![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
তিনটি মিনি কবিতা :
আদনান সামী যখন খুব মোটা ছিলেন, তখন ওনাকে নিয়ে একটা কৌতুক শুনেছিলাম। এক দোকানদার বলছে, "আগে আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস ফ্রি দিতাম। এখন আমাদের দেখাদেখি ভগবানও ফ্রি দেয়া শুরু করেছে। এক আদনান সামীর শরীরে আরো দু'জন মানুষের শরীর ফ্রি দিয়ে দিয়েছে!"
আমিও তাই করলাম। একটা কবিতার পোস্টের সাথে আরো দুইটা মিনি কবিতা (???!!!!) ফ্রি!!!!!!!
১। পর
তোমার ভোরের শিশিরে আমার কোন অংশীদারিত্ব নেই
সেখানে আজ অন্য কারো বসবাস,
সে অধিকার ছেড়ে উল্টো পথে হাঁটি
তবু একই চাঁদের আলোয় মাখামাখি
তুমি আমি বারোমাস।
২। আজন্ম
যদি এসে বল - 'ভালবাসি'
আমি আবার হতে পারি কৃষ্নচূড়ার লাল,
নদীর কূলের কাশের বন
কিংবা শীতল জল।
৩। নিজেকে খুঁজি
আমি শুনতে চাইনি আর কোনদিন
অপরাজিতা কুঁড়ির অব্যক্ত কথা।
আগুণরঙা পলাশ ফুটেছে?
তাতে আমার গাল কি আর লাল হয়?
মৃতদের কাছে লাল নীলে প্রভেদ থাকেনা,
আকাশের বিশালতাও কম মনে হয়
তাদের চোখের জল ধরে রাখতে।
আজও তুমি বোঝনি,
কতটা খরায় সাহারা হয়েছি।
রাধা হলে বুঝতে,
শ্বাস নিলেই তাকে 'বেঁচে থাকা' বলেনা।
আলপনা তালুকদার
২৮ অক্টোবর, ২০১৭
রাজশাহী।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও....
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আদনান সামি মনে হয় এখন স্লিম হয়ে গেছে।
তিনটি কবিতায় অনেক ভাল লেগেছে।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
আলপনা তালুকদার বলেছেন: ঠিক। স্লিম হয়েছেন। আদনানের স্লিম হবার গল্পটাও মজার। তিনি একদিন বন্ধুদের নিয়ে একটি নামী হোটেলে খেতে গেছেন। কিন্তু ঐ হোটেলে প্রবেশের সিকিউরিটি ডোর এতটাই সরু যে সে পথে আদনান ঢুকতেই পারলেন না। ফলে তিনি অন্য হোটেলে যেতে বাধ্য হন। তখন তিনি প্রতিজ্ঞা করেন, যেকোন মূল্যে স্লিম হবেন। পরে পাকস্থলী অপারেশন করে স্লিম হয়েছেন।
কবিতা ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
রুরু বলেছেন: চমৎকার
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে বোন।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
শাহিন-৯৯ বলেছেন: ফ্রি ভাল লাগল বেশি।
০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ফ্রি পেলেন বলে ভাল লাগলো ( বাঙ্গালী আলকাতরা...)? নাকি.....????
৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
শাহিন-৯৯ বলেছেন: অফিসে সবার কাছে ঐ খেতাবে আছি এখনও।
০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! গুড!!!
৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
আমার আব্বা বলেছেন: তুমি যেমন সুন্দর তোমার কবিতা তোমার মতই সুন্দর আসা করছি তোমার মন চিন্তা চেতনাও সুন্দর হবে বৌমা
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। দোয়া করবেন। তাই যেন হয়। আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার ,
দুর্দান্ত ।
কি অদ্ভুত ভাবে জীবনের অলিখিত- অপঠিত-অনুন্মোচিত সত্যটি বললেন ---
" তবু একই চাঁদের আলোয় মাখামাখি
তুমি আমি বারোমাস। "
তাই শ্বাস নিলেই তাকে 'বেঁচে থাকা' বলেনা। আমরা শুধু থেকে যাই বেঁচে নয় !!!!
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। আমার কাছে কবিতার মানে এরকমই। সহজ শব্দচয়ন, সহজবোধ্য অনুভূতি, সংক্ষিপ্ত প্রকাশ। আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম। 'পর' কবিতাটি আমার এক প্রবাসী বন্ধুকে মনে করে লেখা। উদ্ধৃত করেছিলাম আরেক প্রবাসী বন্ধুকে। আরো আনন্দের খবর - এই কবিতাটি পড়ে আমার মেয়ে খুব প্রশংসা করেছে প্রথমবার। তাই এ কবিতাটি ছোট হলেও আমার কাছে বিশাল কিছু। শেষ কবিতায় বিরহ আছে। সেটিও হৃদয়ের খুব কাছের। আবারো ধন্যবাদ। ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: ভালোলাগা!
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। আমি শখ করে লিখি। এগুলোকে আমি কবিতা বলিনা। আমার ভাবনার ফল। কবি হওয়া অনেক কঠিণ কাজ। তবে অবাক হই এই দেখে যে, আমার ভাবনাগুলো আপনাদেরও ভাল লাগছে। অনেক শুভকামনা। ভাল থাকুন নিরন্তর।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
প্রামানিক বলেছেন: আজও তুমি বোঝনি,
কতটা খরায় সাহারা হয়েছি।
রাধা হলে বুঝতে,
শ্বাস নিলেই তাকে 'বেঁচে থাকা' বলেনা।
শেষের কথাগুলো মনে রাখার মত। খুব ভালো লাগল। ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। জেনে আমারও ভাল লাগছে। অনেক শুভকামনা। ভাল থাকুন নিরন্তর!!!!!!
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
সজিব। বলেছেন: রাধা হলে বুঝতে
শ্বাস নিলেই তাকে বেঁচে থাকা বলেনা।
আহা! মনের মাঝে বিঁধে গেল শব্দগুলো।
খুবই সুন্দর হয়েছে আপু। আপনি আরো বেশি বেশি কবিতা লিখুন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। অনেককিছু লিখেছি। তবে সামুতে পোস্ট করিনি। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।