের দেখা দরকার আমরা কতটা হিংস্র!!!!

১১| ১১ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩২

রাবেয়া রাহীম বলেছেন: খুব কষ্ট পেলাম মেয়েটির ক্ষত বিক্ষত শরীর কষ্টে কাতর মুখ --- এদের রক্ষা করার মত কেউ কি নেই !! কিছুই কি করার নেই !!

আমরা খুব অসহায় জাতি !

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৮

আলপনা তালুকদার বলেছেন: নেই। থাকলে এত এত সাবিনারা বার বার এভাবে নির্যাতিত হবার কথা না।

আমরা খুব হিংস্র জাতি। ধন্যবাদ আপা।

১২| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৮

সহীদুল হক মানিক বলেছেন: এই সেই রাজাকার শামছুর ২য় বউ।

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১৩| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তার পিঠও অমন কইরা ঝলসে দাও! X((

কি নির্মম!
কতটা অমানুষ হলে একটা শিশুর পিঠ এভাবে জ্বলসে দেয় কেউ X(

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

আলপনা তালুকদার বলেছেন: পারলে তাই দেয়া উচিত। বা তারচেয়েও বেশী কোন শাস্তি। ধন্যবাদ।

১৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আঠারোর কম বয়সী গৃহকর্মী রাখা নিষিদ্ধ করা হচ্ছে না কেন?

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

আলপনা তালুকদার বলেছেন: হলেই কি নির্যাতন বন্ধ হবে? তারা কি নির্যাতিত হয়না? কিছুটা কমবে হয়তো।

ধন্যবাদ

১৫| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন:




এই বর্বরতারর শাস্তি চাই! এই দানবদের হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে।

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। চাই তো অনেককিছু। পাই কই?

ধন্যবাদ।

১৬| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

ছাসা ডোনার বলেছেন: কবে আমরা আসল মানুষ হব? কখন বুঝতে শিখব ধনী গরীব সবার রক্তের রং ই লাল,খুধা সবারই লাগে,কস্টে সবাই কাঁদে, আঘাত করলে ব্যথা সবাই পায়। ভুপেন হাজারীকার গান কি সবার মনে একটুও মনে পড়ে না? মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না....! হে আল্লাহ ধ্বংস হোক এই সব মানুষ নামের কলংক

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১৭| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩২

রুরু বলেছেন: এত প্রচারনা সত্ত্বেও বিচার কি হচ্ছে?

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

আলপনা তালুকদার বলেছেন:


হচ্ছেনা, হবেনা।

পচণ

রোজ একটু একটু করে পচে যাওয়া সমাজের দূর্গন্ধে শ্বাস নেয়া দায়!
মানবতা, ন্যায়বিচার, বিবেক, নীতি- নৈতিকতা....
লাল-সবুজের র্নীল আকাশে অরাজকতার কালো মেঘ।
দূর্গন্ধ ছড়াচ্ছে হাওড়, লংগদু, বনানী, কোর্ট প্রাঙ্গন, ভাষা, পাহাড়, মজহার,..
কালিমায় ঢাকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, পবিত্র বিশ্ববিদ্যালয়,
নেতার পায়ের তলায় পিষ্ট শিক্ষার্থীর কোমল দেহ,
শিক্ষকরা ব্যবসায়ী, কেউ যৌন নিপীড়ক,
পিতা-কন্যার সহমরণেও ভাঙ্গেনা কুম্ভকর্ণ প্রশাসনের আয়েশী ঘুম।
হীরক রাজার দেশের মত পুলিশ হাসে
অপরাধীর সাথে দাঁত ক্যালানো সেলফি তুলে।
সবাই আছে মহা সুখে মানুষগুলো ছাড়া।

যারা ঠেকাতে পারে, তারা ব্যস্ত ভীষণ!
মেয়ে, মদ আর সুইস ব্যাংক ভরানো অনেক বেশী জরুরী।
তাদেরই বা দোষ কি এমন?
সময়ের সঠিক ব্যবহার না করা বোকামী কিনা!

মানুষ, তোমরা কেঁদোনা,
কেননা তোমাদের কান্না শোনার কেউ নেই।
পারলে গর্জে ওঠো আরো একবার,
যেমন উঠেছিলে ছেচল্লিশ বছর আগে,
রক্ত স্রোতে ভেসে যাক সব অনাচার,
সবুজের মাঝে আবার জ্বলে উঠুক সেই লাল সূর্য!

আলপনা তালুকদার
৬ জুলাই, ২০১৭
রাজশাহী


যাদেরকে আমরা শিক্ষিত, সম্মানিত, ভাল মানুষ বলে জানি, তারাও কেউ কেউ মিথ্যে নাটক করেন, লম্পট, মিথ্যেবাদী, অপরাধী। বাইরের চেহারা দেখে প্রকৃত মানুষ চেনা সত্যিই বড় দায়!

