নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

তাবিজ কবজ কি সত্যই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে?

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

অতীব দুঃখের সংগে এবং ব্যথীত হৃদয়ে বলতে হয় যে আমার নিকট আত্মীয় স্বজনকে যখন দেখি তাবিজ ঝুলিয়ে আমার সম্মুখে ঘুরছে তখন আমার মনে হয় আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। বিশেষ করে আমার শশুর বাড়ীর লোকজনদের (চিটাগাং) মাঝে রয়েছে তাবিজের প্রতি এক ভয়াবহ টান। কেউ যদি তাদের যে কোন একটা তাবিজ এনে বলে যে এটা পরলে তোমার ভাগ্য পরিবর্তন হবে বা রোগ বালাই থেকে দুরে রাখবে তারা তা অতি যত্ন সহকারে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়।
”অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরেক” কথাটা আমার বুকের মাঝে বার বার হাতুড়ির মতো পিটাতে থাকে। যখনই দেখলাম আমার খুব কাছের কেউ তাবিজ ঝুলিয়ে আমার সামনে এসেছে তাকে তাবিজের ব্যপারে জানতে চাইলাম। সে বলল এটা একটা গাছের ডাল কোন তাবিজ নয়। পরলে কি হবে? সে বলল, আয় রোজগারে বরকত হবে।
কে দিল এই তাবিজ? উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। কারন সে যার নাম বলল তাকে আমি অনেক বার তাবিজের ব্যপারে সতর্ক করেছি। এমনকি তার ঘরে আমি তাবিজের নকশা সংক্রান্ত বইও দেখেছি। আমি ভয়ে ভীত হয়ে তাকে সতর্ক করেছি শিরকের ব্যপারে। অথচ সে আমার কথা বিশ্বাসতো করেই নাই বরং বেশ জোরে সোরে তাবিজের ব্যবহার করেই চলেছে। যাই হোক, গলায় তাবিজ ঝুলানো দেখে আমার পেটের ভিতর পুট পুট শুরু করে দিল।
আমি যদি এই তাবিজ খুলতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে একটা গোলাম আজাদের সোয়াব দিবেন এই আশায় কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ ! সে খুলে ফেলল। আমি তাবিজটাকে খুলে দেখলাম কিসের ডাল এর ভিতরে রয়েছে। হতবাক হয়ে গেলাম এর ভিতরটা দেখে। ছবি তুলে আপনাদের সংগে শেয়ার করলাম। আমি বুঝি না কোন যুক্তিকে মানুষ মনে করে এই সব জিনিস মানুষের কামাই রোজগার বাড়াতে পারে? কঠোর পরিশ্রম করার সংগে সংগে আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই সফলকাম হওয়া যাবে ইনশা আল্লাহ। এর পরেও যদি অর্থ বা বিত্তবান না হওয়া যায় তাহলে মনে রাখতে হবে আল্লাহ যা ইচ্ছা করেন তার ভিতরই মঙ্গল রয়েছে। আপনার হাতে অনেক টাকা পয়সা আসলে হয়তো আপনি আরো বিপথগামী হয়ে যাবেন। হয়তো আপনার দারিদ্রতার ভিতরই মঙ্গল রয়েছে। সবাই যদি ধনী হয় তাহলে গরীব থাকবে কে? এই ভারসম্যকে মেনে নিয়েই আমাদের চলতে হবে।
পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করুন, আল্লাহর কাছে তাই চান যা আপনার জন্য মঙ্গল হবে। টাকা পয়সা নাই দেখে মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভালবাসেন না। মনে রাখবেন যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়াই দিবে সে আখেরাতে কিছুই পাবে না। কেউ যদি তাবিজ গলায় দিয়ে বিশ্বাস করে এই তাবিজই তার ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে বা তার আয় রোজগার বাড়ছে হয়তো তার আয় রোজগারকে আল্লাহ আরো বহুগুণে বাড়িয়ে দিবেন। সে অবশ্যই আখেরাতে কিছুই পাবে না। তার জন্য অপেক্ষা করছে ধ্বংস।
আপনারা নিজেরা শিরক থেকে বিরত থাকুন এবং নিকট আত্মীয় স্বজনদেরকেও শিরক মুক্ত রাখুন। ইনশা আল্লাহ এর জন্য হয়তো আল্লাহ পাক উত্তম প্রতিদান দিবেন।

যে তাবিজ ঝুলালো সে শিরক করল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: ডাহা বাজে কথা।

২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

দুরন্ত লেখক বলেছেন: এটাতো শুধু তাবিজ.
আর ল্যাংটা বাবার চার্লিরা যে
কতো কিছু ঝুলায়.
দেখলে,,,,,,,
:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.