নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ ছুঁয়ে দিলে মন

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১


ছবিটি মুক্তি পায় এ বছরের ১০ এপ্রিল। দুই দিন হলে গিয়ে দেখতে যেয়ে দুর্ভাগ্যবশত টিকিট না পেয়ে পরে আর দেখা হয়ে ওঠেনি। আমার মত যারা ছবিটি দেখতে পাননি তাদের জন্য সুখবর। ডিভিডি আকারে ছবিটি পাওয়া যাচ্ছে। এছাড়াও ইউটিউব এবং টরেন্টেও মানসম্মত প্রিন্ট পাবেন ছবিটির।
এবার আসি রিভিউয়ে। কাহিনী শুরু হয় আবির এবং নীলার কৈশোরের প্রেম থেকে। শহরের প্রভাবশালী ব্যক্তি আফজাল খান যে কিনা নিলার বাবা কোন ভাবে আবির- নীলার প্রেমের ব্যাপারে জেনে যায়। সম্ভ্রান্ত পরিবারের আফজাল খানের বংশে বিয়ের আগে প্রেম-ভালবাসার ব্যাপারগুলো গ্রহণযোগ্যতা পায় না। আর তাই আবির আর আবিরের পরিবারের উপর ক্ষণে ক্ষণে প্রতিশোধ নেয় আফজাল খান শহরের মাস্তান ছেলেদের দিয়ে আবিরের মাথার চুল কেটে দিয়ে, আবিরের বোনকে উত্তক্ত করে, আবিরের বাবার গায়ে ময়লা ফেলে, বাড়ির চালে ঢিল ছুঁড়ে। এসব থেকে নিস্তার পেতে আবিরের পরিবার হৃদয়পুর শহর ছেড়ে ঢাকায় চলে আসে। ভাগ্যের টানে আবির তরুণ বয়সে আবার হাজির হয় হৃদয়পুরে, দেখা হয় নীলার সাথে। নতুন করে শুরু হয় তাদের প্রেম। কিন্তু প্রেম কি আসলেই ছিল আবিরের মনে? নাকি সব ছিল তার সাজানো নাটক শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। তাদের প্রেম কি শেষ পর্যন্ত পরিপূর্ণতা পায়? এ সব কিছু জানা যাবে ছবিটি দেখার পর।
পরিচালক শিহাব শাহিন পূর্বে বহু অসাধারণ নাটক নির্মাণ করলেও ছুঁয়ে দিলে মন তার প্রথম চলচ্চিত্র। নাটকের পরিচালকেরা চলচ্চিত্র নির্মাণ করলে তারা মূলত শিল্পগুণ সম্পন্ন ছবি নির্মাণ করেন। বাণিজ্যিক ধারার ছবি নির্মাণে তাদের খুব একটা আগ্রহ দেখা যায় না। সেই দিক থেকে পরিচালক ভিন্ন পথে হেঁটেছেন। সেই জন্য উনি অবশ্যই প্রশংসার দাবীদার। সুন্দর চিত্রায়ন, অসাধারণ লোকেশন নির্বাচন, রুচিশীল পোশাক ডিজাইন সব কিছুই ছিল চোখে পড়ার মত। আর গানের কথা আলাদা করে না বললেই নয়। সাজিদ সরকার এবং হাবিব ওয়াহিদের সংগীতায়জনে তাহসান,শাকিলা,নিরঝো,হাবিব,শাওন চমৎকার গান উপহার দিয়েছে তাদের কণ্ঠে। এখনকার বাণিজ্যিক ধারার ছবিতে আইটেম গান না হলেই নয়। কিন্তু এতগুলো শ্রুতিমধুর গানের পর আইটেম গানের অভাব একদমই মনে হয়নি।
