![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুলহোতা-→নবী মুহাম্মদ কিভাবে মেয়েটার স্বামীকে হত্যা করে তাকে ধ... করলো,, ছি ছি ছি,, মেয়েটার নাম প্রকাশ করতে আমার কষ্ট হয়....!
পাশেরজন-→হু হু আপনাকে একটু সাহায্য করবো?? করো, করেন, করবেন, কইরালান।।
হু হু মেয়েটার নাম কি সাফিয়্যাহ..!!
হু হু হ্যাঁ হ্যাঁ হু হু।।
ওস্তাদ আপনার অ্যাকটিং কিন্তু বেশী হয়ে যাচ্ছে।। মনে হচ্ছে ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে,,, হু হু মনে হয়।। (অ্যাঁ)
---→
যাইহোক (নুল)
এবার আসল কথায় আসি,,
যদি তাদের বলেন যে আচ্ছা ভাই মুহাম্মাদ (সঃ) এর অপরাধটা কি?? তারা আপনাকে বলবে যে তিনি সাফিয়্যাহ (রাঃ) কে ধর্ষন করেছেন।। নাউযুবিল্লাহ্
অথচ আপনারা যদি সহিহুল বুখারী ১ম খন্ড ৫৪ পৃঃ পড়েন দেখবেন যে,, মুহাম্মাদ (সঃ) তাকে বিয়ে করেছিলেন।।
-
বিয়ের আগে (যুদ্ধে বন্ধি হবার পর)
দাহয়াহ যখন সাফিয়্যাহকে সঙ্গে নিয়ে মুহাম্মাদ (সঃ) এর নিকট উপস্থিত হলেন।। অতপর নবী (সঃ) সাফিয়্যাকে ইসলামের দাওয়াত পেশ করলেন।। তিনি ইসলাম গ্রহন করলেন এবং তাকে মুক্ত করে দেওয়ার পরে মুহাম্মাদ (সঃ) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।। বিবাহে তার জন্য মোহর নির্ধারন করা হয়।।
(আর-রাহীকুল মাখতুম ৪৩২ পৃঃ এছাড়া বুখারীতেও রয়েছে)
**মোহর পর্যন্ত নির্ধারন করা হয়েছে...
।। কিছু বললাম না ব্লগ বইলা।।
মুহাম্মদ (সঃ) কিন্তু চয়েজ করে বের করেননি মহিলাদের মধ্য হতে সাফিয়্যাকে,,
যে আমি তাকে বিয়ে করবো।।
একজন সাহাবী তাকে বললেন যে, সাফিয়্যা আপনার জন্য শোভনীয়,, এতে বনু কুরাইযাহ ও বনু নাযীর গোত্রের সাথে সম্পর্ক ভাল হবে।। (ঐ)
--
কিছু "নিরপেক্ষ" ভাইয়েরা হয়তো প্রশ্ন করতে পারেন যে, সাফিয্যাহতো তখন বন্ধি ছিল তার কি তখন মুক্তমনের মত মুক্ত ইচ্ছা প্রকাশ করার মত অবস্থা ছিল.??
Answer
কি বলি মাথা তো ঘুরে।।
-
(বিবাহের পর)
সাফিয়্যা (রাঃ) বললেন,
হে আল্লাহর রাসুল..! আপনার খয়বার আগমনের পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম যে, চাঁদ তার কক্ষচ্যুত হয়ে এসে পড়ল আমার কোলের উপর।। আল্লাহ তায়ালা জানেন, আপনার সম্পর্কে আমার কোন কল্পনা ছিল না।। কিন্তু আমার স্বামীর (কিনানাহ বিন আবিল হুক্বাইক্ব) নিকট যখন এই স্বপ্ন বৃত্তান্ত বর্ননা করলাম,, তখন তিনি আমার মুখে এক থাপ্পোর মারলেন এবং বললেন, " মদিনার বাদশাহ মুহাম্মাদের প্রতি তোমার মন আকৃষ্ট হয়েছে"।।
Reference- যাদুল মাআদ ২য় খন্ড ১৩৭ পৃঃ, ইবনু হিশাম ২য় খন্ড ৩৩৬ পৃঃ, আর- রাহীকুল মাখতুম ৪৩২ পৃঃ (তাওহীদ পাবলিকেশন্স)
**
শেষকথা-
Surah Al-Hujraat, Verse 18:
-
إِنَّ اللَّهَ يَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ
-
আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বিষয় জানেন,, তোমরা যা কর আল্লাহ তা দেখেন।।
Surah Muhammad, Verse 14:
-
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِ كَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُم
-
যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে, সে কি তার সমান, যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং যে তার খেয়াল-খুশীর অনুসরণ করে।।
Surah Qaf, Verse 18:
-
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
-
তুমি যে কথাই উচ্চারণ কর, তা গ্রহন করার জন্যে তোমার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।।
**তুমি তোমার শেষ দিনটি তেমন হতে দিওনা-
যেদিন তারা বলবে
হায় আপসোস আমি যদি মাটি হয়ে যেতাম।।
Surah An-Naba, Verse 40:
-
إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
-
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ দেখবে যা সে সামনে প্রেরণ করেছে এবং অবিস্বাসীরা বলবেঃ
হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আশাবাদী অধম বলেছেন: নাসির উদ্দিন ভাই! আপনি নতুন কোন পোস্ট দিচ্ছেন না কেন? আমাদের সাথে অভিমান করলেন নাকি? লেখাতো মাশা আল্লাহ সুন্দর হচ্ছিল! চালিয়ে যান। নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
আশাবাদী অধম বলেছেন: নাসির উদ্দিন ভাই! আপনি নতুন কোন পোস্ট দিচ্ছেন না কেন? আমাদের সাথে অভিমান করলেন নাকি? লেখাতো মাশা আল্লাহ সুন্দর হচ্ছিল! চালিয়ে যান। নতুন পোস্ট দিন।