নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে আজ ধর্ষিত হল আমার বাসার কাজের মেয়ে, আমি পারলাম না তার সতীত্ব রক্ষা করতে।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

হঠাৎ এমন একটা রক্ত গরম করা খবর শুনলাম যে আমার মাথার ভিতর রক্ত টগবগ করে ফুটছে। প্রচন্ড রাগে থর থর করে কাঁপছে আমার সারা শরীর। কি করব ভেবে পাচ্ছি না। আমার বাসার কাজের মেয়ে বয়স আনুমানিক ১৬ বছর তাকে পাশের বাসার দারোয়ান জোর পূর্বক ধরে তার রুমের ভিতর নিয়ে ধর্ষণ করেছে। মেয়েটা বাসায় এসে কাঁদছে। একবার এক ড্রাইভার শ্লীতা হানীর চেষ্টা করলে তার চাকরী চলে যায়। এরপর মহল্লার দোকানদার সকালে তাকে একা পেয়ে দোকানের ভিতর টেনে নিয়ে শ্লীতাহানীর চেষ্টা চালায়। এবার সরাসরি ধর্ষণ !! ঘটনাটা যখন শুনলাম তখন রাত ১২টা বাজে। আমি মেয়েটার বাবাকে কি জবাব দিব? এত আস্থার সাথে তার বাবা মেয়েটাকে আমার বাসায় রেখেছে অথচ আমি ওর ইজ্জত রক্ষা করতে পারলাম না? আমি কাল ওর হাত পা ভেঙ্গে ফেলব এর পর পুলিশে দিব। মাথায় খুন চেপে গেছে। এতবড় দুঃসাহস!
আজ যশোর থেকে ঢাকায় পৌঁছে গাবতলী বাস স্ট্যান্ড নেমে একটা সিএনজি ঠিক করে লাগেজ ব্যাগ ভিতরে নিয়ে বসতেই চারজন মাস্তান আমাকে ঘিরে ধরল। চারজনের দাবী আমার ব্যাগে ভারতীয় মাল আছে তাই তাদের ১,২০০/= টাকা চাঁদা দিতে হবে। তানা হলে আমাকে তাদের আস্তানার ভিতরে ধরে নিয়ে যাবে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের যে ধমক দিয়েছি বাধ্য হয়ে বস বলে সম্বোধন করে মাত্র ২০ টাকা নিয়ে কেটে পড়েছে অথচ তারা নাকি এভাবে শত শত মানুষের কাছ থেকে ব্যাগ সহ হাজার হাজার টাকা কেড়ে নিয়েছে। কেউ কিছুই করতে পারে নাই। সিএনজির ড্রাইভার আমাকে রিকোয়েষ্ট করেছে আমি যেন মেয়র আনিসূল হক ভাইয়ের কাছে গিয়ে বিচার দেই। আনিসুল হক ভাই আমাদের লিডার। সেই এলাকায় আমার কাছে চাঁদা চায় মাস্তান!! যাই হোক গাবতলীর বাঘা মাস্তান আমার কাছে মাথা নত করে চলে গেল আর পাশের বাসার দারোয়ান আমার এত বড় শর্বনাশ করল। মাথার ভিতর খুন চেপে বসে আছে। আল্লাহ পাকই জানেন আমার ভাগ্যে কি আছে। কুত্তার বাচ্চাকে ধর্ষণের শাস্তি কি দিব তাই নিয়ে গবেষনা করে আমার রাত পার হয়ে যাবে।
এই মেয়েটা যদি কাজের মেয়ে না হয়ে আমার আপন বোন হত; যদি আমার সন্তান হত, আমি কি করতাম? ধর্ষকে সাজা পেতেই হবে। কাল থেকে আমার নতুন অভিজান শুরু। আপনাদের পরামর্শ আমার কাম্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

গেম চেঞ্জার বলেছেন: আমি হইলে ওর ঐটা কাইটা হসপিটালে ভর্তি করতাম।

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:০৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রশ্ন জাগে.... আপনি যদি এতই পাওয়ারফুল কেউ হবেন যে গাবতলীর মাস্তানরা (আমি জানি তারা কত সুসংগঠিত) আপনাকে ভয় পেয়ে সালাম দেয়, সেখানে আপনার কাজের মেয়ের দিকে লোকজন বারবার হাত বাড়ায় আর এতদিনে আপনি তাদের আসল রূপ দেখান নাই!

ফোস না করেন, ছোবল তুলতে তো দোষ ছিলো না, তাহলে অন্তত আজকে এত বড় ক্ষতিটা হতো না।

যাই হোক, কিছু করতে পারলেই ভালো। এভাবে মেনে নিয়ে বসে থাকাটাও একটা অন্যায় কাজ।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: ডাক্তারী পরীক্ষাটি করান সবার আগে।

তারপর থানায় যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.