ছবির কাহিনী সাদামাটা গতানুগতিক ধারার হলেও একদম বিরক্তিকর লাগেনি। প্রতিটি দৃশ্যই দেখে মনে হচ্ছিল নতুন কিছু দেখছি। তবে ছবিতে কিছু অসংগতিও লক্ষ্য করা গেছে। যেমন আবির যখন হৃদয়পুর কলেজে ভালবাসা দাও গানটি করে যেটা নীলাকে ছোটবেলা শুনিয়েছিল সেটা শুনে নীলা রিকশা থামিয়ে কলেজের দিকে রওনা দেয়। এখানের দৃশ্যে নীলার ব্যাগ দেখা যায় কিন্তু কয়েক মুহূর্তের ভেতর ব্যাগটি হাওয়া হয়ে যায়। আবার ছবির টাইটেল ট্র্যাক শুরু হওয়ার আগে নীলার কথোপকথন হয় তার চাচাত ভাই ডানির সাথে যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। ডানির সাথে কথোপকথন শেষ হতেই আবীরের সাথে দেখা, তাকে নিয়ে ভাবা এই সব দৃশ্য না দেখিয়ে সরাসরি গান শুরু হওয়াটা একটু দৃষ্টিকটু লেগেছে। আবার শেষের দৃশ্যে পানিতে ভিজে যাওয়া আবীর নীলার পোশাক অল্প সময়ের ব্যবধানে কিভাবে শুকিয়ে গেল সেটাও একটা বিষয়।
অভিনয়ের কথা যদি বলা হয় তবে সবাইকে এ প্লাস দেওয়া যায় সহজেই। বাণিজ্যিক ধারার ছবিতে সাধারণত মূল চরিত্রগুলোর অভিনয়কে প্রাধান্য দেওয়া হয় কিন্তু এই ছবিতে প্রতিটি চরিত্রের অভিনয় সাবলীল। এমনকি ছোট ছোট চরিত্র গুলোও ফুটিয়ে তুলতে সার্থক হয়েছে অভিনেতারা। মম এবং আরফিন শুভ অসাধারণ অভিনয় করেছে। কিন্তু তাদেরকে ছাপিয়ে গেছে খল চরিত্রে অভিনয় করা ইরেশ জাকের। তার মজার চুলের ছাঁট আর বোকা বোকা ভাব করে থাকা লুক বেশ উপভোগ্য ছিল। এছাড়াও বাংলা ছবিতে সবসময় খল চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর আবিরের দুলাভাই চরিত্রে অভিনয় করেছেন যেটা অন্যরকম ব্যাপার ছিল। তার হাস্যরসাত্মক অভিনয় দর্শককে হাসাবেই। নীলার বাবার চরিত্রে অভিনয় করা আলি রাজের অভিনয়ও ছিল ভালো।
IDMb রেটিং-এ ১০-এ ৯.২ পাওয়া ছবিটির বাজেট ছিল ৬০ লাখ টাকা। আর ছবিটি থেকে বক্স অফিস সংগ্রহ করে ৩ কোটি ২৩ লক্ষ টাকা। এপ্রিলে বাংলাদেশে মুক্তি পেলেও মে মাসে এটি আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে মুক্তি দেওয়া হয়।
অনেকের ভেতরই বাংলাদেশী বাণিজ্যধারার ছবির ব্যাপারে নাক সিটকানি ভাব আছে। তাদের ধারণা এই ছবিগুলো একটি বিশেষ শ্রেণীর মানুষের জন্য তৈরি করা হয়। যারা এই মতবাদ পোষণ করেন তাদের বলছি, ছবিটি দেখুন।হয়ত শিক্ষণীয় কিছু পাবেন না কিন্তু পরিপূর্ণ বিনোদন পাবেন সেই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

