| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুচিন্তিত মতবাদ
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
আওয়ামীলীগের সোনার ছেলেদের উপর কি তাহলে আল্লহর গজব শুরু হয়ে গেল না-কি? সোনার ছেলেরা ইদানিং তাদের সোনার সদ্ব্যবহার করতে গিয়ে নানান ভাবে হেস্ত নেস্ত হয়ে চলেছেন। দেশে কি এর কোন বিচার নাই? যারা সোনার ছেলেদের হেস্তনেস্ত করছে তাদের প্রচলিত আইনে বা বিশেষ ট্রাইবুনালে বিচার হওয়া উচিত। আপনারা কি বলেন?
ঘটনার বিবরণঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিলনের গোপনাঙ্গ কর্তনের ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।গতকাল শুক্রবার লিঙ্গ কর্তনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দিনভর পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। লোকলজ্জায় মিলনকে গোপনে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মিলনের সাথে স্থানীয় এক প্রাইমারি শিক্ষিকার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মিলনের বাসার প্রায় একশ গজ দূরত্বে ওই শিক্ষিকা তার ছোট বোনকে নিয়ে বসবাস করে আসছিল।কাছাকাছি বসবাসের সুবাধে প্রায় রাতেই তাদের দুজনের অবৈধ মেলামেশা চলতো।
এরইমধ্যে ওই শিক্ষিকার ছোট বোনের ওপর ক্যু দৃষ্টি পরে মিলনের। ঘটনার দিন বৃহস্পতিবার গভীর রাতে মিলন ওই শিক্ষিকার সাথে মেলামেশা করার পর বাসা থেকে বের হওয়ার সময় কৌশলে শিক্ষিকার ছোট বোনের রুমে প্রবেশ করে তাকে ঝাঁপটে ধরে। এসময় দুবোন মিলে মিলনের লিঙ্গ কর্তন করে দেয়।
ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মিলনের চাচাতো ভাই পারভেজ মৃধা জানান,অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মিলনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। গভীর রাতেই মিলনের সহযোগীরা প্রথমে তাকে বরিশাল শেবাচিম ও লোকলজ্জায় তাৎক্ষণিক ঢাকায় নিয়ে গোপনে চিকিৎসা দিচ্ছেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, মিলন ভোর রাতে বাথরুম থেকে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে তাকে মোবাইল ফোনে জানিয়েছেন।
এলাকায় নানা গুঞ্জনের বিষয়ে মিলনের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি ফোন করে বন্ধ করে দেন বলেও ওসি উল্লেখ করেন।
২|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৩
বিডি আমিনুর বলেছেন: সোনার ছেলেদের সোনাই যদি না থাকলো তা হলে সোনার ছেলেদের কি দাম রইল
কাটার পর কুত্তা দিয়ে খাওয়ায় ফেলাইছে নাকি ?
বুঝা যাচ্ছে সোনার ছেলেদের দিন কাল ভালা যাইতেছে না
দুই বোনকে পুস্কার দেওয়া হোক ।
৩|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭
নূর আদনান বলেছেন: টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: দোষ তো লীগের না ঐ শিক্ষিকার!!!
৪|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬
অগ্নি সারথি বলেছেন: দুইডাই খারাপ।
৫|
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬
দেশটাকে আবার স্বাধীন করবো বলেছেন: সোনার ছেলেটার সোনা সোনা দিয়া বান্ধাইয়া সোনারগাঁয়ের জাদুঘরে সোনার শোকেসে রেখে দেওয়া দরকার।
৬|
২৬ শে জুন, ২০১৩ রাত ১:০২
দুরন্ত-পথিক বলেছেন: ভাই এই সব কি শুরু হইল দেশে?
৭|
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
পথহারা সৈকত বলেছেন: দুরন্ত-পথিক বলেছেন: ভাই এই সব কি শুরু হইল দেশে?
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: দোষ তো লীগের না ঐ শিক্ষিকার!!!