নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা গ্যানটিং মাউনটেইন। পর্ব-২

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

ফার্ষ্ট ওয়াল্ড ফাইভস্টার হোটেলে প্রবেশ করলে আপনার চক্ষু চরকগাছ হবার দশা হবে। এক কথায় বলতে পারেন অসাধারণ নির্মান কৌশল এবং পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শনগুলোকে এক জায়গায় স্থাপনের মাধ্যমে এক চমকপ্রদ স্থাপত্যের বাস্তব উদাহরণ হচ্ছে ভূপৃষ্ঠ হতে প্রায় ৬০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই ফার্ষ্ট ওয়াল্ড।



ফার্ষ্ট ওয়াল্ড মঞ্চে সর্বদা চলছে পৃথিবীর বিখ্যাত জাদুকর, ণৃত্য শিল্পি, গায়ক-গায়িকাদের নজর কাড়া পারফমেন্স।





ঘুরতে ঘুরতে আপনি ক্লন্ত হয়ে পড়লে চলে যান টপফ্লোরে। সেখানে পাবেন পাকিস্তানি ও বাঙ্গালী খাবার। রেস্টুরেন্টে দেশী ভাইয়ের দেখাও পেয়ে যাবেন। তাকে অর্ডার দিন আপনার পছন্দের মেনু।



এছাড়াও গ্যানটিং এ যেসকল খাবার রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে ১) বেকারী ২) কফি ট্রেস ৩) গ্যানটিং প্লেস রেস্টুরেন্ট ৪) হাইনান কিচেন ৫) ইম্পেরীয়াল রমা ৬) মিং রেন রেস্টুরেন্ট ৭) দ্যা অলিভ ৮) ভিআইপি রেস্টুরেন্ট এবং ৯) স্পাইসি গার্ডেন অন্যতম।



টফ ফ্লোরে উঠেই আপনার সাথে স্বাক্ষাত মিলবে এক অভূতপূর্ব দৃশ্যের সাথে। সাবধান ক্যামেরার বাটন চেপে এখানেই ব্যাটারীর চার্জ শেষ করে দিয়েন না। আপনার সামনে আরো চমক অপেক্ষা করছে।















চলবে..........

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.