![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পার মানিকে রতন। মানুষের ব্যবহৃত একটি বর্জের নাম পেট বোতল ফ্লাক্স। অনেকেই পানি, পেপসি, টাইগার ইত্যাদি জাতীয় ড্রিংকস খেয়ে বোতলটিকে ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দেন। রাস্তায় পাশে অযন্তে অবহেলায় পড়ে থাকে এসব বোতল। এমন একটা সময় ছিল যখন বর্জ প্লাষ্টিক নিয়ে সরকারের মাথা ব্যাথা ছিল অনেক বেশী। এসব প্লাষ্টিক একদিকে যেমন পঁচত না অন্যদিকে এর কোন ব্যবহারও ছিল না আমাদের দেশে। পরিবেশের জন্য হুমকি সরুপ এই প্লাষ্টিক এখন রপ্তানী হচ্ছে দেশের বাইরে। আসলে সময় পাল্টে গেছে, এখন এই বর্জ রপ্তানী করে গুটি কতক ব্যবসায়ী এই দেশে বৈদেশিক মূদ্রা আনয়নে অন্ত্যন্ত গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে আসছে। আগে যত্রতত্র এই ব্যবহৃত বোতল পড়ে থাকলেও বর্তমানে কোথাও একটা ব্যবহৃত বোতল আপনি খুঁজে পাবেন না। এই শিল্পের সাথে এখন হাজার হাজার হত দরিদ্র লোক জড়িত। তারা তাদের পরিশ্রমের দ্বারা এই শিল্পকে একদিকে যেমন বিকাশিত করেছে অন্যদিকে তাদের ব্যবস্থা হয়েছে তিন বেলা দুমুঠো খাবারের। চায়না মার্কেটে এই পেট বোতল ফ্লেক্স-এর রয়েছে বিশাল চাহিদা। যেখানে একটা ফ্যাক্টরীর মাসিক কনজাম্পশন ১০০০০ মেট্রিকটন সেখানে আমাদের দেশ থেকে রপ্তানী হচ্ছে মাত্র ৫০০০ থেকে ৬০০০ টন। সংগত কারনেই রপ্তানী করকদের মধ্যে রয়েছে তীব্র প্রতিযোগীতা। এখানে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এসকল কারখানার মালিকগণদের বিন্দু মাত্র ধারনা নাই কিভাবে এক্সপোর্ট কোয়ালিটি তৈরী করতে হয়। তাদের কোয়ালিটির কারনে রপ্তানী করকগণ বিপুল পরিমান টাকা প্যানাল্টি দিয়ে থাকেন বায়ারদের ক্লেইমের বিপক্ষে। চাহিদার তুলনায় সাপ্লাই কম হওয়ায় এসকল ব্যবসায়ীরা ছোট ছোট কারখানা মালিকদের কাছ থেকে পেট ফ্লেক্স কিনতে বাধ্য হন। গুনগত মান যাচাই ছাড়া এসকল মাল কিনে অনেক ব্যবসায়ী সর্বশাস্ত হয়ে ঘরে ফিরে গেছেন। তারপরেও তাদের কোয়ালিটির কোন উন্নতি আজঅব্দি হয় নাই। রপ্তানী কারকদের অত্যন্ত শক্তিশালী একটি এসোসিয়েশন থাকলেও তারা কোয়ালিটি নিয়ন্ত্রনে কোন ভুমিকা রাখতে পারছেন না। এই পণ্য রপ্তানীর বিপক্ষে সরকারের রয়েছে ১০% ভর্তূকী। এই আশায় সকলে তাদের শিপমেন্ট বাড়ানোর প্রতিযোগীতায় লিপ্ত থাকে। এই সুযোগটা ছোট ছোট ফ্যাক্টরীর মালিক সুন্দর ভাবে ব্যবহার করে। তারা জানে মাল কাটলেই বিক্রি হয়ে যাবে। অন্যদিকে রয়েছে ওজনে কম দেবার প্রবনতা। সব মিলিয়ে পেট ফ্লেক্স ব্যবসা অত্যন্ত ঝুঁকির মধ্যে দিনাতিপাত করছে।
বাজে কোয়ালিটির কারনে অনেক বিখ্যাত বায়ার এই দেশ থেকে একেবারেই চলে গেছে। প্রথম দিকে অগ্রীম টিটি পাওয়া গেলেও বর্তমানে এ্যাট সাইট এলছি ছাড়া কেউ অর্ডার করতে রাজী হয় না। সরকারের কাছে কয়েক দফা কাঁচামাল আমদানী করার জন্য প্রস্তাব পেশ করলেও আমলা তান্ত্রি সমস্যার জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ে সুবিধা করতে পারছে না। পরিবেশের জন্য হার্মফূল না হওয়ায় উক্ত পণ্যের কাঁচামাল যদি বিদেশ থেকে আমদানী করা যেত তাহলে সরকার প্রতি মাসে শত শত কোটি টাকা বৈদেশিক মূদ্রা আয় করতে পারত। সরকারের কাছে একমাত্র দাবী এই অব্যবহৃত একটা নন ট্রেডিশনাল পণ্য রপ্তানী করে যদি পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষার পাশাপাশি দেশে প্রচুর বৈদেশিক মূদ্রা আমদানী করা সম্ভব হয় তাহলে কাঁচা মাল আমদানীর অনুমতি দান করে এই দেশের একটা বৃহৎ শ্রেণীর বেকারত্বের সুরাহা সহ পর্যাপ্ত পরিমান পণ্য রপ্তানী করে দেশ তথা জাতীর জন্য একটা সময়োপযুগী ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখার জন্য গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮
সুচিন্তিত মতবাদ বলেছেন: স্ট্যাপল ফাইবার তৈরী হয় যা দ্বারা পায়ের মোজা, কারেন্ট জাল, সোফার কোষন, বালিশ, মেয়েদের দামী সিনথেটিকের কাপড় ইত্যাদি তৈরী হয়। এটা একবার ব্যবহৃত হয় বলে এটার লোকাল নাম ওয়ান টাইম বোতল। ব্যবহৃত বোতল থেকে পুনরায় বোতল তৈরী হয় না কারন এটার ফুড গ্রেড নষ্ট হয়ে যায়।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: কিভাবে মালটা যোগার হবে, কিভাবে প্রসেসিং হবে কিভাবে বায়ার পাবে বা রপ্তানী করবে এসব একটু বুঝিয়ে বললে বড়ই উপকার হয়। ধন্যবাদ।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২
সুচিন্তিত মতবাদ বলেছেন: এটা একটা জটিল ব্যবসা। ঠিক বলা যেমন সহজ করা তার থেকে অনেক কঠিন। ঝুট ব্যবসায়ের মতো এখানেও রক্তক্ষয়ী যুদ্ধ হয়! যাদের প্রচন্ড বাহু শক্তি আছে তারাই কেবল এই ব্যবসা করতে পারে। মহল্লার যে কোন ভাংগারির দোকানে গিয়ে খোঁজ নিলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এত বিস্তারিত এখানে লেখা সম্ভব না।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
শিরোনাম বলেছেন: পেট ফ্লেক্স কোন কোন দেশে রপ্তানী করা যায়?
