![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
দীর্ঘ দুই বছর লোকাল মেশিনে প্রডাকশন চালানোর পর অবশেষে আল্লাহ পাক কবুল করলেন একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যবহার যোগ্য ফুল অটোমেটিক প্লাষ্টিক প্রসেসিং লাইন। ৬২,৫০০/= ডলার মূল্যের ১২০ ফিট দৈর্ঘ্য বিশিষ্ট ফুল অটোমেটিক মেশিনটি এখন চিটাগাং এর পোর্টে গড়াগড়ি খাচ্ছে। ২০১০ সালের জুন মাস থেকে উক্ত প্রতিষ্ঠানের রপ্তানী বাণিজ্য শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যাংক থেকে মেশিন আমদানীর স্বাপক্ষে সাড়া মেলে।
যে কোম্পানীটির কথা বলছি বিনিয়োগ বোর্ড কর্তৃক তার রেজিষ্ট্রার্ড নাম বাংলাদেশ রিসাইক্লিং ইন্ডাঃ লিঃ। পুরা প্রসেসিং লাইনের এইচ এস কোড ৮৪৭৭.৮০.০০। মেশিনটি ১২০ ফিট লম্বা হবার কারনে এসকেডি বেসিস এ মাল আনা ছাড়া কোন গতি নাই। আমাদের দেশীয় আইনে উৎপাদনমূখী যে কোন শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানীকৃত মেশিনের ডিউটি ট্যাক্স ২-- থেকে ৪% এর মধ্যে সীমাবদ্ধ। অতীব দুঃখ জনক বিষয় হচ্ছে কাস্টমসে থাকা ফেউগুলো আপনার ব্যবসায়ের তল্পি তল্পা গোটানোর জন্য পলিসি আগেই করে রেখেছে। তারা প্রমান করতে ব্যস্ত যে মেশিনটি আমদানীকারক খোলা বাজারে বিক্রির জন্য এনেছে সুতরাং ডিউটি ট্যাক্স ৩৩% দিতে হবে। উক্ত আমদানী করকের আক্কেল গুড়ুম হবার অবস্থা হবে যখন সিএনএফ এজেন্ট ৫০ লক্ষ টাকার মেশিনে ৩৩ লক্ষ টাকার ডিউটি ট্যাক্সের হিসাব দাখিল করবেন কাস্টমস অফিসারদের শিখিয়ে দেওয়া কথা খেই ধরে। এখানেই শেষ নয়, এর পরে শুরু হবে আসল ঘুষ ঘুষ খেলা; তারা আপনাকে বুঝাবে যে অনেক চেষ্টা তদবীরের পর আপনার মেশিন ২% ডিউটিতে আনা সম্ভব। তবে সেখানেও অনেক ঝুঁকি তাদের নিতে হবে, তাদের জীবন বিপন্ন করে আপনার উপকার করবে আর আপনি ৩৩ লক্ষ টাকার জায়গায় মাত্র ৫ লাখ টাকা তাদের উপঢৌকন দিতে পারবেন না, এটা কি হয়? আপনাকে আগেই দেরী করিয়ে ফেলেছে এসব নটংকি করতে করতে, শুরু হয়েছে আপনার পোর্ট চার্জ এবং কন্টেইনার ডেমারেজ চার্জ। প্রতিদিন ৮ থেকে ১০০০০ টাকার কাউন্ট ডাউন শুরু।
ওখান থেকে বের হয়ে আসতে হলে হয় আপনাকে ৩৩ লক্ষ টাকা ডিউটি ট্যাক্স দিয়ে মাল ছুটাতে হবে অন্যথায় ফেউদের ৫ লক্ষ টাকা দিয়ে বিষয়টা নিষ্পত্তি করতে হবে। আপনি বুদ্ধিমান হলে ওদের সংগে লড়তে যাবেন না। কারন ট্রাফিক যখন কোন মোটরসাইকেল বা গাড়ীকে আটকায় তারা হাজার গন্ডা ভুল বের করে আপনাকে মামলা দিতে পারে। ঠিক তেমনি হচ্ছে কাস্টমস, ওরা জানে আপনার রয়েছে জেনুইন শিল্প প্রতিষ্ঠানের সকল লাইসেন্স। বিনিয়োগ বোর্ডের রেজিষ্ট্রেশন, পরিবেশের ছাড়পত্র ছাড়াও ইনকাম ট্যাক্স পরিশোধের যাবতীয় ডকুমেন্টস।
