![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
এখনই সময়
একটা চুমু পাওনা আছে আমার,
একবার শেষ স্পর্শ,
তুমি বলেছিলে, এবার এলে
শেষবার আমার সামনে দাঁড়িয়ে বলবে, 'ভালবাসি'।
মনে আছে তোো?
যদি মৃত্যু এসে তোমাকে নিয়ে যেতে চায়,
আমাকে কি তোমার দেখতে ইচ্ছে করবে?
আমাকে ছু্ঁতে পারনি বলে আফসোস হবে?
শেষ কোন কথা কি ছিল মনের গহীনে?
শেষবার যখন দেখা হয়েছিল, দূর থেকে,
কি যেন একটা বলতে চেয়েছিলো তোমার চোখ
বলতে কি চাইবে সেই 'না বলা' কথাটা?
নাকি বলার ইচ্ছেটা উধাও?
আমাকে ছেড়ে যেতে কষ্ট হবে কি?
আমার প্রতি কর্তব্য করতে পারনি বলে মন খারাপ হবে?
আমার হাত ধরে জোছনা দেখার শখ ছিল তোমার
সেই অপ্রাপ্তি কি কষ্ট দেবে খুব?
শুনতে চাওনা আমার কথা?
কি করে বাঁচবো তুমি ছাড়া?
বর্ষার জলে ভিজতে চেয়েছি একসাথে।
সময় যে বড় কম!
ভুলে গেলে নাকি?
কিছু কি বলার বাকী?
কিছু কি শোনার?
তাহলে এখনই, এক্ষুণি সময়
আমি যে কান পেতে রই!!!
আলপনা তালুকদার
৮ সেপ্টেম্বর, ২০১৭
রাজশাহী।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
আলপনা তালুকদার বলেছেন: তাই নাকি? তিনি কিনি?
ভাল থাকুন। ধন্যবাদ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চিরন্তনী হাহাকার.।
এ বুঝি মিটবার নয়
ভাল লাগল +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! বিরহ তো তাই!! ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের গহীনে কান পেতে শুনুন, এরচাইতে আরও অনেক বেশী আপন কেউ দু'হাত বাড়িয়ে রয়েছেন আপন করে নিতে।