![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
ইদানিং বাংলাদেশে টিভি অভিনেত্রীদের সংসারে হলিউডি হওয়া লেগেছে। আজ একে ধর তো কাল ওকে ছাড়। কাপড় বদলানোর মত বয় ফ্রেন্ড আর স্বামী-স্ত্রী বদলের দমকা হওয়ায় অনেকেই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন এবং অনেক ডিভোর্স ডিভোর্স খেলা খেলেই চলেছেন। এই জগৎটা একটা সুস্থ বিনোদনের জায়গা হলেও বর্তমানে এই ইন্ডাষ্ট্রিকে ঘিরে গড়ে উঠেছে নানান অপকর্মের কারখানা। মডেল তৈরী নামক কারখানায় এখন হয়না এহেন কোন কাজ নাই। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া উঠতি বয়সের ছেলে মেয়েরা নিজেদের সেলিব্রেটিদের তালিকায় নাম লেখাতে গিয়ে নিজের ইজ্জত বিক্রি সহ ছেলেরা ইয়াবা, ড্রাগ এবং বাবার অর্থের অপচয় সহ বখে যাচ্ছে দিনের পর দিন। প্রভার বখে যাবার খবর আমরা আগেই জেনেছি, জেনেছি তার বেপরোয়া চলাফেরার কিচ্ছা কাহিনী। সত্য ঘর ভাঙল অপি করিমের আবার লেটেষ্ট নিউজ হচ্ছে পরকীয়ার কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন মম। এমনি খবর দিয়েছে দেশের একটি অনলাইন দৈনিক।
প্রেম ও দাম্পত্যের টানাপোড়নের চাপ সামলাতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন অভিনেত্রী মম। বুধবার মমর আত্মহত্যা প্রচেষ্টার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘনিষ্ঠজনদের কাছ থেকে এমনই তথ্য পাওয়া গেছে বলে দাবি পত্রিকাটির।
জানা যায়, কিছুদিন ধরেই নাট্য পরিচালক শিহাব শাহিনের সঙ্গে অভিনেত্রী মমর ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিলো। সে সূত্রেই স্বামী এজাজ মুন্নার সঙ্গেও সম্পর্কের টানাপোড়ন চলছিল। দুদিকের চাপ সামলাতে না পেরে মম আত্মহত্যাকেই সমাধান মনে করেন।
হাসপাতাল সূত্র জানা গেছে, শিহাব শাহিনই অভিনেত্রী মমকে হাপাতালে ভর্তি করান।
তবে, শিহাব শাহিন মমর সঙ্গে কোনো ধরণের সম্পর্কের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। একই সাথে, মমকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রসঙ্গটিও বেমালুম অস্বীকার করেন তিনি।
উল্লেখ্য, অভিনেত্রী মম ও নাট্যপরিচালক এজাজ মুন্না দীর্ঘদিন প্রেম করার পর ২০১০ এর ৩১ মার্চ বিয়ে করেন।
এজাজ মুন্না অভিনেত্রী তাজিন আহমেদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ত্যাগ করে মমকে বিয়ে করেন।
অপরদিকে, অভিনেত্রী মমও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী মাসুদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মুন্নার সঙ্গে সংসার গড়ে তোলেন।
এভাবে এক ঘর ভেঙে আরেক ঘর তৈরীর ফল যে সুফল হয় না তার ভুরি ভুরি প্রমান আমরা দেখতে পাই। মমদের আল্লাহ সহি সালামতে রাখুন।
জীবনকে উৎসর্গ করা মানেই জীবন যুদ্ধে জিতে যাওয়া নয় বরং হেরে যাওয়া।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
স্বপনচারিণী বলেছেন: হায়রে! সবাই শুধু নিজের কথা ভাবে। নিজের সন্তানের কথা ভাবেনা। মম'র সন্তান বড় হোয়ে যদি মার স্বার্থপরতার কথা শোনে তবে কি আর তাকে ভালবাসবে? শ্রদ্ধা করবে?
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
কামরুল হাসান জনি বলেছেন: মানুষের মনে যখন ভালবাসার খরা দেখা দেয় তখন সে ভালবাসার পিপাসায় মারা যায়। লোকে তাকে বলে suicide কিন্তু আমি বলি murder.
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
আহলান বলেছেন: এদের লজ্জা শরম এতই কম যে যাকে খুশি তাকেই বিয়ের নামে যৌন সংগ প্রদান করে ....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
আকরাম বলেছেন: স্বেচ্ছায় নিজ জীবনাবসানের নামই আত্মহত্যা।
মানুষ যখন নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে,
নিজেকে নিজেই অবমূল্যায়ন করতে শুরু করে; তখনই আত্মহত্যার ঝুকিটা প্রবল হয়ে দেখা দেয়।
চাপপূর্ণ জীবনের কোনো ঘটনা। চাপপূর্ণ পরিবেশ-পরিস্থিতি এবং অন্যান্য মনোসামাজিক ফ্যাক্টর বা কারণগুলো আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে।
পড়ুনঃ http://ptohelp.blogspot.se/