এভাবে আপনাকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আপনি অসহায় পিতা, দাড়িয়ে দাড়িয়ে কণ্যার বিদায়ের দৃশ্য দেখছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। ওরা হাতে টাকা পেয়ে বউ ছেলে-মেয়েদের কড়কড়া ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছে আর কানপিঠ পর্যন্ত দাঁত বের করে দিয়ে কেলিয়ে কেলিয়ে হাসছে। ওদের বউরা পাশের ফ্ল্যাটের ভাবীদেরকে গহনা আর শাড়ীর কালেকশন আলমরী খুলে দেখাচ্ছে। এসকল দুর্নিতীবাজরা হারাম পয়সায় গ্রামে বিঘার পর বিঘা জমি কিনে জমিদারের খেতাব জিতে নিয়েছে। আমরা মুখে মুখে অনেকেই অনেকের আদর্শ নিয়ে ঘুরে বেড়াই অথচ এই সকল বেঈমানদের কিছুই করতে পারি না। একটি স্বাধীন দেশের নাগরীক হয়েও নিজেকে মনে হয় অসহায় ল্যাংড়া ভিক্ষুক। ওরা হচ্ছে বেনীয়ার জাত, প্রতি দিন চুষে চুষে খাচ্ছে বাঙ্গালীর তাজা রক্ত।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
মনুমনু বলেছেন: kurbani eid er shomoy goru'r haddi kati majhe majhe. ichha kore oi shob lok gula'r hat pa ekoi vabe jinda kopaiya kati.
ektu hard korei bollam. karon eikhane rajniti nai. rajniti ola post e ei hard coment dekhle amrei kopani shuru korbo.
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুঃখজনক...
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
সুচিন্তিত মতবাদ বলেছেন: ওরা ধর্মকে আর দুর্নিতীকে আলদা আলাদা জয়গায় বসিয়েছে। ওদের ধারনা পীর সাহেব ওদের পার করে দিবে।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
অবাক েরাবট বলেছেন: ০১। সেগুন বাগিচার এক অফিসার আমাকে বলেছিল, আপনি টাকাটা রেডি করেন , আমি নামাজ পড়ে আসি । আমি ও নামাজ পড়তে যাচ্ছি , কিন্তু সাথে অনেক চিন্তা আমার মাথায় ঢুকে পড়ল , ঠিকমতো নামাজটাও আদায় করতে পারলাম না । আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কোন অফিসের কথা বলছি ।
০২। ভ্যাট অফিসের অফিসারের সাথে দারুন কথা কাটাকাটি হলো গত সপ্তাহে । তার দাবীকৃত টাকা দেওয়ার ব্যাপারে অনীহা দেখালে তিনি মামলা করার হুমকি দেন । আমি বলে এসেছি , আমি মামলা লড়তে প্রস্তুত ।
বাংলাদেশে ব্যাবসা পরিচালনা করা যে কত কঠিন , তা কারও বাস্তব অভিঞ্জতা না থাকলে বুঝানো সম্ভব নয় ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬
আমি অপদার্থ বলেছেন:
দেখবে কেটা ?? দুর্নীতিবাজ ছাড়া মোড়ল আছে কি দেশে???
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরাই আবার ধম্ম কম্মেও সেরা!!
মসজিদে ডোনেট করে বড় অংকের ট্যাকা!!
ইমাম সাব গুষ্ঠি শুদ্ধা বেস্তে পাঠায়া দেয়!!!
তাই নিশ্চিন্ত হয়ে আবারও দূর্নীতি করে!!!
রাজনিতিবদকে দেয় ডোনেশন...
তাই নিশ্চিন্ত হয়ে আবারও দূর্নীতি করে!!!
আবারও
সমাজকল্যানে দান করে বখানেদের!!!!
তাই নিশ্চিন্ত হয়ে আবারও দূর্নীতি করে!!!
আবারও...
চলছে চেইন রিএকশন....চক্রাবদ্ধ!!!!