![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
সম্পর্কের রঙ
এক নিমেষে বদলে গেল আকাশের রঙ
ঝলমলে রঙধনুতে এঁকে দিয়েছ কালো কালির আঁচড়
টানেলের শেষপ্রান্তে তাই দূর্ভেদ্য অন্ধকার।
যে চোখে নিজের মুখচ্ছবি দেখে ভোর হতো রোজ
সে আয়নায় ভাসে চন্দ্রমুখীর বাঁকা ঠোঁট
হঠাৎ দূরত্ব বেড়েছে অযুত কোটি যোজন দূর।
বারান্দায় চায়ের কাপে টুংটাং
ভেজা চুলে মত্ত হবার অভিলাশা
রোজ কিছু অনাকাঙ্ক্ষিত অভ্যস্ত দিনযাপন
তবু ভালবাসার বিনিসুতোয় বাঁধা জীবন।
আমাদের মধ্যে আদৌ কি কিছু ছিল?
কেন তবে ভাঙ্গে পদ্মার পাড়?
গেলই বা বদলে সম্পর্কের রঙ
গহনা তো পারেনা দিতে কম্বলের উষ্ণতা।
সেই থেকে জানালায় অবিরত তুষারপাত
শূন্যের চাষবাসে ক্লান্ত চাষী
মৃত্যুও এতটা দূরত্ব বাড়াতে পারেনা
যতটা বাড়িয়েছে তোমার বদলে যাওয়া মন।
আলপনা তালুকদার
১২ ই ডিসেম্বর, ২০১৭
রাজশাহী।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ সুজন। ভাল থেক।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
কুঁড়ের_বাদশা বলেছেন: আপু,কবিতা খানি পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল !! আজকাল আপনাকে ব্লগে দেখি না যে। ঠিক আছেন তো?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ব্লগে আসার সময় পাচ্ছি না। বেশ বিজি আছি। আপনি ভাল আছেন তো?
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
অলিউর রহমান খান বলেছেন: একদম ইউনিক একটি কবিতা পড়লাম।
খুব খুব ভালো লেগেছে কবিতাটি।
একেবারে অন্যরকম একটি কবিতা।
চমৎকার সব শব্দের চয়ন।
বেশ ভালো হয়েছে।
ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭
এম এ কাশেম বলেছেন: ভাল একটা কবিতা পড়লাম।
কবিকে অনেক শভেচ্ছা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন। আমি কবিতা লিখি শখ করে। তবে আমি কবিনা।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৫
মলাসইলমুইনা বলেছেন: আপনি যে কোনটা ভালো লেখেন সেটা নিয়ে বড় কনফিউজড করে দিলেন | প্রথমে ধারণা করেছিলাম সাইকোলজি বেসড লেখাগুলো বেশি ভালো লেখেন | তারপর কয়েকটা রম্য পরে ভাবলামম নাহ এগুলুইতো বেশি ভালো | এই কবিতাটা পরে আগের পুরো ধারণা রিভাইস করতে হচ্ছে | চমৎকার হয়েছে কবিতা | ফটোর রাস্তাটা কি স্মৃতির সুর তোলা আমাদের সেই প্যারিস রোড ?
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে মূল্যায়ন করার জন্য। বহুমূখী প্রতিভা সব লেখকের থাকেনা। আমি মূলত প্রবন্ধ লিখতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন একটি দৈনিক পত্রিকায় কলাম লিখব বলে ঠিক করেছি। ছবিটা নেট থেকে নেয়া। তাই প্যারিস রোডের হবার কথা নয়। ভাল থাকুন। কথা হবে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
সকাল রয় বলেছেন: দৃশ্যকল্পখানা চমৎকার!
কবিতা এখানে হয়ে উঠেছে, শব্দে-কল্পে-কথায়!
আরও হোক কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন। আমি শখের কবি। মাঝে মাঝে লিখি। অন্য লেখা বেশী লিখি।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আমার আব্বা বলেছেন: সম্মনীত লেখক মহোদয়, আপনার এশিয়ান, ইউরোপিয়ান, অমেরিকান, ক্যারিবিয়ান, আফ্রিকান কবিতা কেমন লাগে জানাবেন দয়াকরে । অনেকের কবিতা পড়ে বমি আসে কিন্তু ভারগন ওষধ খেয়ে সুস্থ হই কারন যদি লেখক মনে কষ্ট পান শ্রদ্ধা রেখে বোলচ্ছি । আপনার ভাল হয়েছে বৌমা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২
আলপনা তালুকদার বলেছেন: আমার ইউরোপিয়ান ও আমেরিকান কবিতা পছন্দ। ভারতীয় ও বাংলাদেশী কিছু কবির কবিতা আমার অসম্ভব ভাল লাগে। তবে আমার নিজের কবিতা আমার পছন্দ হয়না। আমার এক ঘনিষ্ঠ বন্ধু খুব ভাল কবিতা লেখে। তার বক্তব্য, আমার কবিতাকে 'কবিতা' বললে কবিতার অপমান হয়। আমি তার সাথে একমত। আপনার ভাল লেগেছে জেনে আনন্দে আটখানা হয়ে গেলাম শ্বশুর আব্বাজান।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পড়ে মুগ্ধ হলাম ম্যাম। ভাল থাকবেন।