নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

একটি চমৎকার শিক্ষনীয় হাদীস।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

জুনদুব ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ এক ব্যক্তি বললো, আল্লাহ-র শপথ! অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এতে মহান আল্লাহ বললেন, তুমি কে যে (!) আমার নামে শপথ করে বললে যে, আমি অমুক লোককে ক্ষমা করবো না! আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার সমস্ত আমল বাতিল করে দিলাম।

[মুসলিম]



এটি একটি গুরুত্বপূর্ণ হাদীস। আমরা অনেক সময় আল্লাহর হয়ে অনেক রায় দিয়ে থাকি বা আল্লাহর নামে শপথ করে অনেক কিছু বলে থাকি যা বলার অধিকার আমাদের নাই। আল্লাহ পাক কাকে ক্ষমা করবেন আর কাকে করবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবার মালিক কেবল তিনিই। আমরা যাকে অত্যন্ত খারাপ মানুষ হিসাবে জানি এবং মনে মনে ভাবি এই ব্যক্তি জীবনেও জান্নাতে যেতে পারবে না এবং কিছু মানুষ যাদের দেখলে মনে হয় জান্নাত এদেরই জন্য। অথচ আল্লাহ পাকই ভাল জানেন কোন ব্যক্তি কোন আমলের দ্বারা জাহান্নামের দরজার কাছ থেকেও জান্নাতে প্রবেশ করতে পারে আবার কোন কোন ব্যক্তি জাহান্নামের দরজার কাছ থেকেও কোন এক আমলের দরুন জান্নাতে প্রবেশ করতে পারে।



আমরা অনেক সময় বাচ্চারা দুষ্টামি করলে বলে থাকে "এই এটা করো না আল্লাহ পাপ দিবে" ইত্যাদি ইত্যাদি। অথচ বাচ্চারা এতই নিশ্পাপ যে ওদের কোন ভুল নাই, ওরা যা-ই করুক আল্লাহ পাক ওদের হিসাবের খাতা লিখতে শুরু করে নাই। আল্লাহ পাকের নামে কোন সিদ্ধান্ত আমাদের কখনোই দেওয়া উচিত নয়। কোন বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে বরং আমরা যেন বলি আল্লাহই ভাল জানেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: হুম ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: 'মানুষের জীবনে সব থেকে বড় ফেৎনা হচ্ছে মৃত্যু।'

চমৎকার পোস্ট এবং চমৎকার দর্শন!
ফলোড, প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.