নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব সুন্দর আমাদের গ্রাম

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বছরে একবার বাড়িতে যাওয়া হয়। আমাদের গ্রামের নাম কালিদিয়া। বাগেরহাট সদর থেকে মাত্র দুই কিলোমিটার দুর।

এই গ্রামের লোক সংখ্যা খুবই কম। গোটা গ্রামে হাটলে আপনার চোখে হাতে গোনা ২/৩ জন লোক চোখে পড়তে পারে।

গ্রামের এক মাথা চলে গেছে নদীর পাড়ে। আবার পাড় ঘেঁষে রাস্তা চলে গেছে ভিন্ন গ্রামে। মাঝামাঝি রয়েছে শ্মশান ঘাট। রাতের বেলাতো দুরের কথা দিনের বেলায়ও আমরা শ্মশান ঘাটের ঐ দিকটায় যেতাম না। আমাদের আড্ডা ছির গোলবন ঘিরে।





আগে দেখা যেত অধিকাংশ ঘর কাঁচা এবং ছাউনি গোল পাতার, বর্তমানে প্রায় ৯০% বাড়িই পাকা। আদর্শের বিচারে কালিদিয়া গ্রাম গোটা বাগেরহাটে নাম্বার ওয়ান। এখানে নাই কোন মারা-মারি হানা হানি। গ্রামের অর্ধেক সংখ্যক লোক হিন্দু হলেও তাদের উপর কোন অত্যাচারের রেকর্ড নাই। আছে বেশ কিছু ব্যবসায়ী, যাদের মধ্যে সাধন বাবু যিনি সদর ঘাটের ঢাকা ফার্মের মালিক। চমৎকার এই গ্রামের কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বংশী নদীর পাড়ে বলেছেন: অনেক সুন্দর লাগলো।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

আহ্‌মেদ সামাদ বলেছেন: আপনাদের গ্রামে যেতে ইচ্ছা করে, সাথে নিবেন?

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

সুচিন্তিত মতবাদ বলেছেন: অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.