নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি বৃষ্টি ভেজা বিকেল,
কিংবা এক স্নিগ্ধ সন্ধ্যা,
যখন কয়েক ফোঁটা বৃষ্টি-
ভিজিয়ে দিল তোমার ঠোঁট
অথবা এক রাশ বাতাস-
উড়িয়ে দিল তোমার চুল।
তোমার ঐ হাত
যেখানে মমতার ছোঁয়া।
কিংবা আলতো ভালবাসার রেশ,
মনের আকুলতায় চাই সেই রেশ।
হারাতে চাই আমি তোমাতে।
©somewhere in net ltd.