![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
আবু হুরায়রা(রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন, “যখন তোমাদের কেউ নিদ্রা যায় তখন তার গ্রীবাদেশে শয়তান তিনটি করে গাঁট বেধে দেয়; প্রত্যেক গাটেঁ সে এই বলে মন্ত্র পড়ে যে, ‘তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও।’ অতঃপর যদি সে জেগে উঠে আল্লাহর যিকির করে, তাহলে একটি গাঁট খুলে যায়। তারপর যদি ওযূ করে, তবে তার আর একটি গাঁট খুলে যায়। তারপর যদি নামায পড়ে, তাহলে সমস্ত গাঁট খুলে যায়। আর তার প্রভাত হয় স্ফুর্তিভরা ভালো মনে। তা না করলে সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে।”
[সহীহ বুখারী ১১৪২, ৩২৬৯; সহীহ মুসলিম ৭৭৬]
দুর্বল ঈমানের লোকদের বৈশিষ্টঃ
১) কালে ভদ্রে চার ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজ হর হামেশা কাযা হয়ে যাওয়া।
২) তারা নামাজ শুধু পড়ে কিন্তু আদায় করে না।
৩) নামাজ যারা পড়ে কিন্তু আদায় করে না তারা সকল ধরনের অপকর্ম করতে পারে বিনা বাক্যে। তাদের ঈমানী শক্তি শূণ্যের কোঠায়।
৪) যখন কথা বলে অনর্গল মিথ্যা বলে। মিথ্যাকে তারা খুব স্বাভাবিক ভাবে নেয়।
৫) সকল ভাল কাজ লোক দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, যেমন নামাজ বা দান খয়রাত।
৬) নিজ প্রবৃত্তির অনুসরণ করে, কোরআন সুন্নাহর ধার ধারে না।
৭) আল্লাহর নবী (সাঃ) কে আদর্শ হিসাবে মানে না বা তাকে অনুসরণ করার কথা ভাবে না।
৮) আল্লহর নবী (সাঃ) এর হাদীসকে হাল্কা ভাবে দেখে।
৯) তারা মনে করে জান্নাতে যাওয়া খুব সোজা, শুধু কোন পীরের মুরীদ হলেই হল।
১০) তাদের কৃতকর্মের দরুন সকল কাজে আল্লালাহ পাক লাঞ্চিত করেন।
আসুন আমরা খাঁটি ঈমানদার না হয়ে কবরে না প্রবেশ করি। আমীন
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: আমিন +++++++++