কিরমানী লিটন বলেছেন: চমৎকার রিভিউ,ছবির প্রতি মানুষের আগ্রহী করে তুলবে-ধন্যবাদ চমৎকার পোষ্টের জন্য ...

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ, খুব ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ রিভিউটি পড়ার জন্য।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

নিমগ্ন বলেছেন: আরো লিখলি না কেন রে ভাই!!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

নিমগ্ন বলেছেন: লিংক কই? ডাউনলোড করবাম চাই!

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫

আলভী রহমান শোভন বলেছেন: মুভির ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=C-eXNgLKltM

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

আলভী রহমান শোভন বলেছেন: মুভির পুরো কাহিনী লিখলে তো আর মুভি দেখে মজা পেতেন না, ভাই।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

সুমন কর বলেছেন: IDMb রেটিং-এ ১০-এ ৯.২ !! কি বলেন !!!! :( দেখবো না বলে, রিভিউ পড়িনি।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

আলভী রহমান শোভন বলেছেন: জী ভাই, ঘটনা সত্যি !

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২

রানার ব্লগ বলেছেন: দেখুন বাংলাদেশি সিনামার প্রতি নাক সিটকানো ভাব থাকার যথেষ্ট কারোন আছে।

১) কোন অভিনেতা বা নেত্রি কেউই তার অভিনয়ের প্রতি যত্নশীল নন
২) বিদেশে এক টা সিনামা করতে মিনিমাম ১০ বার রিহার্সাল হয় , অথচ আমার জানামতে রিহার্সাল নামক কন বস্তুই আমাদের সিনামে জগতে হয় না।
৩) বাণিজ্যিক ধারার সিনামাতে অভিনেতা বা নেত্রিদের যে পরিমাণ ক্যমেস্ট্রিএর দরকার তা আদৌ আছে কি না আমার সন্দেহ।
মুসলিম দেশ বলে ক্যমেস্ট্রি দেখানো যায় না এই অজুহাত জদি তোলেন তবে দেখুন ইরানী ছবি গুল, মানবিক অনুভুতির শুক্ষানু শুক্ষ দেখান হয় কোন রকম ধর্মীয় অনুভতিতে আঘাত না দিয়ে।

আরো আছে, সব বলে সেস করা যাবেনা। এইবার ভেবে বলুন কেন বাংলা সিনামা দেখে নাক সিটকাবে না।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: বাংলা মুভির প্রতি নাক সিটকাবে ভালো কথা কিন্তু ইদানিং ভাল পরিচালক ভালো অভিনেতা অভিনেত্রী নিয়ে মুভি বানাচ্ছে। তার উপর কাহিনিও ভালো। মানসম্মত ছবি দেখেও যদি মানুষ নাক সিটকায় তবে আমাদের চলচ্চিত্র শিল্প কই যাবে?

৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

গেম চেঞ্জার বলেছেন: রানা ভায়ার সাথে একমত। তবে ইদানিং পরিবর্তন হচ্ছে। নতুন ও সৃজনশীল কিছু মানুষ আসছে।

আপনার মুভি রিভিউ সুন্দর হয়েছে। ৫ম প্লাস।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

আলভী রহমান শোভন বলেছেন: এই পরিবর্তনটাই মানুষ ধরতে পারছে না। আর তাই এখনও মানুষ বাংলা মুভির কথা বললেই নাক সিটকায়। আর যারা বাংলা ছবি দেখে ( হোক না সেটা যতই মানসম্মত) তাদের আখ্যায়িত করা হয় খ্যাঁত বলে। এই যেমন আমি একটা খ্যাঁত !!

৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউটা ভাল লেগেছে।

মুভিটা দেখা হয় নি। দেখার মত ভালো হলই তো নেই।
এটায় শুনেছি ডিজিটাল ভিডিও সিস্টেমে মুভিটা ধারণ করেছে। দেখার আগ্রহ বেড়েছে তাতে। ভাল স্ক্রিণ দেখার ইচ্ছা ছিল না।
কাহিনীটা যেমনই হোক - বাংলাদেশের চলচ্চিত্র এই মুভিটাকে সাথে নিয়ে সামনে এগুতে পারবে বলে আমার বিশ্বাস।

আস্তে আস্তে একটা সময় বাংলাদেশের চলচ্চিত্র আরো ভাল জায়গা করে নিবে। তবে সময় লাগবে তার জন্য। সাথে আমাদের সকলেরই সাহায্য।
[যেমন - মুভিটা আমি নিজেই ইউটিউবে নয়তো ডাউনলোড করে দেখব। এতে কিন্তু কোন লাভ হচ্ছে না। হল মালিকরা নিজেদের ব্যবস্থা আরেকটু উন্নত করলে এইদিকটায় কারো যেতে হত না।]

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

আলভী রহমান শোভন বলেছেন: বাংলা চলচ্চিত্র নিয়ে আপনার ইতিবাচক চিন্তা ভাবনা ভালো লাগলো। আর ধন্যবাদ রিভিউটা পড়ার জন্য। ভালো থাকবেন।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ব্লগটা কেমন জানি অচেনা হয়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

আলভী রহমান শোভন বলেছেন: যেমন?

