![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
৬০০ টাকা বাঁচাতে গিয়ে ৬০০০ টাকা গুনাগারি!
==============================
আজ চিটাগাং কাস্টমস থেকে আমার মেশিন খালাস হচ্ছে। সকাল থেকে আমার সিএনএফ দুইটি গাড়ি ঠিক করে আমাকে বার বার রিং দিয়ে না পেয়ে হতাশ। ঘুম ভাঙল ১০ টায়, উঠে দেখি ৭ টি মিস কল! কত ভাড়া জানতে চাইলাম। ও বলল ১২,৮০০ করে এক একটা ওপেন ট্রাক। দীর্ঘ দিন এক্সপোর্ট বিজনেসের সাথে জড়িত, ইমপোর্ট ছেড়ে দিয়েছে ২০০৭ সাল থেকেই। ইমপোর্টটাররা যে সিএনএফ এবং কাস্টমসের অফিসারদের হাতে কি ভাবে জিম্মি হয়ে পড়েছে তা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতি পদে পদে ঘুষ, তা যদি হয় ১০ টাকা সিএনএফ সেটাকে বানায় ১০০ টাকা। এক্সপোর্টে এই ঝামেলা নাই, ঢাকার ডাউন ট্রিপের গাড়ি ভাড়া করি ৪০০০ টাকা থেকে ৬০০০ টাকার মধ্যে। তাও আবর ২০ ফিট সাইজের কাভার ভ্যান। আমি সিএনএফ এর দেওয়া ভাড়া যাচাই করতে গিয়ে ওকে বললাম একটু ওয়েট করো আমি দেখছি। দুই চার জায়গায় খোঁজ নিলাম, কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক দেরী হয়ে গেছে। সিএনএফকে বললম ঠিক আছে দেখ ১২,৫০০ করে রাজী হয় কি-না। ও একটু পরে ফোন দিয়ে বলল, ১২,৮০০ টাকা গাড়িটি অন্য জায়গায় ভাড়া হয়ে গেছে এখন মার্কেট হাই ১৬,০০০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না।
আমি হা হয়ে গেলাম, হালায় কয় কি? ১০ মিনিটের মধ্যে ১৬,০০০?
মাল আমাকে আজকেই ডেলিভারী নিতে হবে তা না হলে ডেমারেজ গুনতে হবে আরো ১০০০০ টাকা। ওকে বললাম দেখ একটু কমায়ে পার কি-না। ও জানাল ১৫,০০০ টাকায় রাজী হয়েছে এর নীচে নাই। এখন আমার দশা হলো ৬০০ টাকা বাঁচাতে বেশী গুনতে হবে ৬০০০ টাকা!!
অসহায় আমি; চেষ্টা করি দুই পয়সা সেভ করতে অথচ চোখের সামনে দিয়ে চলে যায় লক্ষ লক্ষ টাকা। ঠিক মাল ছুটাতে গিয়ে যেমনটি হচ্ছে; প্রথমে ডিউটি দেখিয়েছে ৩৩ লক্ষ টাকা, এর পরে বলেছে এটিকে তারা ২,৫০০০০ এর মধ্যে করে দিবে কিন্তু তাদের ঘুষ দিতে হবে আরো ২ লাখ টাকা !! অসহায় আমি; ৩৩ লাখ টাকা বাঁচাতে ২ লাখ টাকা ঘুষ দিলাম।
আমাদের মত ব্যবসায়ীরা আজ খুবই বিপদে আছে, দেশটা পঙ্গু হয়ে গেছে। কিছুতেই এর চিকিৎসা হচ্ছে না; আমরা চাই হিন্দি ফ্লিম "নায়ক" এর মতো কোন চরিত্র। যে কি-না ২৪ ঘন্টার আল্টিমেটামে সকল দুর্নিতীবাজদের জেলে ঢুকিয়েছিল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
সুচিন্তিত মতবাদ বলেছেন: ভাই চরম জুলুম! আমরা এখান থেকে কিভাবে যে পরিত্রান পাব জানিনা। আমাদের আদর্শ হারিয়ে গেছে। আমরা সৎ ভাবে কেউই বাঁচতে চাই না।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
saamok বলেছেন: এক্সপোর্টাররা যে খুব ভালভারে এক্সপোর্ট করতে পারছেন তা ও নয়। আর যারা কাস্টমস বন্ডেড ওয়্যার হাউজের অধীনে এক্সপোর্ট করেন তাদের অবস্থাও ত্রাহি-ত্রাহি। কাস্টমস বন্ডেড ওয়্যার হাউজের অধীনে এক্সপোর্ট/ইম্পোর্ট করতে যেয়ে কত ভাবে যে কাস্টমস কর্তাদের তুষ্ট করতে হয় তার ও কোন সীমা নেই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সুচিন্তিত মতবাদ বলেছেন: এগুলোকে ফেউ হিসাবে লাগিয়ে রেখে উৎকোচ আদায়ের এক ডিজিটাল কৌশল।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি বলছেন!!
