নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

অন্যকে উপদেশ দেবার আগে আত্ম সমালোচনা জরুরী।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যার মধ্যে চারটি ত্রুটি পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক্ক। আর যার মধ্যে যে কোন একটি ত্রুটি আছে তার মধ্যে মুনাফিক্বীর অভ্যাস আছে, যে পর্যন্ত না সে তা বর্জন করে। সে আমানতের খিয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে, ওয়া'দা বা চুক্তি ভঙ্গ করে, ঝগড়ার সময় অশ্লীল বাক্য ব্যবহার করে। (বুখারী, হাঃ নং-৩৪, মুসলিম হাঃ নং-৫৮)



উক্ত সহীহ হাদীর অনুযায়ী আমার মাঝে মুনাফিক্বীর অভ্যাস আছে, আল্লাহ আমাকে মাফ করুন। আমার মধ্যে উপরের হাদীসটির চতুর্থ নম্বর ত্রুটিটি সামান্য একটু রয়েছে, যদিও আমি চেষ্টা করছি নিজের রাগকে ধীরে ধীরে কন্ট্রোল করতে এবং সর্বদা আল্লাহ পাকে কাছে দোয়া চাচ্ছি যে "হে আল্লাহ তুমি আমাকে রাসূল (সাঃ) এর আদর্শে আদর্শিত কর।" রাগের মাথায় আমার মুখ দিয়ে যেন কোন অশ্লীল বাক্য না বের হয়। বেশ কয়েকদিন আগে এক দুষ্টু লোকের কথায় হঠাৎ মাথায় আগুন ধরে যায়, ইচ্ছা করছিল ভন্ড হাজীর দাড়িগুলা টেনে ছিঁড়ে ফেলি। চট করে হাদীসটির কথা মনে পড়ে যায়, আমি সংগে সংগে উক্তস্থান ত্যাগ করে চলে আসি। হঠাৎ প্রসংগের ইতি না টেনেই উক্ত স্থান ত্যাগ করার সময় উক্ত ব্যক্তি আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আল্লাহ পাক আমাকে বড় ধরনের অঘটনের হাত থেকে রক্ষা করেন। এর পরেও বাধ্য হয়ে অফিসের স্টাফদের মাঝে মাঝে একটু আধটু বকাঝকা করতে হয়। ছোট ছোট হোমিওপ্যাথি মার্কা গালি মুখে চলে আসে। পরে নিজেই অনুতপ্ত হই, যেমন একটা উদাহরণ দেইঃ চায়না এ্যাম্বাসীতে আমার একাউন্টেন্ট মেয়েটিকে খুব সকালে গিয়ে সকল ডকুমেন্টস সংগে নিয়ে সিরিয়াল দিতে বলি, কারন মেয়েটার বাসা এ্যম্বাসির খুব কাছে। যখন লাইনের খুব কাছে চলে আসি তখন দেখতে পাই মেয়েটি আমার পাসপোর্ট সংগে আনে নাই! আমার অফিস মতিঝিল, এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যদি দেখি পাসপোর্টই সংগে আনে নাই তাহলে মুখ দিয়ে নিজের অজান্তেই চলে আসে "তুমি কি একটা স্টুপিট" কথাটা একটু জোরে বলায় আশ পাশের লোকজন ওর দিকে কেমন করে তাকিয়ে পড়ে। ও খুব লজ্জা পায়, আমি রাগে গড় গড় করতে করতে বনানী থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেই। অফিসে গিয়ে দেখি পাসপোর্টটা সে ভুলে সাথে না নিয়েই অফিস ত্যাগ করেছে, অথচ আমি নিজ হাতে ফাইলটা ওর হাতে বুঝিয়ে দিয়ে অফিস থেকে বাসায় এসেছিলাম।



রাস্তায় যেতে যেতে ভাবে, ওকে রাগের মাথায় গালি দেওয়া ঠিক হয়নি। সাথে সাথে তাওবা করি, আল্লাহ পাক যেন আমাকে রাগ দমনের ধ্রুপদি ক্ষমতা দান করেন যেমন করেছিলেন সৎকর্ম পরায়ণশীলদেরকে।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৮

যাফর বলেছেন: Allah sokolke ai geyan dan korun.amin.

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৮

যাফর বলেছেন: Allah sokolke ai geyan dan korun.amin.

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭

খেয়া ঘাট বলেছেন: উপরের চারটি দোষ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.