![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace
এক,
খবর: পরী মনিকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন নির্মলেন্দু গুণ। বিডিনিউজ২৪.কম ।
আমার প্রিয় প্রিয় প্রিয় কবি নির্মলেন্দু গুণ। ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তায় পরী মনিকে উদ্দেশ্য করে নির্মলেন্দু গুণ লিখেছেন, “তুমি আমাদের সুচিত্রা সেন।"
একই পেজে খবরের পেছনের খবর হল: নেত্রকোণার শহরতলী মালনীতে মগরা নদী তীরে ‘কবিতাকুঞ্জ’ নামে প্রতিষ্ঠানটি সাহিত্যবিষয়ক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেও কাজ করে যাচ্ছে। খুবই ভাল। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তা দেয়ার পাশাপাশি গুণ জানালেন তার প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জের আজীবন সদস্য এ নায়িকা। সম্প্রতি এ প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা চাঁদা দিয়ে আলোচনায় আসেন পরী মনি। ভাল খুবই ভাল।
আমার সমস্যা একটা শব্দে। "আমাদের"। কবি - আমি যদি ঠিক মত পড়ে বুঝতে পারি - তাহলে সুচিত্রা সেন - আমাদের ছিলেন না। তাই কি?
দুই
বাংলা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি না। এখন মাঝে মাঝে মনে হয় - এটা আমাদের স্কুলের দোষ। খামাখা বাংলা ব্যাকরন শিখাইছে। কিন্তু কি করে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় তা শিখায় নাই। আবার এখনতো মনে হয় ঠিক মত বাংলা অর্থ মনে করতে পারি না। যেমন - ভাবছিলাম "You scratch my back and I'll scratch yours" এটার বাংলা বাগধারা কি? কিছুতেই মনে করতে পারলাম না। বউকে বললাম। সে গুগল। সব জানে। কিন্তু এটা বলতে পারল না। আমার মনে হয় - পেটে আছে মুখে নাই। জনগন - কি এটার বাগধারা?
তিন
পদ্ম ফোটানোর জন্যে একটা পুকুর কেটেছিলাম ।
ঝর্নার মতো জল উঠবে তার পাতাল থেকে ।
ভালোবেসে নিজের হাতে কেটেছি হাজার কোয়া মাটি ।
কিন্তু পাতাল চিরে উঠে আসেনি স্বচ্ছতোয়া নদী,
দু’কূল ছাপিয়ে উঠেনি স্বর্গীয় মদে ফেনা ।
দিন শেষে দেখি পদ্মের মৃণালে শুধু মৃত্যু ফুটে আছে ।
পদ্ম মৃত্যু – নির্মলেন্দু গুণ
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭
আলুমিয়া বলেছেন: আমি বুজতে পারছি আপনার অভিমত। ধন্যবাদ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১
আবু তালেব শেখ বলেছেন: পরিমনি কে তো রীতিমত ডিগ্রী প্রদান করলো কবি দা।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬
আলুমিয়া বলেছেন: একমত। ধন্যবাদ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫৮
সিসৃক্ষু বলেছেন: আমি শুনেছি চিঠি লিখলে লেখার চর্চা হয়। You can do it for making a good writing ability.
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫
আলুমিয়া বলেছেন: কেউ নাই ভাই চিঠি লিখার মত। আমার মা ৭০, ওয়াটসএপ করে আমাকে কল করে। ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯
আলুমিয়া বলেছেন: "সিসৃক্ষু" - এই শব্দটার মানে/অর্থ কি?
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: গুণের কবিতা ভাল্লাগ্লো।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪
আলুমিয়া বলেছেন: আমারো। ধন্যবাদ।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১
হাঙ্গামা বলেছেন: বুইড়ায় জুতার তলা আর আগরতলা এক কইরালাইছে
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩
আলুমিয়া বলেছেন: নো কমেন্ট।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: মিয়া নতুন পোস্ট কই
০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৪১
আলুমিয়া বলেছেন: এখন দেখলাম। বেশি দেরি হয় নাই কি বলেন?
৭| ০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০৭
অধীতি বলেছেন: আপনি বাংলা অভিধান সংগ্রহ করে রাখতে পারেন। সময়ে অসময়ে কাজে দেয়। ভারতীয় মিথ লেখালেখির জন্য গুরুত্বপূর্ণ। যেমন ইংরেজি সাহিত্যে গ্রীক মিথ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
তারেক_মাহমুদ বলেছেন: সুচিত্রা বাংলাদেশের মেয়ে হলেও অভিনয় করেছেন ভারতীয় চলচিত্রে তাই হয়তো কবি পরিমনিকে আমাদের সুচিত্রা বলেছেন।