নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

একটা শিক্ষানীয় গল্প, পড়লে ভাল লাগবে, না পড়লে মিস করবেন।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৪

একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল।

হঠাৎ একটি কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন, "এটা কি ?"

পুত্র বলল - "এটি একটি কাক ।"

...

কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন , "এটা কি ?

পুত্র বলল - "আমি তো কেবলি বললাম এটা একটা কাক ।"

একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, "এটা কি ?" এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই

কর্কশ গলায় বলল ,"এটা একটা কাক, এটা একটা কাক।"

এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন "এটা কি ?"

এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের চোটে, কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে বলল্‌, "তুমি কেন বার বার আমাকে একি কথা জিজ্ঞেস করছ ?

আমি তো তোমাকে বহুবার বললাম, এটা একটা কাক,এটা একটা কাক, চোখ নেই তোমার?

বুঝতে পার না ?" বৃদ্ধ পিতা কোন কথা বললেন না, হেঁটে হেঁটে চলে গেলন।

একটু পর ফিরে এলেন একটা ডায়রি সাথে নিয়ে । তিনি তার পুত্র কে বললেন

"এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে ।"

"আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম।

হটাৎ একটা কাক এসে বসলো । আমার ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করল

"এটা কি?"

আর আমি ২৩ বার উত্তর দিলামঃ

"এটা একটা কাক। " তাকে প্রতিবার উত্তরদেবার সময় তাকে, গভীর ভালবাসায় জড়িয়ে ধরে ছিলাম । আমার পুত্র আমাকেএকি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি ।"

পুত্রের চোখের কোনে জল জমতে শুরু করল।পুত্র ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায়

তার পিতাকে জড়িয়ে ধরলো । আর ধরা গলায় বললঃ

"Sorry Baba".

শিক্ষণীয়ঃ অনেক সময়ই আমরা আমাদের বাবা - মায়ের সাথে খারাপ ব্যাবহার করি, উচু গলায়

কথা বলি । কখনো কি ভেবে দেখেছেন কি পরিমান ভালবাসা আর কষ্ট করেছেন

তারা আমাদের বড় করার জন্য ?

পৃথিবীর কোনকিছু দিয়ে কি তাদের এই ঋণশোধ করা সম্ভব ?



পিতা-মাতার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে ঠিক তেমনি সন্তানেরও পিতা মাতার প্রতি দায়িত্ব অপরিসীম। আল্লাহ পাকের কাছে ঐ ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তদ্রুপ ঐ সন্তানও আল্লাহ পাকের নিকট উত্তম যে সন্তান তার পিতা মাতার নিকট উত্তম।



আমাদের সন্তানদের এমন শিক্ষায় বড় করা উচিত যেন তারা আমাদের বৃদ্ধ বয়সেও কাছে টেনে নিবে ঠিক যেমনটা আমরা তাদের ছেলে বেলায় বুকের মাঝে আগলে রাখতাম।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

shahinur70 বলেছেন: খুব সুন্দর গল্প, ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

২| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

ৈতয়ব খান বলেছেন: আমাদের সমাজে গল্প থেকে কেউ কিছু শিখতে চায় না। অথচ লেখকরা কতো যত্ন করে সেসব লেখে। লেখে, যাতে মানুষ সত্যিকারার্থে নিজেকে চেনে।

ভালো পোস্ট

৩| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

আহসান ঊদ্দিন খান বলেছেন: আপনার গল্পটি মনে হয় এই ভিডিও থেকে অনুপ্রানিত
" http://www.youtube.com/watch?v=2kpLDkWg5DA "

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

সুচিন্তিত মতবাদ বলেছেন: হৃদয় ছুঁয়ে যায় আমার মত যারা পিতা হয়োর সৌভাগ্য অর্জন করেছে !!

৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

ঢাকাবাসী বলেছেন: গল্পটা মন ছুঁয়ে যায়, প্রয়াত বাবার কথা মনে পড়ল। ধন্যবাদ।

৫| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

সাদা রং- বলেছেন: ইউটিউবে ভিডিওটা দেখে চোখে জল এসে গেল।

৬| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর গল্প ...................ভাল লাগা রইল্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.