১৮| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৬

তানুন ইসলাম বলেছেন: আমাদের দেশে একটি ঘটনার জন্ম হলে ,আর একটি ঘটনার সমাধি হয় ,এই অমানুষ গুলোর মুখোশ উন্মোচিত হোক সমাজের কাছে,,

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০২

আলপনা তালুকদার বলেছেন: হওয়া উচিৎ। ধন্যবাদ।

১৯| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ এম হতে পারে ছি ছি ছি! এইরকম মানুষ পশুর চাইতে নিকৃষ্ট।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪

আলপনা তালুকদার বলেছেন: খুবই পীড়াদায়ক। ধন্যবাদ।

২০| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

হয়ত তোমারই জন্য বলেছেন: বিচার হোক, আর না হোক, আমরা আমাদের ঘৃনা প্রকাশ করছি এবং নির্যাতনকারীরা অবশ্যই আমাদের কটুক্তি গুলো দেখে থাকবেন ৷রাস্তা, ঘাটে, তারা যখন বের হবেন মানুষ যেন তাদের দিকে ঘৃনার দৃষ্টিতেই তাকায় ৷অন্ততো তারা যেন লজ্জিত হন ৷এটাই কাম্য ৷

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

আলপনা তালুকদার বলেছেন: কিছুদিন সমালোচনা হবে। তবে তাতে এদের কিছু যায় আসেনা। এদের গায়ের চামড়া গণ্ডার ফেল।

২১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

রক বেনন বলেছেন: বেশিরভাগ গৃহ পরিচারিকার নির্যাতনকারীরাই হলো ঘরের গৃহকত্রী গণ! কারণটা কি?

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

আলপনা তালুকদার বলেছেন: একটি মেয়ে ছোটবেলা থেকে দেখে সংসারে ভাই, বাবা বা অন্য পুরুষরা ক্ষমতাবান। তারা মেয়েদের শাসন করে, করতে পারে।
মেয়েটি বৌ থাকা অবস্থায় পুরুষ, শাশুড়ী, ননদরা তাকে দেখতে পারেনা, নির্যাতন করে। যখন সে মা হয়, তখন ছেলেমেয়েও দেখে, মাকে বাবা নির্যাতন করে, করতে পারে। তারাও শেখে মেয়েরা নির্যাতিত হবারই যোগ্য। নিজে নিযাতিত হতে হতে মেয়েরা ধরেই নেয়, দূর্বল মেয়েদের উপর নির্যাতন হওয়াটাই স্বাভাবিক। তাই যখন সে শ্বাশুড়ী, ননদ, বাড়ী বা অফিসের কর্তৃ... এরকম ক্ষমতাশীল হয়, তখন নিজেও নির্যাতন করে। অর্থাৎ মেয়েরা নির্যাতন করতে শেখে নিজে নানা সময় পুরুষ ও নারী দ্বারা নির্যাতিত হয়ে হয়ে। পুরুষরা নির্যাতন না করলে তারাও করত না, করবেনা। তাছাড়া গরীব ঘরের কাজের মেয়েদের উপর নির্যাতন করলে বাড়ীর কর্তৃদের কোন শাস্তি হয়না। তারা টাকার জোরে পার পায়। তাই নির্দিধায় নির্যাতন করে।

২২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

এই শয়তানী আফরোজা ---- র শাস্তি দেখবো কিনা সন্দেহ লাগে!! আপনার কথাগুলো সুন্দর বলেছেন।
ধন্যবাদ পোষ্টটির জন্য।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: " বেশিরভাগ গৃহ পরিচারিকার নির্যাতনকারীরাই হলো ঘরের গৃহকত্রী গণ! কারণটা কি? "

দুর্বলের উপরে সবলের অত্যাচার। গৃহকর্তা হেসেলে সময় দেন কম। তাই এখানে গৃহকত্রীরাই এগিয়ে।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

২৪| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ঘৃণার ভাষাও হারিয়ে ফেলেছি!

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

আলপনা তালুকদার বলেছেন: জ্বি আপা। শুধু ঘৃণা এদের জন্য পর্যাপ্তও নয়। ধন্যবাদ।

২৫| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: হে সাড়ে ষোল কোটি বাঙ্গালীর জননী
রেখেছো বাঙ্গালী করে, মানুষ করোনী।।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২৬| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

ইমরুল ফারুক রাতুল বলেছেন: সাবিনাদের সংখ্যা খুব বেশী না হলেও ভদ্র মুখোশের আড়ালে এই জানোয়ারের সংখ্যা অনেক বেশী।
এদের ধ্বংস করতে হবে নতুবা সাবিনাদের সংখ্যা বাড়তেই থাকবে।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.