![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
অমানুষ
অপেক্ষার সীমাহীন প্রহর পেরিয়ে
তুমি আমার সামনে দাঁড়িয়ে।
আকাঙ্খার শত প্রান্তর মাড়িয়ে
আমরা আজ কাছাকাছি।
চাইলেই ছুঁতে পারি
তোমার হাত ধরতে পারি,
চুমু খেতে পারি তোমার ঠোঁটে
জড়িয়ে ধরলেও কারো কিছু ক্ষতি নেই।
তোমাকে দেখার, তোমাকে ছোঁবার
তোমাকে কাছে পাবার অপেক্ষার দিন শেষ।
ঘন কালো দীর্ঘ অন্ধকার রাতের ওপারে এসেও নির্বিকার,
জেনে গেছি, আমরা আর আমাদের নেই।
কিছু অমানুষের নির্মমতা দু'জনের মাঝে টেনে দিয়েছে লক্ষণরেখা।
দূর্ভেদ্য বার্লিন বা চীনের প্রাচীরও তবু পেরোনো যায়,
এ দেয়াল পেরোনোর সাধ্যি নেই আমাদের।
তবু তুমি বললে, "এসো, হাত ধরো, সাগর সাঁতরাবোই,
আমি আছি, ভয় কি?
তোমাকে আগলে রাখবো ঝিনুকের মত,
শত ঝঞ্ঝায়ও টলবেনা আমার ভালবাসার তরী।"
আমি আর্তচিৎকার করে বললাম,
"কি করে যাব? পায়ে শিকল যে!"
"আমার শিকল খুলে দাও,
আমি শ্বাস নেব মুক্ত বাতাসে।"
অমানুষদের কাছে আমার নিষ্কল অনুরোধ
বাতাসে মিলিয়ে গেল ধীরে।
তারপর আমাদের কষ্টে বাতাস হয়েছে কালবৈশাখী, সুনামি,...
তবু মন গলেনি মানুষরূপী অমানুষদের।
তুমি ফিরে গেলে একা, অন্ধকারে, অনেক দূরে লোকালয় ছেড়ে।
সাত পৃথিবী শূন্যতা, এগারো মহাকাশ কষ্ট বুকে নিয়ে।
দু'জনার বুকের পাঁজর দুমড়ে, মুচড়ে একাকার
কেউ শোনেনি পাহাড়ের কান্না, বাতাসের হাহূতাশ, সাগরের গোঙ্গানি।
তোমার পথের দিকে অপলক তাকিয়ে দেখেছি,
হৃৎপিণ্ড থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত অশ্রু হয়ে।
আমি ছটফট করেছি যন্ত্রণায়।
কেউ দেখেনি, দেখতে চায়নি,
শুধু দূরের ঐ আকাশ বুকে তুলে নিয়েছে
আমাদের নীল কষ্ট দিয়ে বোনা নীলাম্বরী।
বেঁচে আছি আজো, যেমন থাকে সবাই,
সুখী মানুষের খোলসে নিষ্প্রাণ লাশ।
কখনও কখনও বৃষ্টিতে চোখের নোনাজল ধুয়ে গেলে
কান পেতে শুনি তোমার নিঃশ্বাসের শব্দ আর
পৃথিবীর সবচেয়ে পুরাতন, চিরনতুন গান -
"ভালবাসি। আজও ভালবাসি।"
হয়তো কোন একদিন জানবো বা জানবোনা
কোন একটি বা দু'টি লাশ সমাহিত হয়েছে।
তখন আমরা কামিনীর গন্ধ, মেঘ বা বৃষ্টি হব,
চুপিচুপি ছুঁয়ে যাব আমরা আমাদের।
পাখিদের বলে দিও, তারা যেন দেখেও না দেখে,
দুটি প্রেমিক প্রাণের মিলনের মাঝে
তারা যেন অমানুষ না হয়।
আলপনা তালুকদার
২৫ জুলাই, ২০১৭
রাজশাহী।
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকুন।
২| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
নাগরিক কবি বলেছেন: সুন্দর আপুন
২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা