নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come on all religious people, we can discuss at any religion, good or bad sides ..__________________________http://www.nasiruddinalrajbari.wordpres.com __________________________http://facebook.com/nasiruddinalrajbari

নাসির উদ্দিন

আমি মুসলিম

নাসির উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

** কিছু কথার সাথে কিছু ব্যাথা**

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩

যে মানুষটা, মানবজাতিকে আলোর পথ দেখালো।।
যে মানুষটা, সমাজ থেকে জাহেলিয়াতের কলঙ্কিত চাদর থেকে মুক্ত করে,,
মেয়েজাতিকে সম্মানের চাদর পরালো।।
যে মানুষটা, বিবেককে জাগ্রত করার শিক্ষা দান করলো।।
যে মানুষটা, মানবজাতির "স্রষ্টাকে" চেনালো।।
----
আমি অবাক হই যে, মানুষ কতবড় জাহেল আর কতবড় জালেম।।
সেই মানুষটার নামে ও চরিত্রে শত অপবাদ দার করালো।।

সত্যি বলতে বন্ধুর মনের কথা শুধু বন্ধুই জানে ও বন্ধুই বলে এবং বন্ধুই বোঝে..!
তাই আল্লাহু তাআলা "সেই মানুষটার" মনের খবর মানবজাতিকে জানালেন।।

Surah Al-Kahf, Verse 6:

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا
-
(হে নবী) যদি তারা এ বিষয়বস্তুর ওপর বিশ্বাস স্থাপন না করে,,
তবে দুঃখে-কষ্টে আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণই শেষ করে দেবেন।।
-
ভেবে দেখুন শত্রুর জন্যেও মানুষটার হৃদয়ে কত মায়া।।
****
এই ব্যাটা, নবী কি তোর কাছে ঠেকা, তার মায়া দেখানোর জন্যে..??
আর স্রষ্টাই কি বাদ্ধ এই কথাগুলো জানানোর জন্য..??

কোরআনে নবীর স্ত্রীদের নিয়ে অনেক কিছু বলা হয়েছে,, কোরআন যদি মুহাম্দই লিখবে,, তাহলে এগুলো কোরআনে লেখার প্রয়োজন ছিল..??
অবশ্যই না।।
কারণ বাক্কাবাসী (মক্কাবাসী) ও ইয়াসরীব (মদিনাবাসী) তাকে যথেষ্ট পরিমান বিশ্বাস করত।। তার চরিত্র নিয়ে তাদের কোন সন্দেহ ছিলনা।।
তাকেতো সবচেয়ে সুন্দরী নারীর বিয়ের অফার দেয়া হয়েছিল এবং নেতা বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।। তিনি কি বলেছিলেন..??
****
আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক।।
-
সুবহানাকা আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া-তুওবা ইলাই...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

হানিফঢাকা বলেছেন: বাক্কাবাসী (মক্কাবাসী) -

প্রমান করেনঃ

১। বক্কা আর মক্কা-একি শহরের নাম।
অথবা
২। মক্কার পুর্ব নাম ছিল বক্কা
অথবা
৩। মক্কার একটি বিশেষ জায়গাকে বলা হয় বক্কা


২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

নাসির উদ্দিন বলেছেন: ------no comment



just wait......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.