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২
সুচিন্তিত মতবাদ বলেছেন: চায়না, কোরিয়া, ভিয়েতনাম। তবে চায়নাই হচ্ছে সব থেকে বড় মার্কেট
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১
জীবিত থাকিয়াও মৃত বলেছেন: ৫০,০০০/৭০,০০০ টাকার মধ্যে কোন নগদ ব্যবসার সন্ধান দিতে পারেন?
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
সুচিন্তিত মতবাদ বলেছেন: এতো কম টাকায় ভাল কোন ব্যবসা আছে বলে আমার জানা নাই। তবে আপনি বোতল সাপ্লাইয়ের কাজ করতে পারেন। এই টাকায় হয়ে যাবে, বাকি টাকা বিভিন্ন ফ্যাক্টরী আপনাকে অগ্রীম দিবে। যদি আপনি ভাল সার্ভিস দিতে পারেন।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
নাহিদ তামিম বলেছেন: আমি এই ব্যাবসার কিছুটা জানি, আমার এক পরিচিতর ফ্যাক্টরি আছে কিন্তু রপ্তানির ব্যাপারে কি কোন হেল্প করতে পারবেন?
মেইল [email protected]
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০
সুচিন্তিত মতবাদ বলেছেন: অবশ্যই করতে পারব ইনশাআল্লাহ।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
ইমরান হোসেন। বলেছেন: হ্য ভাই আমাদের ও এই ধরনের ছোট একটা ব্যবসা আছে দয়া করে
যদি আমাকে ও একটু সহযোগিতা করেন তাহলে খুব ভাল হত......
৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
নাহিদ তামিম বলেছেন: মেইল এড্রেস প্লিজ
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
ইমরান হোসেন। বলেছেন: [email protected]
৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
নাহিদ তামিম বলেছেন: আমি আসলে লেখক এর মেইল এড্রেস চাচ্ছিলাম। উনি যদি কোন হেল্প করেন
১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮
ফারুক আহমেদ মজুমদার বলেছেন: পুজি ৫ লক্ষ টাকা। এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছি। কেমন হবে?
সরাসরি যেহেতু রপ্তানীর জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি নাই। সেজন্য দেশে কারো কাছে এইটা বিক্রি সম্ভব?
ফ্লেকস এর গুণগত মান ঠিক রাখার জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি?
পেশী শক্তির ব্যাপারটা কোন ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়? বোতল জোগাড়ের ক্ষেত্রে নাকি ফ্লেকস বিক্রির ক্ষেত্রে?
এ কয়েকটা প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯
ফারুক আহমেদ মজুমদার বলেছেন: দয়া করে উত্তরগুলা ইমেইল করে দিবেন:
আমার ইমেইল এড্রেস
[email protected]
১২| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
পাখিরবাসা বলেছেন: আমি ও এইটা সুরু করতে চাচ্ছি পুজি ৫ লক্ষ টাকা। আপনি উপরক্ত প্রশ্ন গুলার উত্তর যদি দয়া করে আখানে দিতেন তাইলে সবাই উপক্রিত হইতাম আর আপনাকে বার বার জালতন করা লাগত নয়া।
১।সরাসরি যেহেতু রপ্তানীর জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি নাই। সেজন্য দেশে কারো কাছে এইটা বিক্রি সম্ভব?
২।ফ্লেকস এর গুণগত মান ঠিক রাখার জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি?
৩।আর রপ্তানি করার বেপারে যদি কোন হেল্প করতে পারেন তাহলে আরও উপকার হই।আমি রপ্তানি করার কাগজ বের করতে পারব ।
অগ্রিম ধন্যবাদ
১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
পাখিরবাসা বলেছেন: আর আপনি যদি কষ্ট করে এবং দয়া আমাকে মেইল করতে চান সেটা আপনার মহানুভবতা এবং আমি খুবি কৃতজ্ঞ থাকব আমার মেইল আই ডি ঃ[email protected]
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
ইমরুল_কায়েস বলেছেন: পেট ফ্লেক্স দিয়ে চায়নারা কি করে??????????? জানালে ভাল লাগত