নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

মানুষের আচরণ যখন হয় জানোয়ারের মত।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

২৫ শে জুলাই রাত ১০:৩০। তাউজিন লু (রোড) থেকে দ্রুত পায়ে হেঁটে চলেছি মেট্রো স্টেশনের দিকে, উদ্দেশ্য গুয়াংজোর অন্যতম নিশি রাতের মার্কেন "নিগ্রো মার্কেট" এ গিয়ে কিছু কেনা কাটা করা। আসল নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, আমরা বাঙালীরা নিগ্রো মার্কেট নামেই চিনি। সংগে সিমসন লিঃ এ এমডি আজাদ ভাই।

মেট্রোয় চড়তে হলে আপনাকে মিনিমাম তিনতলার সমান নীচে নামতে হবে চলন্ত লিফটে করে। দিনের বেলায় এখানে প্রচুর ভীড় থাকলেও রাত নামার সাথে সাথে হাল্কা হয়ে যায় জন মানব চলাচল। লিফটে পা রাখতেই চোখ পড়ল আমাদের দুই কদম সামনে এক জোড়া তরুন তরুনীর দিকে। তারা একে অপরের মুখের সাথে মুখ লাগিয়ে চুমু খেতে ব্যস্ত। দশ সেকেন্ড পার হল এভাই, এর পর আরো ভয়াবহ দৃশ্য। ছেলেটার হাত মেয়েটার সারা শরীর চষে বেড়াচ্ছে, মেয়েটা তীব্র আবেগে ছেলেটাকে জড়িয়ে ধরেই নীচে নেমে গেল। আমরা শুধু দেখেও না দেখার ভান ধরে কোনমতে সেই বিদঘুটে সময়টা পার করলাম। আজাদ ভাইকে শুধু বললাম মানুষ জানোয়ারের থেকেও অধম হয়ে গেছে। ইদানীং জানোয়ারদেরকেও রাস্তাঘাটে সেক্স করতে দেখা যায় না।



আমাদের দেশের প্রাইভেট ভার্সিটির ছেলে-মেয়েরা এখন অনেক খোলামেলা। যে যত ফ্রি সে তত আধুনিক। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাবা মা তাদের আদরের সন্তানকে কোন পথের দিকে ঠেলে দিচ্ছেন তা ঘুনাক্ষরেও জানতে পারছেন না। কিছুদিন আগে একটা নিউজ পড়লাম, এক লোক ওখান থেকে হেঁটে যাচ্ছে হঠাৎ চোখ পড়ল দুইটি বাসের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট ইউনিভার্সিটির কয়েকজন তরুন তরুনীর দিকে। একজন আরেকজনকে চুমু খাচ্ছে আর এই দৃশ্য মোবাইলে ধারণ করছে তাদেরই আরেক বান্ধবী। এই হল আমাদের দেশের হালত।



আল্লাহ পাক আমাদের এসকল অনৈতিক কাজ থেকে হেফাজত করুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ পাক আমাদের এসকল অনৈতিক কাজ থেকে হেফাজত করুন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

গরম কফি বলেছেন: আপনার কাছে রগরগে আর ধর্ষন বিষয়ক বিস্তারিতো পোস্ট গুলোর পাশা পাশি ইসলামী মাওয়া ব্লগারদের দারুন আমোদিতো করে ... সব ধরনের ব্লগার সামুর বৈচিত্রের অংশিদার ।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

এম আর ইকবাল বলেছেন: আপনি যদি একজন আমেরিকান হতেন , তা হলে এ ব্যাপারটা আপনার কিছু মনে হত না । আপনার সফরে এ দৃশ্য মাত্র একবার দেখেছেন ।আপনি কি সে দেশের রাস্তাঘাট, উন্নয়ন, জনগনের ব্যবহার এগুলো দেখেন নি । সে তূলনা গুলো এখানে জানালে ভাল হতো । আমাদের ব্যবসায়ীদের মত তারা সিণ্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ায় কি না জানালে, তাদের ব্যবসায়িক চরিত্র সম্পকে জানতে পারতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.