![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
মাথার উপরে যে নীল শামিয়ানা, ওটা অভিন্ন আকাশ,
যে বাতাসে শ্বাস নিয়ে বেঁচে আছি তুমি-আমি, ওটাও অভিন্ন,
যে মাটিতে পা ফেলে হেঁটে চলি রোজ, তাতে তোমারও পদধূলি,
ভোরের শিশিরের স্পর্শে শিহরিত হও তুমিও।
একই জোছনার আলো মুগ্ধতা ছড়ায় দু'জনেরই চোখে,
ফড়িং বা প্রজাপতি আমাকে ছুঁয়ে গিয়েই বসে তোমার সাদা-কালো চুলে,
যে সুরের মূর্ছনা আমাকে আলোড়িত করে, করেনাকি তোমাকেও?
দূরের আকাশে উড়ে চলা বকের সারি দেখে তুমিও উদাস হও।
বৃষ্টির পানিতে যখন ভেজে আমার শাড়ীর আঁচল,
তোমার জানালার পর্দাতেও ফেলে যায় তার ছিঁটেফোঁটা,
পালতোলা নৌকা, সূর্যাস্ত, ভাটিয়ালী সুর ভাল লাগে তোমারও।
দিন-রাত, শীত-বসন্ত, পদ্মা-মেঘনা দু'জনেরই কি সমান নয়?
সাগরের নীল জল হাতছানি দিয়ে তোমাকেও বুকে টেনে নেয়,
পাহাড়ের বিশালতায় নিজেকে হারাও তুমিও,
একই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকার সমান অংশীদার তুমিও,
অভিন্ন ফুল, ফল, ফসলে লালিত আমরা দু'জনেই।
নজরুল-রবিঠাকুর আমাদের দু'জনেরই আত্মার অংশ,
একটাই পতাকা, একই একুশ, একাত্তর,
বজ্রকন্ঠের ঝঙ্কারে ওঠা একটাই তর্জনী।
গভীর ঘুমের ঘোরে দেখা আমাদের স্বপ্নও আলাদা নয়।
ভালবাসাময় একটাই অতীত আমাদের,
এমনকি, কষ্টের চাদরে মোড়া বর্তমানটাও!
ইচ্ছেও একই ছিল, একসাথে বাঁচার।
এত এত অভিন্নতাও পারেনা আজ আমাদেরকে এক করতে,
আমাদের মাঝে বড় নিষ্ঠুর একমাত্র ভিন্নতা -
আমরা এখন আমাদের নই, পর হয়ে গেছি!!!
আলপনা তালুকদার
২২ অগাস্ট ২০১৭
রাজশাহী
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫১
আলপনা তালুকদার বলেছেন: অশেষ ধন্যবাদ। ভাল থাকুন।
২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা পাঠে মুগ্ধতায় নিয়ে ফিরলাম।
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ সুজন। ভাল থেক।
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩১
মিলন মো রাকিব বলেছেন: কবিতার বিষয়টা ভাল লেগেছে..
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১:১১
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Faltu kobita
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ সত্যি কথা বলার জন্য। আপনার ভাল নাই লাগতে পারে। আমি নিজেও মনে করি আমার কবিতা অতি অখাদ্য। তবু লিখি ইচ্ছে হলে। কারো ভাল লাগলে ভালো। না লাগলে নাই। তবে কবিতাটাকে আপনি বিরহের কবিতাও বলতে পারেন, আবার বঙ্গবন্ধুর সাথে তাঁর কাছের মানুষদের (যারা একই আলো-হাওয়া-পরিবেশ-স্বপ্ন,.... লালন করেছিল) করা বিশ্বাসঘাতকতার কষ্ট নিয়ে লেখা দেশাত্মবোধক কবিতাও বলতে পারেন। ভাল থাকুন।
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল আপু।
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৮
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।
৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাম ভ্রমন শেষে কিন্তু জাকানাকা একটি ভ্রমন পোস্ট চাই।
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
আলপনা তালুকদার বলেছেন: তাই? ওকে। দেখি।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: নজরুল-রবিঠাকুর আমাদের দু'জনেরই আত্মার অংশ,

একটাই পতাকা, একই একুশ, একাত্তর,
বজ্রকন্ঠের ঝঙ্কারে ওঠা একটাই তর্জনী।
গভীর ঘুমের ঘোরে দেখা আমাদের স্বপ্নও আলাদা নয়।
অসাম কবিতা ।