নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

কানে হেডফোন, ট্রেনের নিচে কিশোর। হাতে ইন্টারনেট, ফেসবুক মাথা ফেটে চৌচির, রাস্তায় ঘিলুর ছড়াছড়ি।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯

আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই সময় তার কানে ইয়ারফোন ছিল। এ কারণে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহত মাহবুবুল হাসান (১৬) খিলগাঁও মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। তার বাসা তিলপা পাড়া এলাকায়।



কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মতিন জানান, আজ সকালে খিলগাঁও খিদমা হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। রেললাইন পার হওয়ার সময় মাহবুবের কানে ইয়ারফোন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ কারণেই হয়তো ট্রেন আসার বিষয়টি সে বুঝতে পারেনি। মাহবুবের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



এই পৃথিবীতে মৃত্যুর চেয়ে বড় সত্য আর নাই। এই মৃত্যুকেই আমরা সব থেকে কম স্মরণ করি। আমার যেটা বিশ্বাস করতে চাই না তা হলো আমাদের মৃত্যু। কখনো ভাবি না আমার জীবনের শেষ আমল কি হবে যদি মারা যাই; একবারও ভাবিনা যা করছি তা আমার জন্য মঙ্গলজনক না বেহুদা। আল্লাহর নবী সর্বদা বলতেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কম কম হাসতে বেশী বেশী কাঁদতে।



বস্তুবাদ আমাদেরকে এমন ভাবে ঘিরে আছে যে এটাকেই আল্লাহ পাক আমাদের দৃষ্টিতে শুশোভিত করে দিয়েছেন। মানুষ হাসতে হাসতে রাস্তায় বের হয়ে লাশ হয়ে ফিরে আসছে, চোখের সামনে ট্রেনে কাটা পড়ছে তরতাজা যুবক। বিল্ডিং ধ্বসে মারা পড়ছে শত শত নারী পুরুষ কিন্তু আমরা কিসের শিক্ষা গ্রহন করছি ওখান থেকে? কিছুই না.......শুধু রাজনীতি আর রাজনীতি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২

বংশী নদীর পাড়ে বলেছেন: আমাদের জেনারেশন এতটাই ফাস্ট যে বিবেক বিবর্জিত হয়ে গেছে। আহ্‌ বালকটির জন্য শুধু আফসোস !

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০

সুচিন্তিত মতবাদ বলেছেন: যে ব্যক্তি অনবরত গান শোনে বা সিনেমা দেখে তার দিলে মরিচা পড়ে কালো হয়ে যায়। ঈমানী শক্তি কমে যায়। এসকল কাজের কুফল ভয়াবহ।

২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২

খাটাস বলেছেন: সারাদিন গান শুনে কি লাভ বোধগম্য নয়। এই শিশু জেনারেশন এর বিরাট অংশ মানসিক রোগী। এদের গণ চিকিৎসা দরকার।

৩| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১০

আতা2010 বলেছেন: বাংলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এর আগে এখানের বাসিন্দা ছিলো বৌদ্ধরা। Click This Link

৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

গোবর গণেশ বলেছেন: খাটাস বলেছেন: সারাদিন গান শুনে কি লাভ বোধগম্য নয়। এই শিশু জেনারেশন এর বিরাট অংশ মানসিক রোগী। এদের গণ চিকিৎসা দরকার।

কঠিন ভাবে একমত; সবগুলারে ধইরা গণ চিকিৎসার ব্যবস্থা করা দরকার। কানে ছাতু ঢুকিয়ে রেখে অবোধগম্য চেচামেচি শুনলেই খুব লেটেস্ট বা স্মার্ট হওয়ার বীভৎস মনোভাব দেখে আহত হই।

৫| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.