![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
অপেক্ষা নিরন্তর
তোমাকে ভালবাসার পর বদলে গেল অংকের সরল সমীকরণ,
গোলাপী আলোয় ছেয়ে গেল নীল আকাশ,
আর আমি তাতে ডানা মেলা এক সাদা বক,
বুকের ভেতরে অকারণ আনন্দের ঝর্ণাধারা,
ফুটে গেল পৃথিবীর সবগুলো লাল গোলাপ।
যেদিন আমাকে ফেলে হেঁটে গেলে বিপরীত পথে,
সেদিন থেকে আজ অব্দি আমি ভিসুভিয়াস।
আমার আকাশে সূর্য ওঠেনি আর,
পাখি ভুলে গেছে গান, প্রমত্তা পদ্মা হারিয়েছে গতি।
সেই থেকে নিশ্চলা গাছ হয়ে আছি।
সবার ঘর হয়েছে, রমণী, সন্তান, আলো,...
আমি ফলিয়েছি শুধুই শূন্যতা আর অন্ধকার।
স্বপ্নের বাগানে বিবর্ণ প্রজাপতি
ফোটেনি একটাও ফুল বা ফসলের কুঁড়ি।
যেদিন আবার ফিরে এলে ক্ষণিকের তরে
মনে হল, সাহারায় ডেকেছে বাণ।
দুকূল উপচানো ভালবাসা, সাগর মন্থন।
কিন্তু বড্ড ক্ষণিকের।
দ্বিতীয়বারও তোমা বিয়োগে পুড়ে গেছে মনের সবুজ প্রান্তর।
যখন কষ্ট দাও, ভাবি, আর না,
আমিও তুমি হব, সকালে শুঁকব ভেজা চুলের গন্ধ।
কিছু পরে মনে হয়, নিজেকে কি করে ভুলি?
তুমি তো শুধু তুমি নও, আমি, আমরা।
তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষায় আছি।
তোমার হাত ধরে হাঁটবো বেলাভূমি,
পা ছুঁয়ে যাবে সাগরের জল।
আমি জানি সাগর তোমার ভীষণ পছন্দ!
সেও যে তোমারি মত!
কষ্টের শত নদী বুকে ধরে বয়ে যায় আকাশ ছোঁয়ার মিথ্যে লোভে।
আমি না হয় ঝিনুকের মালা হব,
তোমার রূপ বাড়ানো ছাড়া যার আর কোন কাজ নেই।
তাতেও ধন্য হবে প্রেম, আমাদের আমরণ ভালোবাসা।
আলপনা তালুকদার
১০ জুলাই, ২০১৭
রাজশাহী।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Best mom you have been improvement. I wanted it. Go ahade all the best.
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার ঘর হয়েছে, রমণী, সন্তান, আলো,...
আমি ফলিয়েছি শুধুই শূন্যতা আর অন্ধকার।
বড় কষ্টের হলেও বড়ই মধুর অপেক্ষা ....
বিরহের আগুনে পুড়ে প্রেমের খাদ ঝড়ে গেলে তবেই না মেলে
প্রেম মানিক রতন... মুক্তো মালা
কাব্যে +++++