নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

সুপার সেলুন হিনো চেয়ার কোচ "হামীম পরিবহন"

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৩

আগামীকাল সকাল ৭:৩০মিঃ রওনা দিচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। ঠিক এক বছরের মাথায় আমার বাগেরহাট ভ্রমন। বাচ্চাদুটো বেশ উত্তেজিত কিন্তু আমি বিষন্ন কারন টিকিট পেয়েছি অসাধারণ একট হিনো চেয়ার স্যালুন কোচ "হামীম পরিবহনে"। এ গাড়ীর সীটগুলো অনেকটা চিটাগাং রুটের ভলভো স্কানিয়ার মতো। ভিতরে রয়েছে অন্যরকম সেবার ব্যাবস্থা যেমন ধরুন প্রচন্ড জ্যামে তারা ফ্যান না ছেড়ে জানালা দিয়ে এসির বাতাস ঢুকায়। আবার মাঝে মাঝে দুই চেয়ারের মাঝ পথে ব্যাপক জায়গা থাকায় অতিরিক্ত একটা টুল অথবা পাটি বিছিয়ে যাত্রীদের অসাধারণ সেবার ব্যবস্থা করে। গাট্টি বোঁচকা রাখার জন্য রয়েছে সীটের পাশে এবং মাঝ পথে ব্যাপক প্রসারিত জায়গা। ঘান্টায় ১২০ কিঃমিঃ বেগে চালিত এই গাড়ির ড্রাইভারকে যতই গালি গালাজ করা হয় না কেন কোন লাজ শরমের বালাই নাই। ভাগ্য গুণে আমার বিজনেস ক্লাসের সীট হয়েছে শেষ দিকের চাক্কার উপর। সারা রাস্তায় রয়েছে অবিরাম ঝাঁকুনি খাওয়ার মনোরম সুব্যবস্থা।



অগ্রীম ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের সহীসালামতে পৌঁছানোর ব্যবস্থা করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৩

রিফাত হোসেন বলেছেন: মন ভাল নাই, কিন্তু আপনারটা পড়ে মন ভাল হয়ে গেল ।

২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪০

ল্যাটিচুড বলেছেন: ব্যাপক বিনোদিত হইলাম .............. শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.