![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
অবিশ্বাস্য!!!
খবরটা পড়ে অবাক হলাম। সত্যি কি মানুষ ঈশ্বর হতে পারে? এযাবৎ বিজ্ঞান মানুষের শরীরের নানা অঙ্গ প্রতিস্থাপন করেছে, তৈরী করেছে নানা অঙ্গ -প্রত্যঙ্গ। এবার নাকি প্রাণ দিল তারা। সত্যি কি বিজ্ঞান প্রাণ সৃষ্টি করতে পারে? চাঁদে যাওয়া, আকাশে ওড়া, সমুদ্র পাড়ি দেয়া,... ইত্যাদি অনেক কিছুই একসময় অসম্ভব মনে হতো। এখন এসব ডালভাত।
ক্যান্সার ও পরাজিত হয়েছে সম্প্রতি। ভবিষ্যত বলবে এর বাস্তব প্রয়োগ সম্ভব কিনা। আশা করতে তো দোষ নেই। বিজ্ঞানের জয় হোক, পৃথিবী এগিয়ে যাক, মানুষের জীবন সহজ হোক। সব প্রতিকূলতা পরাজিত হোক। অসংখ্য জিনিস আবিষ্কৃত হয়েছে মানুষ, প্রাণী ও উদ্ভিদের উপকারের জন্য। ভবিষ্যতে হয়তো আরো হবে। তেমনি বহু কিছু আবিষ্কৃত হয়েছে যা মানুষ তথা পৃথিবীর জন্য ক্ষতিকারক ও বটে। তবে আমরা আশাবাদী হই।
আর বিজ্ঞানের সাথে ধর্মকে সাংঘর্ষিক ভাবতে আমি রাজী নই। দুটোকে আলাদা রাখাই উচিত হবে। যে যার বিশ্বাস নিয়ে থাকবে, মানুষের এ অধিকারে আঘাত হানা খুবই অনুচিত।
Click This Link
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২
আলপনা তালুকদার বলেছেন: ভবিষ্যতে বিস্তারিত জানা যাবে নিশ্চয়। ধন্যবাদ।
২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪
দীপঙ্কর বেরা বলেছেন: বেশ ভাবনার
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯
আলপনা তালুকদার বলেছেন: সায়েন্স ফিকশন মুভিগুলো এই ধারণা থেকেই তৈরী। ধন্যবাদ।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার ,
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩১
আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আসলে এটা একটা আশার খবর। কতটা বাস্তবে রূপ পাবে, সেটা নিশ্চিত করে কেউ বলতে পারেনা।
ধন্যবাদ।
৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৫
আখেনাটেন বলেছেন: অবিশ্বাস্য!!!
আপনি পাঁচ বছর অাগের পোষ্টের লিংক দিয়েছেন। আপনার পোষ্ট দেখে মনে হয়েছিল অামি জানতেই পারলুম না এত কিছু ঘটে গেল।
বিজ্ঞান যে গতিতে এগুচ্ছে তাতে সামনে অনেক বিস্ময় অপেক্ষা করছে। এতে কোনো সন্দেহ নেই। তবে এখনই প্রাণ সৃষ্টির মতো মারাত্মক কিছু ঘটে নি। এর সামান্যটুকু কিছু ঘটলেও বিশ্বের তাবৎ পত্রিকাসহ প্রথম আলুতে লাল অক্ষরে হিডিং দেখতে পেতেন।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, লিংকটা পুরনো। ওখানে আরো দুটো লিংক দেয়া আছে। তবে লেখাটা আজই আমার এক স্যার শেয়ার করেছেন। ধন্যবাদ।
৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭
জুন বলেছেন: কত কিছুই আবিস্কার হলো আলপনা তালুকদার, কিন্ত আজও মানুষ সামান্য মশার কামড় থেকে মরার হাত থেকে রক্ষা পেলো না
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৭
আলপনা তালুকদার বলেছেন: সাপের বিষের প্রতিষেধকও ছিলনা। এখন আছে। হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছুই হবে। লেটস্ সি..
ধন্যবাদ।
৬| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২১
আমি চির-দুরন্ত বলেছেন: আবিস্কার হোক আরো বেশি বেশি কিছু। আমরাও দেখতে থাকি । আমাদের সমস্যার সাথে আবিষ্কারকরা পাল্লা দিয়ে কতটা অগ্রসর হতে পারে।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৮
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, নিশ্চয়। মানুষ চেষ্টা করে যাবে আমৃত্যু। কতটা সফল হয়, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।
৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭
Al Rajbari বলেছেন: নো কমেন্ট-!!
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২
আলপনা তালুকদার বলেছেন: ওকে। আপনার ইচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯
নতুন বলেছেন: এটা বিরাট একটা ধাপ... কিন্তু ঠিক প্রানের সৃস্টি না। কিন্তু এটা বড় একটা অজ`ন...