নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম সা'দ বিন আবি ওয়াক্কাস (রাঃ) এর মাজার।

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

ঐতিহাসিক তথ্যানুযায়ী সা'দ বিন আবি ওয়াক্কাস (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ (সাঃ) এর চাচা এবং জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী (রাঃ) এর একজন।

আলহামদুলিল্লাহ! আমার সৌভাগ্য হয়েছে তাঁর নির্মানাধীণ মসজিদে নামাজ আদায় করার। ১৩০০ বছর পূর্বে ইসলাম প্রচার করতে এই মহান ব্যক্তি এসেছিলেন চীন দেশে। গোয়াংজো রেলওয়ে ষ্টেশনের খুব কাছে রয়েছে তার পবিত্র মাজার এবং মসজিদ। শত শত মুসল্লী তার মাজার যিয়রত করে থাকেন জুম্মার নামাজ আদায় করার পরে। তবে সেখানে কিছু অনৈতিক কাজ লক্ষ্য করা গেছে যে, অতি ভক্তির দরুন অনেকেই আবেগতাড়িত হয়ে তাঁর কবরে সেজদায় লুটিয়ে পড়েন যা ইসলামে সম্পূর্ন হারাম।



এই মহান ব্যক্তি ১৩০০ বছর পূর্বে এখানে একটা টিউবয়েল স্থাপন করেছিলেন। আল্লাহর কি কুদরত সেই টিউবয়েল থেকে এখনো বের হচ্ছে সুমিষ্ট পানি যা খাওয়ার জন্য রীতিমত লাইনে দাঁড়াতে হয়। আল্লাহপাক তাঁকে শান্তিতে রাখুন এবং আমাদের সকল প্রকার শিরক, বিদ'আত থেকে দুরে রাখুন।



বলা বাহুল্য যে চীনের সরকার উক্ত মাজার এবং মসজিদকে ভঙ্গার জন্য ১৬ বার বুলড্রোজার চালাতে প্রস্তুতি নিয়েছিল। আল্লাহ পাকের এমনই ক্ষমতা যে প্রতিবারই বুলড্রোজার উক্ত স্থানে আসার পর ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। চীনের নামীদামী ইঞ্জিনিয়ারগণ উক্ত রহস্যের কোন কূল কিনারা করতে পারে নই। অবশেষে বাধ্য হয়ে মুসলমানদের নিকট উক্ত জায়গা আজীবনের জন্য বরাদ্দ দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ সেই থেকে উক্ত স্থানে হাজার হাজার দেশী বিদেশী মুসল্লী আজও সালাত আদায় করছেন। গোয়াংজোর মতে স্থানে জামাতে নামাজ পড়ার সুযোগ দানে আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া আদায় করি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

হেজাজের কাফেলা বলেছেন: মাশাআল্লাহ! খুবসুন্দর…
জাযাকাল্লাহ…

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

যাফর বলেছেন: সুবাহানাল্লাহ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯

মুদ্‌দাকির বলেছেন: মাশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.