এতো ডিজিটাল উন্ণয়ন!!
কেনু বিলবোর্ড দেখেন নি!
চারিদিকে খালী উন্নয়ন.. আর উন্নয়ন.. আপনি চোখে না দেখলে চোখ অপারেশন প্রয়োজনে সেরে নেবেন!!
কিন্তু উন্নয়নের বাইরে কিচূ দেখবেন না। সব কিছূ সাথৈ দূর্নীতির উন্নয়নটাও একটু বেশি ঞয়ে গেছে আরকি!!!!!
এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিন!!!!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সুচিন্তিত মতবাদ বলেছেন: রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। তবে দেশ যে দুর্নিতীতে ছেয়ে গেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইনকাম ট্যাক্স দিতে গিয়ে দেখলাম, আমাদের ফাইলে হাজার গন্ডা ত্রুটি। এবার উপায়? ওদের কাছে ত্রুটি সংশধনের জন্য রয়েছে শ্রীপুরের বড়ি "উৎকোচ"
উৎকোচ দিলেই সব ঠিক। অন্যথায় আপনাকে শূলে চড়াবে;
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: আহা সত্যি যদি 'ছবির' মত কিছু হতো!
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
স্পেলবাইন্ডার বলেছেন: একমত
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
মেহেদী_বিএনসিসি বলেছেন: ডিজিটাল বানাতে কোথায় আগে হাত দিতে হবে সেটাই আমাদের জাতির নাতি জানেনা.......আর অল্প শিক্ষিত তারেক ভায়ার কথা নাই বললাম।
সারা দুনিয়া যেখানে অনলাইনের মাধ্যমে এই ইমপোর্ট এক্সপোর্ট হ্যান্ডেল করছে........সেখানে আমরাই সম্ভবত ম্যানু্য়াল সিষ্টেমে আছি.......আর দুর্নীতি করার সুযোগের জন্য কর্তাব্যাক্তিরাই চায়না এটা আধুনিক হোক।
আমার কিছু ইমপোর্ট এক্সপেরিয়েন্স আছে........যদিও ডিউটি ফ্রি এর আওতায় ছিলাম তবুও যে কতো হ্যাপা........তা কিছুটা বুঝি, এই দালাল তথা সিএনফরা ধুম করে কলাগাছটাকে তালগাছ বানাতে ওস্তাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: প্রথমে সকল ডকুমেন্ট আমার কাছ থেকে পারফেক্ট ভাতে চেয়ে নিয়েছে। যেগুলো ভুল ছিল তাও পরবর্তীতে ঠিক করে দিয়েছি। তার পরেও ফেঁসে গেলাম, আল্লাহ ঘুষখোর কাস্টমস অফিসারদের ঈমান দিক।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
উযায়র বলেছেন: আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে বাচাক।