নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

ভিসা ছাড়াই ঘুরে আসুন পৃথিবীর ২৫ টি দেশ

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

আপনি হয়তো জানেন-ই না; ভিসা ছাড়া বিশ্বের ২৫ টি দেশে যেতে পারবেন ।ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে

ভুটান (যত দিন ইচ্ছা),

শ্রীলংকা (৩০ দিন),

আফ্রিকা মহাদেশের মধ্যে

কেনিয়া (৩ মাস),

মালাউই (৯০ দিন),

সেশেল (১ মাস),

আমেরিকা মাহাদেশের মধ্যে

ডোমিনিকা (২১ দিন),

হাইতি (৩ মাস),

গ্রানাডা (৩ মাস),

সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস),

সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস),

টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন),

মন্টসের্রাট (৩ মাস),

ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন),

ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস),

কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন),

নাউরু (৩০ দিন),

পালাউ (৩০ দিন),

সামোয়া (৬০ দিন),

টুভালু (১ মাস),

নুউ (৩০ দিন),

ভানুয়াটু (৩০ দিন) এবং

মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।



এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে

এশিয়ার মধ্যে

আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার),

জর্জিয়া (৩ মাস),

লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার),

মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন),

নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার),

সিরিয়া (১৫ দিন),

পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার),

আফ্রিকা মহাদেশের মধ্যে

বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক),

মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),

মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার),

টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং

উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)



তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে কিছু উৎকচ পাবার আশায়। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।



সাবধান !! বাংলাদেশী দালাল কিন্তু ওয়ার্ল্ড ফেমস। তারা আপনাকে ল্যাংটা করে এয়ারপোর্ট থেকেই বাড়ি ফিরিয়ে দিতে পারে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

েবনিটগ বলেছেন: _

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

রাহুল বলেছেন: বলেন কি? একদম লেংটা করে দিবে? হেই আণ্ডাকালে লেংটা হইছি এখন এই বুড়া বয়সে? ভয় পাইলাম.।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

আরিফ আহমেদ বলেছেন: Smart and Tough attitude is the solution in airport..nothing more

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

 বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.