![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
অকারণ
কিছু কুঁড়ি বেমানান লাল
কিছু মন অকারণেই ব্যাকুল
কোন কোন চাঁদনী রাত বৃথাই ঝলমলে
কিছু নৌকা ছাড়া পাল।
কিছু ভাঙ্গা শব্দহীন
কিছু গড়া বেমানান
কিছু বাগান ছন্নছাড়া
নীলকণ্ঠ নীলবিহীন।
কিছু পা শৃঙ্খলিত
কিছু ভাবনা মূল্যহীন
কিছু নিঃশ্বাস গুমোট ভরা
চোখের কোণা রোদবিহীন।
কিছু ভুল শুদ্ধহীন
কিছু সময় পিছনে হাঁটে
কিছু ভূমি অনাবাদী
কিছু সম্পর্ক রেললাইন।
কিছু বুক পুড়েই সোনা
কোথাও আবার বরফ জমা
কিছু আশা চাতক পাখি
বিনি সূচ আর সুতোয় বোনা।
কিছু সাগর নিশ্চলা
কিছু অপেক্ষা অফুরান
দিন ক্ষণ মাস বছর সারা
বালির ওপর ছুটে চলা।
কিছু বরফ আগ্নেয়গিরি
কিছু বর্ষা নিত্যদিনের
কিছু স্পর্শ সুখবিহীন
কিছু তোমার ছলচাতুরি।
কিছু রোদ শীত ছড়ায়
কিছু কাজল বড্ড কালো
মায়াবতী খোঁপার বাঁধন
হাতছানি দেয় মেঘ ইশারায়।
আলপনা তালুকদার
১১ ডিসেম্বর, ২০১৭
রাজশাহী।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! তবু বেশ! ভাল লেগেছে সেটাই বড় কথা। ধন্যবাদ। ভাল থাকুন।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগা অকারণ
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য। ভাল থাকুন।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু কথা অকারণেই ভালো লেগেছে!
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। নিজের অনুভূতি খুব সুন্দর করেই প্রকাশ করেছেন।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
আবু হানিফ (বিদ্যুত) বলেছেন: অনেক ভালো লিখছেন।।।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কেন জানি কবিতার প্রেমে পড়ে কেলাম
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
আলপনা তালুকদার বলেছেন: গুড!!! প্রেম অতি সুখাদ্য পানীয়!!!! কবিতার প্রেম আরো সুখাদ্য!!!!
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬
পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অকারণেই কবিতাটা ভাল লাগলো।