![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
বাংলার মাটি
দিগন্ত জোড়া সবুজ ফসলের ক্ষেতের দিকে
অবাক বিস্ময়ে তাকায় ক্লান্ত চাষী!
আপন মনেই প্রশ্ন করে, এ ভূমি এত উর্বর কেন?
কেন এ মাটিতে ফসলের এমন ছড়াছড়ি?
অতীতের আয়না হাতড়িয়ে বোঝে,
এ মাটিতে মিশে আছে এদেশের বীর সন্তানদের রক্তবীজ,
নদীগুলোতে স্বজনহারাদের চোখের জল।
এমন মাটি-জল আর কোথা আছে?
এদেশের মাঝি, রাখাল, বাউল বা গাড়িয়াল
কোথায় পেল এমন পাগল করা গানের সুর?
এমন সুমধুর কণ্ঠ?
কোকিলের কুহূতান, শিশুদের কলকাকলি দিয়েছে সুর,
ঢোল, একতারা, খন্জনী হয়েছে তার দোসর
কৃষ্ণচূঁড়ার কুঁড়ি দিয়েছে শব্দ,
কার সাধ্যি আছে এমন গান বানাবার?
ভিনদেশী কোথা পাবে এমন কণ্ঠ?
বয়সের বলিরেখা ভাবে,
এ মাটিতে কোথা থেকে এল এত কবি?
কেন জন্মালো এত লেখক?
সন্তান হারা মায়ের কষ্টে আকাশ হয়েছে নীল,
লাখো শহীদের রক্তে আরক্তিম গোধূলি,
তারা ভাবুক করেছে কবিকে।
বর্ষার বিলে ফোটা লাল-সাদা শাপলা,
শরতের শিউলীর গন্ধ, দখিণা বাতাস, উদাসী জোছনা,...
কলম তুলে নিতে বাধ্য করেছে লেখককে।
যেমন শ্রমিক, চাষা, বৃদ্ধ বা গেঁয়ো কিশোরকে
এ মাটি একদা বানিয়েছিল অকুতোভয় যোদ্ধা।
তাই বাংলাই হোক আমার শেষ ঠিকানা,
এ মাটির উর্বরতায় মিশে ধন্য হোক দেহ
কিছুটা হলেও শোধ হবে মায়ের ঋণ!
একদিন আমার বুকের উপরেও দুলবে সোনালী ধানের শীষ!!!
আলপনা তালুকদার
১৮ সেপ্টেম্বর,২০১৭
রাজশাহী।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লেখনী। দেশের জন্য দরদ দিয়ে লেখায় ভালোলাগা।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। তবে দেশপ্রেমের কথা বলে মুখে ফেনা তোলা সহজ। দেশের উন্নতির জন্য পরিশ্রম করা, নিজ নিজ কাজ বা পেশায় সম্পূর্ণ সৎ থেকে দেশের ভাল চিন্তা করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা কঠিণ! দুঃখটা এখানেই। যাইহোক। ভাল থাকুন।
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪
কুঁড়ের_বাদশা বলেছেন:
কবিতা ভাল লিখেছেন আপু।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
আলপনা তালুকদার বলেছেন: তাই? জেনে খুশী হলাম। ধন্যবাদ।
পুনশ্চ : আপনার নামটি আমার বড়ই পছন্দ!!
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭
কানিজ রিনা বলেছেন: সুন্দর লিখেছ। আমার দেশেরও মাটির গন্ধে
ভরে আছে সারাক্ষন.....। অভিনন্দন,
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫
আলপনা তালুকদার বলেছেন: সত্যি। দেশপ্রেম এক অসাধারণ অনুভূতি!!
ধন্যবাদ আপা। ভাল আছেন তো?
৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
মাকার মাহিতা বলেছেন: প্রাকৃতিক দৃশ্য সম্বলিত চমৎকার কাব্য-কথামালা।
অনেক ভাল লেগেছে।
.................
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০
আলপনা তালুকদার বলেছেন: জেনে আমারও ভাল লাগলো। ধন্যবাদ। ভাল থাকুন।
৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একদিন আমার বুকের উপরেও দুলবে সোনালী ধানের শীষ!!!
অনেক ভাল লেগেছে।
শুভ কামনা।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০১
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব ভালো লেগেছে।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩
আলপনা তালুকদার বলেছেন: তাই? জেনে আমারও ভাল লাগলো। ধন্যবাদ।
আপনার নামটি সুন্দর। ছোটবেলা ফিরিয়ে দেয়।
৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
সুজন চন্দ্র পাল বলেছেন: পৃথিবী খুজিব আমি পৃথিবীর তরে
আমাকে খুজিও তুমি দু’চোখের জলে
ফিরিলে, গায়ে মেখে দিও শীতলতা
তুমি আমার প্রিয় গ্রাম, ভালবাসার বাংলা ।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
আলপনা তালুকদার বলেছেন: দারুণ!!!! ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনার নামটিও কম সুন্দর নয়। আল্পনা চিত্র সকলেরই প্রিয়।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ভালো বলেছেন। চিত্র তো বটেই, আমি আবার জমিদার (তালুকদার) ও ছিলাম কিনা!!!
১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৪
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
লক্ষণ ভান্ডারী বলেছেন: কবিতা পাঠে বিমুগ্ধ হলাম।
কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। গ্রাম বাংলা নিয়ে লেখা আপনার কবিতাগুলো আমি পড়ি। ভালো লাগে। আরো ভাল লাগে কবিতার সাথে দেয়া ছবিগুলো। শিকড়কে মনে করিয়ে দেয়। আমাকে কবি বলবেন না। আমি কবিতা বুঝিনা। যা লিখি, তা শুধুই কিছু শব্দের কথামালা। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
এম ডি মুসা বলেছেন: শুদ্ধ উচ্চারণ খুব ভালো লাগলো