![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
মুসলিম নামধারী বহু ভদ্রলোক আছেন যারা রমজান মাসে রোজা রাখে না। সেহরী খাওয়ার সময় দিব্যি ঘুমিয়ে কাটায়। ইফতারের সময় কুজুমুজু দিয়ে টেবিলে বসে বড় এক থালা নিয়ে, ত্রিশ পদের আইটেম সামনে চকচক করে, আযানের আগেই খেতে শুরু করে এবং রাত ৯ টা পর্যন্ত খেয়েই চলে। তাদের জন্য ছোট্ট একটা সতর্ক বার্তা।
বে-রোজাদারের পরিণতি সম্পর্কে হজরত আবু উমামা আল বহিলি (রা.) বর্ণনা করেছেন, আমি শুনেছি রাসুলুল্লাহ (স.) বলেছেন, আমি ঘুমিয়ে ছিলাম দুব্যক্তি এল এবং আমার বাহুধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল। তারা আমাকে ওই পাহাড়ে আরোহণ করতে বলল। বললাম, আমি এ পাহাড়ে চড়তে পারব না। তারা বলল, আমরা আপনার জন্য সব সহজ করে দেব। অতঃপর আমি পাহাড়ে চড়লাম এবং পাহাড়ের বরাবরে উপস্থিত হলে বিরাট চিৎকার শুনতে পেলাম। আমি জানতে চাইলাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, জাহান্নামবাসীদের চিৎকার। তারপর আমাকে আরো এগিয়ে নেওয়া হল। সেখানে দেখলাম কিছু লোককে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চোয়াল ফেড়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। প্রশ্ন করলাম এরা কারা? তারা বলল এরা বেরোজাদার লোক। এরা রমজান মাসে খাওয়া-দাওয়া করত। (ইবনে খোজায়মা ও ইবনে হাব্বান)
সকলকে সতর্ক করুন এবং আপনি ও সতর্ক হয়ে যায়ন।
২| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: ভাই, রোজা রাইখা যারা আকাম কুকাম করবো অগো লেগা কিছু কন ,
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
সুচিন্তিত মতবাদ বলেছেন: যারা রোজা রেখে আকাম কুকাম করে তার জন্য যে বিধানঃ
রোজা রাখার জন্য সে সাওয়াব পাবে এবং আকাম করার জন্য গোনাহগার হবে। এবার প্লাস মাইনাস করে যা দাঁড়ায় তা-ই তার ঝুলিতে অবশিষ্ট থাকবে।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
আদরসারািদন বলেছেন: ভাল শেয়ার
৪| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
আহলান বলেছেন: উপোষ থাকব ইনশাল্লাহ, আল্লাহ যদি সেটা রোজা হিসাবে কবুল করেন তো আলহামদুলিল্লাহ
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
সুচিন্তিত মতবাদ বলেছেন: হিন্দুরাও উপোষ থাকে, উপোষ আর রোজা এক নয়। আপনাকে রোজান নিয়তে উপোষ থাকতে হবে, এবং রোজার শর্ত মেনে চলতে হবে তবেই তা রোজা বলে গণ্য হবে। অন্যথায় সারাদিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া আর কোন প্রাপ্তিই থাকবে না।
৫| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমি নরাধম, হাদিস কালাম জানি কম
তবে খোলা চোখে যা দেখি তাই
লেখার চেষ্টা করি। পড়ার আহবান জানাই
হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
Click This Link
৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯
বংশী নদীর পাড়ে বলেছেন: রমজানের ডাক
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর ।