নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

নিজেকে খোদা দাবী করে কি ওলী হওয়া যায়?

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

ফেরাউন নিজেকে খোদা দাবী করে কাফের হয়ে গিয়েছিল আর মুনসুর হাল্লায নিজেকে "আনাল হক্ক" বা আমিই আল্লাহ দাবী করে নাকি ওলী হয়ে গিয়েছিলেন। মুনসুর হাল্লাযকে "আমিই আল্লাহ" বলার কারনে যারা তাকে আল্লাহর ওলী বলে মেনে নেয় তারা কি শয়তানের তাবেদার নয়? জালাল উদ্দিন রূমী বলেছেন ফেরাউন নিজেকে খোদা বলায় হয়েছে কাফের আর মুনসুর হাল্লায নিজেকে খোদা দাবী করে হয়েছে ওলী। এই বিশ্বাস হচ্ছে সুফীবাদীদের মাঝে আরসেনিকের মতো ঢুকে গেছে। অমুক আল্লাহর ওলী তমুক আল্লাহর ওলী এই করতে করতে এদের জীবনের অবসান হবে। হোসেন মুনসুর হাল্লাযের আমি খোদা দাবী করা নিয়ে সকল আলেম ওলামারা তাকে কাফের ফতোয়া দিয়েছিলেন এবং সর্বশেষ ইমাম গাজ্জালী (রঃ) যখন তাকে কাফের সাব্যস্ত করে ফতোয়া দেওয়ার পর তাকে হত্যা করা হয়। এমন নয় যে আল্লাহর যিকির করতে করতে একসময় নিজেকে আল্লাহ দাবী করলে আল্লাহ পাক খুশী হয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন যদি হতো তাহলে এই দুনিয়ায় সকল সুফীবাদীগণই নিজেকে আল্লাহ প্রমান করার জন্য উঠে পড়ে লাগত। পথভ্রষ্টদের আল্লাহ হেফাযত করুন। আমীন

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

সদালাপি বলেছেন: আর এই সকল পথভ্রষ্টদের মধ্যে সবার আগে রয়েছে মি দেওয়ানবাগি ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সুচিন্তিত মতবাদ বলেছেন: মিঃ ইবলিশ হচ্ছে এদের মূল ওলী

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

ইসলামের ইলম বলেছেন: আউযুবিল্লাহি মিনাশশাইত্বনি রাজীম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.