নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come on all religious people, we can discuss at any religion, good or bad sides ..__________________________http://www.nasiruddinalrajbari.wordpres.com __________________________http://facebook.com/nasiruddinalrajbari

নাসির উদ্দিন

আমি মুসলিম

নাসির উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হায়রে নারী যত পর্দা হুজুরকে দেখলে...!!

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

একটা গল্প দিয়ে শুরু করা যাক-
নানী ও নাতনী গেলেন এক পুকুরে গোসল করতে।। নানী তার নাতনীকে বললেন, আমি গোসল করতে নামলাম কেউ আসলে আমাকে ডাক দিস।। অতঃপর নানী গোসল করতে নামলেন,,
কিছুক্ষন পর
নাতনী-→ নানী মানুষ -মানুষ.!!
নানী-→ দ্রুত তার কাপড়-চোপড় ঠিক করে তাকিয়ে দেখলেন চুড়িওয়ালা।। নাতনীকে "ধমক" দিয়ে বললেন এতো চুড়িওয়ালা সেতো প্রতিদিনই আসে।।
**যাইহোক
তার কিছুক্ষন পর
নাতনী-→ নানী মানুষ- মানুষ.!!
নানী-→ আগের মত দ্রুত তার কাপড়-চোপড় ঠিক করে তাকিয়ে দেখলেন দুধওয়ালা।। নাতনীকে "ধমক" দিয়ে বললেন এতো দুধওয়ালা সেতো প্রতিদিনই আসে।।
**যাইহোক
নাতনী এবার দেখলো তাদের মসজিদের হুজুর,, তো নাতনী মনে করলো এতো আমাদের মসজিদে দিন পাঁচবার আসে।। তাই সে তার নানীকে ডাক দিল না।।
নানী-→ তাকিয়ে দেখল হুজুর... তো হুজুর চলে যাওয়ার পর, নানী তার নাতনীকে এক থাপ্পোর মেরে বললেন, তোকে কতবার করে বললাম যে মানুষ আসলে আমাকে ডাকদিস।।
কি করলি তুই... কোনকাজই করতে পারিস না।।
**নাতনী তো স্তব্ধ হয়ে হাঁ করে থাকলো।।
---
এইলেখাটা পড়ে হয়তো কেউ (আস্তাগফিরুল্লা) বলতে বলতে মুখদিয়ে ফেনা উঠিয়ে ফেলবে,, আবার কেউ হয়তো কিছু জ্ঞান দিতে শুরু করবে পোস্টের টাইটেলটা ঠিক হয় নাই (আস্তাগফিরুল্লা) ইত্যাদি ইত্যাদি।।
**মুক্তমনাতে যখন নবীকে ব্রাশ ফায়ার হয়,, তখন আমাদের সামু ভাইদের মুখে (আস্তাগফিরুল্লাহ) নেই।।
যখন তাদের উদৃতি গুলো দিয়ে তাদের আনিত অভিযোগের জবাব দেওয়া হয়।।
সর্বনাশ
আস্তাগফিরুল্লার বন্যা বয়ে যায়।।
এরা কোন ধরনের কি, আল্লাহই জানে।।
★বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দুঃখ করে বলেছিলেন, সবাই পেয়েছে স্বর্ণের খনী আর আমি পেয়েছি চোরের খনি।।
★আর আমি বলি আমরা প্রায় সবাই মূর্খের খনী।।
-
জন্মনেবার পরপর তোমার নামাজ বিহীন আজান দেওয়া হয়েছিল, জীবনটা কাটালে তুমি ছলায়-কলায়, তারপর নামাজ পড়ে কপালে দাগ বানিয়ে, ওমরা হজ্জ করার পর,, যদি বলা হয় ভাই সুরা ফাতিহার মানে বলতো, দেখাযাবে তখন তার ক্যালমা- হয়তো পেজটাই তাবীয বানিয়ে খেয়ে ফেলবে।। অবশেষে আজান বিহীন নামাজ পড়ে তাকে জীবনের শেষ বিদায় দেওয়া হলো।।
-
এইকি একজন মুসলিমের জীবন..?? তুমি কোথায় আছো,, একজন নাস্তিক তোমার থেকে বেশী ইসলামে নিয়ম-কানুন জানে, এমনকি তারা কোরআনের অর্থও জানে।। তারপর তুমি বলো কি করি ভাই নামাজে মন বসে না।। তুমি কোন দেশে আছো..??
-
কোরআন পড়লে একজন নাস্তিক অনেক কথা পাবে যা না বুঝে তর্ক করা শুরু করবে।। তুমি পারলে তার যুক্তিকে ভুল প্রমান কর।। তা তো পারবে না,, পারবে উগ্রোবাদী হতে।। আর পারবে ল্যাংটাবাবার ল্যেংটি পরিষ্কার করতে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.