১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: রিভিউ ভালো হয়েছে। কোন সিনেমাই সমাজের সব অংশকে আকর্ষন করতে পারেনা। তবে মানসম্মুত হলে টার্গেট গ্রুপ কিংবা বোদ্ধাদের কাছে ভালোই সমাদর প্রায়। বানিজ্যিক সাফল্যও একটা বড় ব্যাপার, ব্যবসা সফল না হলে কেউ ভালো কাজ করতেও আগ্রহী হবেনা। লস প্রজেক্টে কেউই যেতে চায়না। শখেরও একটা সর্বচ্চ মুল্য থাকে সবার কাছেই।

ভালোলাগা রইলো। :)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাবতে ভালো লাগে ইদানিং সব শ্রেণীর মানুষ হলে গিয়ে ছবি দেখছে। শুধু শিল্পগুণ সম্পন্ন ছবি নয়, বাণিজ্যিক ধারার ছবিও।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

আবু শাকিল বলেছেন: আজকে বাংলা মুভি নিয়ে এক বিখ্যাত চিত্র নাট্যকারের সাক্ষাৎকার পড়ছি ।
পুরাই ফাটিয়ে দিয়েছে -

১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

আরণ্যক রাখাল বলেছেন: দেখবো| শুভকে আমার ভাল লাগে| ও এগিয়ে যাক

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩

আনু মোল্লাহ বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে। ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯

হাতুড়ে লেখক বলেছেন: রিভিউ পড়ে মুভিটা দেখতে গিয়ে দেখি লিংকটা কাজ করছে না। https://www.youtube.com/watch?v=C-eXNgLKltM
আর কোন লিংক নাই ভাই?

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

আলভী রহমান শোভন বলেছেন: খুব সম্ভব ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। তবে আপনি চাইলে টরেন্ট থেকে নামিয়ে দেখতে পারেন অথবা ডিভিডি কিনে দেখতে পারেন। ধন্যবাদ।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: Click This Link

১৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: তুমি ছুঁয়ে দিলে এ মন- আমি উড়বো আজীবন!
http://www.somewhereinblog.net/blog/nondini/30036767

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

আলভী রহমান শোভন বলেছেন: মুভিটা দেখার পর রিভিউ লেখার আগে সামুতে ছবিটি নিয়ে যারা ব্লগে লিখেছে সবার লেখা আগে পড়ে নিয়েছিলাম। আপনারটাও বাদ যায়নি।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

তাসজিদ বলেছেন: ভাল ই লেগেছে। তবে মমর ক্লিভেজ শো করার কোন কারণ আমি খুজে পাই নাই।

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: ছবির একটু আকর্ষণ বাড়াতে আর কি !

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: মিশা সওদাগর আর ইরেশ জাকের পুরা কাঁপিয়ে দিয়েছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

আলভী রহমান শোভন বলেছেন: ছবির প্রাণ তো এরাই ছিলেন।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭

স্পর্শহীন আলো বলেছেন: ছবিটি আমি দেখেছি এবং এতবার দেখেছি যে সিনেমার স্ক্রিপ্ট প্রায় আমার মুখস্থ। তবে এটা সত্যি যে সিনেমাটিতে বেশ কিছু goof আছে। তবে overall সিনেমাটি সত্যিই মন ছুঁয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আলভী রহমান শোভন বলেছেন: বাংলা ছবির প্রতি আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন। :)

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

স্পর্শহীন আলো বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.