নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে একটা সময় শুধু ঈদ কিংবা পূজা উপলক্ষে পাঞ্জাবি কেনা হত। কিন্তু এখন দিন বদলেছে, সেই সাথে মানুষ হয়ে উঠছে ফ্যাশন সচেতন। ধর্মীয় উৎসব ছাড়াও পাঞ্জাবি পরা হয় পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, গায়ে হলুদের মত উৎসবগুলোতে। সাধারণ একটা পাঞ্জাবিতে আপনি অন্যের কাছে হয়ে উঠতে পারেন অসাধারণ। কিভাবে? চলুন দেখা যাক।
১) কয়েক বছর আগেও খাটো পাঞ্জাবির চল ছিল খুব। কিন্তু এখন আবার লম্বা পাঞ্জাবির চল শুরু হয়েছে। পাঞ্জাবি হাঁটুর শেষ ভাগ পর্যন্ত লম্বা পড়া হয়। সময়ের সাথে মিলিয়ে তাই আপনারও পাঞ্জাবি পরা উচিৎ। অনেকে আবার রঙ নির্বাচন নিয়ে দোটানায় পড়ে যান। তাদের জন্য বলবো খুব জমকালো রঙের পাঞ্জাবি না পরাই ভালো। কারণ অন্যের চোখের স্বস্তিরও ব্যাপার আছে। দিনের বেলার অনুষ্ঠানে সাদা, গোলাপি, আকাশী, হলুদ, ঘিয়ে রঙের মত হালকা রঙের পাঞ্জাবি পরা যায়। আবার রাতের অনুষ্ঠানে কালো, খয়েরি, ধূসর কিংবা বেগুনীর মত রঙ নির্বাচন করা যায়।
২) একটা সময় শুধু সাধারণ কাটের সাদা পাজামাই পরা হত পাঞ্জাবির সাথে। কিন্তু এখন পাজামার কাটেও এসেছে পরিবর্তন। স্লিম কাট, ধূতি কাট, চুড়িদার কিংবা হাফ স্লিম কাটের পাজামা আপনাকে দিবে ভিন্ন এক মাত্রা। তাছাড়া চাইলে শুধু সাদা নয় পাজামার রঙে আনতে পারেন ভিন্নতা। তবে রঙটি অবশ্যই আপনার পাঞ্জাবির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
৩) ইদানিং পাঞ্জাবির সাথে কোট পরার চল শুরু হয়েছে। পাঞ্জাবিতে ভিন্নতা আনতে আপনিও পরতে পারেন কোট। তবে এ ক্ষেত্রে পাঞ্জাবির রঙটা হালকা হওয়াটা বাঞ্ছনীয় যেহেতু কোট একটু ভারী হয় আর রঙটাও গাঢ় ধরণের হয়ে থাকে। বছরের অন্যান্য সময়ে হাতা ছাড়া কোট পরলেও সামনে যেহেতু শীত আসছে তাই ফুল হাতার কোট পরতে পারেন।
৪) পাঞ্জাবির সাথে পায়ে কি ধরণের স্যান্ডেল কিংবা পাদুকা ব্যবহার করছেন সেদিকেও নজর দিতে হবে। সাধারণত পাঞ্জাবির সাথে দুই ফিতার স্যান্ডেলই মানানসই। তবে চাইলে নাগরা কিংবা লোফারও পরতে পারেন।
৫) প্রয়োজনবোধে পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখতে পারেন। মিলিয়ে পরতে পারেন হাতে ব্যান্ড কিংবা ব্রেসলেট। চলতে পারে ঘড়িও।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
আলভী রহমান শোভন বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
ল্যাংটাও ভালো দেখা্তে পারে।