![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
একটা সময় ছিল যখন আকাশে উড়া মানুষের কাছে স্বপ্নের মতো ছিল। বিজ্ঞান-প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে অনেকে আকাশে ভেসে বেড়ানোর ইচ্ছা পোষণ করলেও অনেক সময় তা সম্ভব হয়ে উঠে না শুধুমাত্র আর্থিক অসঙ্গতির জন্য। কেননা আকাশ ভ্রমন সবসময়ই ব্যয়বহুল।
তাই বলে কি মানুষ থেমে থাকবে। মোটেও না। সস্প্রতি চেক রিপাবলিকের প্রযুক্তিবিদরা এমন এক ধরণের বাইসাইকেল আবিষ্কার করেছেন যার মাধ্যমে মানুষ শূন্যে উড়তে পারবে।
বুধবার দেশটির রাজধানী প্রাগে এক প্রদর্শনীতে এই বিশেষ ইলেকট্রনিক বাইসাইকেলের প্রদর্শনী হয়। প্রদর্শণী কেন্দ্রেই সফলভাবে পাঁচ মিনিটের ফ্লাইট শেষ করে মাটিতে অবতরণ করে বাইসাইকেলটি। এসময় মাটি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়।
৯৫ কিলোগ্রাম ওজন সম্পন্ন এই সাইকেলের সামনে-পেছনে দুইটি এবং ডানে-বামে একটি করে ব্যাটারি চালিত পাখা রয়েছে।
বাইসাইকেলটির অন্যতম আবিষ্কারক (ফ্রেম-মেকার) এবং ডিউরেটেক কোম্পানির পরিচালক মিলান দুশেক বলেন, আপাতত আমরা পরীক্ষামূলকভাবে মানুষ ছাড়াই এই সাইকেল উড্ডয়ন করছি। তবে মানুষ নিয়ে আকাশে উড়ার জন্য আরও শক্তিশালী ব্যাটারি প্রয়োজন।
চেক প্রজাতন্ত্রের তিনটি কোম্পানি একত্রিত হয়ে বাইসাইকেলটি দেশটির বাজারে এনেছে। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে এর বিপণণ শুরু হবে।
একটা সময় ছিল যখন আকাশে উড়া মানুষের কাছে স্বপ্নের মতো ছিল। বিজ্ঞান-প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে অনেকে আকাশে ভেসে বেড়ানোর ইচ্ছা পোষণ করলেও অনেক সময় তা সম্ভব হয়ে উঠে না শুধুমাত্র আর্থিক অসঙ্গতির জন্য। কেননা আকাশ ভ্রমন সবসময়ই ব্যয়বহুল।
তাই বলে কি মানুষ থেমে থাকবে। মোটেও না। সস্প্রতি চেক রিপাবলিকের প্রযুক্তিবিদরা এমন এক ধরণের বাইসাইকেল আবিষ্কার করেছেন যার মাধ্যমে মানুষ শূন্যে উড়তে পারবে।
বুধবার দেশটির রাজধানী প্রাগে এক প্রদর্শনীতে এই বিশেষ ইলেকট্রনিক বাইসাইকেলের প্রদর্শনী হয়। প্রদর্শণী কেন্দ্রেই সফলভাবে পাঁচ মিনিটের ফ্লাইট শেষ করে মাটিতে অবতরণ করে বাইসাইকেলটি। এসময় মাটি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়।
৯৫ কিলোগ্রাম ওজন সম্পন্ন এই সাইকেলের সামনে-পেছনে দুইটি এবং ডানে-বামে একটি করে ব্যাটারি চালিত পাখা রয়েছে।
বাইসাইকেলটির অন্যতম আবিষ্কারক (ফ্রেম-মেকার) এবং ডিউরেটেক কোম্পানির পরিচালক মিলান দুশেক বলেন, আপাতত আমরা পরীক্ষামূলকভাবে মানুষ ছাড়াই এই সাইকেল উড্ডয়ন করছি। তবে মানুষ নিয়ে আকাশে উড়ার জন্য আরও শক্তিশালী ব্যাটারি প্রয়োজন।
চেক প্রজাতন্ত্রের তিনটি কোম্পানি একত্রিত হয়ে বাইসাইকেলটি দেশটির বাজারে এনেছে। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে এর বিপণণ শুরু হবে।
©somewhere in net ltd.