নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ কেনার টাকার জন্য ভাতিজিকে হত্যা করে চাচা ।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৯

মানুষ কত হিংস্র হতে পারে। সামান্য একটা ল্যাপটপের জন্য কিভাবে পারে একটা ছোট্ট বাচ্চার জীবন নিতে? আমরা কি এত নীচে নেমে গেছি? শুধু মাত্র একটা ল্যাপটপ কেনার টাকার জন্য সাড়ে তিন বছরের শিশু টুম্পাকে হত্যা করেছে তার চাচা আতিকুল। বৃহস্পতিবার রাতে আতিকুলকে গ্রেফতারের পর এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। টুম্পার চাচা আতিকুলই (২২) তাকে অপহরণের পর হত্যা করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অথচ গ্রেফতারের আগ পর্যন্ত আতিকুল টুম্পার ছবি পকেটে নিয়ে অপহূত ভাইঝিকে উদ্ধারের প্রাণপন চেষ্টার নাটক করে। কথিত অপহরণকারীদের কাছে মুক্তিপণের টাকা আতিকুলই পৌঁছে দেয়।



পুলিশ সূত্র জানায়, মুক্তিপণের টাকা পৌঁছে দেয়ার জন্য বার বার যে আতিকুলের নাম উল্লেখ করে টুম্পার পরিবারের কাছে মোবাইল ফোনে বার্তা দেয়া হয় সে বার্তাগুলো আতিকুল নিজেই তার মোবাইল ফোনের মাধ্যমে প্রেরণ করেছিল। গ্রেফতারের পর আতিকুলের ঘর থেকে মুক্তিপণের ৪১ হাজার টাকা ও বার্তা প্রেরণ কাজে ব্যবহূত মোবাইল ফোনের সিমসহ মোট ১২টি সিম উদ্ধার করা হয়।



আতিকুল জানায়, সে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার দীর্ঘদিনের স্বপ্ন একটি ল্যাপটপ কেনার। কিন্তু নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সে ল্যাপটপ কিনতে পারেনি। এর আগে সে তার এক ফুফাতো বোনকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে ল্যাপটপ কেনার পরিকল্পনা করে। এতে ব্যর্থ হয়ে সুযোগ বুঝে তার আরেক ফুফাতো ভাই হুমায়ুনের মেয়ে টুম্পাকে গত ২২ জুন রাতে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জঙ্গলে নিয়ে যায়। টুম্পা জেগে কান্না শুরু করলে সে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে টুম্পাকে হত্যা করে। অপহরণের ৪৫ মিনিটের মধ্যে টুম্পার নানা এবং আতিকুলের আপন চাচা কামালের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে ঝোঁপ থেকে গলাচিপা থানা পুলিশ টুম্পার লাশ উদ্ধার করে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন......


দু'পেয়ে জীবের নৃশংসতা গল্পকেও হার মানায়। হায়রে লোভ!!!!!

২| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬

আহলান বলেছেন: উচ্চবিত্ত আর নিম্ন বিত্তদের মধ্যে ফারাক চরম আকার ধারণ করছে বলেই এমনটি হচ্ছে, এটাকে একটি ঘটনা হিসাবে না দেখে সমাজের একটি আশু পরিস্থিতি হিসাবে বিবেচনা করুন .... আর অপরাধের শাস্তি তো পেতেই হবে। পায় না দেখেই এই অবস্থা ...

৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬

সাদা রং- বলেছেন: ভাবতেই অভাক লাগে ।

৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :| :| :| :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.