নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

কিশোরী ধর্ষনের নায়ক শের আলীকে গতকাল RAB-3 এর সহায়তায় আটক করা হয়েছে।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৪

অবশেষে আমার বাসার কাজের মেয়েকে ধর্ষনের মতো জঘন্য তম অপরাধের দায়ে ধর্ষক শের আলীকে গতকাল RAB-3 এর সহায়তায় বাসা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে পেরেছি। গতকাল রাতে যখন জানতে পারলাম মেয়েটাকে ধর্ষন করা হয়েছে সারা রাত চোখে ঘুম আসে নাই। কি করবে ভেবে পাচ্ছিলাম না, একবার ভেবেছিলাম আইন নিজের হাতে তুলে নেই কারন পুলিশের উপর আমার আস্থা অনেক আগে থেকেই নষ্ট হয়ে গেছে। সকাল বেলায় ঠান্ডা মাথায় আমার শ্রদ্ধেয় মিজান ভাইকে একটা ফোন দিলাম। উনি ৩০ মিনিটের ভিতর RAB-3 এর খিলগাঁও ক্যাম্পে চলে আসতে বললেন। পুরা ঘটনা শোনার সংগে সংগে তার বাহিনী নিয়ে অভিজানে বের হলেন। ধর্ষক বুঝতেই পারে নাই যে মেয়েটা অলরেডী তার গৃহকর্তাকে বিষয়টা জানিয়ে দিয়েছে। ধর্ষক শের আলী উক্ত বাসার বহু কাজের মেয়ের ইজ্জতের উপর হামলা করেছে। তার স্ত্রী সহ তিনটি সন্তানও রয়েছে গ্রামে। এমন ধর্ষনের ঘটনা সে পূর্বেও ঘটিয়েছে বলে জানতে পারলাম। সে যে অত্যান্ত দাগী আসামী তা বুঝতে পারলাম যখন RAB-3 এর সদস্যরা তাকে গ্রেফতার করে জিজ্ঞেসাবাদ করছিল। যেহেতু তার বাড়িওয়ালা ইংল্যান্ড থাকে এবং অনেক পাওয়ারফুল টাকা ওয়ালা ব্যক্তি তাই তার ভিতর বিন্দু মাত্র অনুসূচনা ছিল না। তাকে বার বার ঘটনার সত্যতার ব্যপারে জানতে চাওয়া হলে স্বীকারই করল না; উল্টে বাড়িওয়ালার কেয়ারটেকার তারই ভাগ্নি জামাই আমাদেরকে RAB-3 এর সদস্যদের সামনে ঘটনাটা একটা সাজানো নাটক বলে দাবী করল। এমনকি একজন জয়েন্ট সেক্রেটারীকে দিয়ে কোম্পানী কমান্ডারকে ফোন পর্যন্ত করিয়েছিল। তার ভাষ্য মতে বিষয়টা একটা পরিকল্পিত সাজানো নাটক ছাড়া কিছুই নয়। শের আলীও বার বার একই কথা বলছিল। RAB-3 এর অফিসারগণ আমার বাসায় মেয়েটার সংগে দেখা করতে এল। তার মুখে সব শুনে তারা বুঝতে পারল যে সত্যিই তাকে ধর্ষন করা হয়েছে।

শের আলীকে ক্যাম্পে তুলে নিয়ে যখন বুঝানো হল যে মেডিক্যাল রিপোর্টে যদি ধরা পড়ে যে তুই তাকে ধর্ষন করেছিস তাহলে তোর হাড় আর মাংস আলাদা করা হবে, এখনো সময় আছে সত্য কথা বল। শের আলীর তখন টনক নড়ল। সে বিষয়টার স্বীকার করল। কমান্ডারের পরামর্শে মেয়েটাকে ঢাকা মেডিক্যাল ওসিটিতে ভর্তি করিয়ে মেডিক্যাল রিপোর্টটা বের করে থানায় জমা দিতে বলল। সেই মোতাবেক খিলগাঁও থানায় একটা ধর্ষন মামলা দায়ের করেছি যার নম্বর ২৯, ধারা ৯(১)। লন্ডন থেকে বাড়িওয়ালা বিভিন্ন ক্ষমাতবান লোকদের দিয়ে ফোনে টাকার গরম দেখিয়ে চলেছে। আমার ঘৃণা হয় যে একটা মেয়েকে তার দারোয়ান ধর্ষন করেছে অথচ সে তাকে গাল মন্দ না করে আমাদের বলছে বিষয়টা নাকি সাজানো নাটক !! মিডিয়াকে আমি জানাইনি তার পরেও মানব জমিনের একজন সাংবাদিক ঢাকা মেডিক্যাল থেকে জানতে পেরে তার পত্রিকায় প্রকাশ করেছে।
http://www.mzamin.com/article.php?mzamin=6067&cat=10/--বনশ্রীতে-কিশোরী-ধর্ষণের-অভিযোগে-যুবক-গ্রেপ্তার

সামনে হয়তো আমার উপর থ্রেড আসতে পারে। আল্লাহ পাক যেন তা মোকাবেলা করার মতো ধৈর্য আমাকে দেন। আমি এহেন জঘন্য পাপীর বিচার চাই। তাকে যেন উচিত সাজা দিতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করব। দেশবাসীর সাপোর্ট আমার একান্ত কাম্য। মিডিয়াকে সংগে নিয়ে আমি এগোতে চাই। মেয়েটা এখনো ঢাকা মেডিক্যাল এর ওসিটিতে ভর্তি আছে। নির্যাতিত মেয়েটার পাশে দাড়াবার জন্য সকলের কাছে অনুরোধ করছি। কোন অসহায় মেয়েকে একা পেয়ে যেন কোন হায়না এহেন জঘন্য অপকর্ম করতে না পারে তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেছেন: কি আর বলবো এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের সমাজে,এসব অপরাধীর যদি দৃষ্টান্তমুলক শাস্তি না হয় তাহলে এসব ঘটনা আরও বেড়ে যাবে। X(( তাই বিচার হওয়া উচিৎ

২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: এর সুস্থ বিচার হওয়া উচিত

৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

জাহিদ হাসান বলেছেন: সরাসরি ফাসি চাই। এই ঘৃন্য কাজ বন্ধ হোক।

৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: ভাল খবর। আপনার উদ্যোগের তারিফ করি।
এখন সবদিক ঠিক রেখে তারে বিচারের ব্যবস্থা করান।

৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

আবদুল্লাহ সাফি বলেছেন: সঠিক কাজটি করেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.